চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

আপনি যে ইন্ড্রাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চান, সেই ইন্ড্রাস্ট্রি এক্সপার্টদের থেকে সরাসরি মেন্টরিং পাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি আমরা Town-Center.net + CSAI থেকে। এক্ষেত্রে মেন্টরিং ফ্রি কিংবা পেইড হতে পারে। আপাতত শুধুমাত্র CSAI এর সদস্যরা মেন্টর হতে পারবে। আগামী ১০ অক্টোবর থেকে CSAI এর সদস্যরা নিজেদের মেন্টর হিসেবে লিস্টেড করতে পারবেন। বাকীরা টাউন-সেন্টার থ্রু এই সেবা নিতে পারবেন। শুরুতে আমরা ৫০ টা ইন্ড্রাস্ট্রি নিয়ে কাজ শুরু করছি। আপনার ইন্ড্রাস্ট্রি যদি তালিকায় না দেখতে পান তাহলে জানাতে পারেন, রিলিজের আগে যুক্ত করা হবে।



মনে করেন একটা চেইন-স্টোর দাঁড় করালাম পৃথিবীজুড়ে। এই চেইন থেকে যত প্রফিট হবে তার পুরোটাই এর কাস্টমারদের মাঝে বিলিয়ে দিলাম বছর শেষে। আমার উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। কারণ, এই চেইন চালাতে কোটি কোটি লোক লাগবে।

কেমন হবে?

How beautiful this clock is...

শিক্ষক ও চিকিৎসকদের উপার্জনকে যতদিন খারাপ চোখে দেখা হবে ততদিন এদেশের শিক্ষা-ব্যবস্থা ও চিকিৎসা খাতের উন্নতি হবে না।

একজন আমাকে জিজ্ঞেস করলো, 'মুনজেরিন অক্সফোর্ডে পড়ালেখা করে বাংলাদেশের এই নরকে ব্যাক করলো কেন?'

আমি বললাম— ওখানে থেকে গেলে হয়তো অনেক টাকা আর্ন করতে পারতো, অনেক বড় কোন পোস্টে যেতে পারতো। কিন্তু বাংলাদেশে ব্যাক করে যে লাখ লাখ লোকের জন্য কাজ করতে পারছে, এটা পারতো না। মানুশের জন্য জন্য কিছু করতে পারলে যে আনন্দ, এটা যারা করে শুধুমাত্র তারাই জানে।

As you start to walk on the way, the way appears.
— Rumi

টেন মিনিট স্কুল ও আয়মান সাদিক নিয়া সমস্যাটা আসলে কোথায়? মানে, হেটারদের পয়েন্টগুলো বুঝার চেষ্টা করছি।

ইউরোপ আমেরিকায় নির্বোধের সংখ্যা বেশী হওয়ার জন্য দায়ী মূলত লেড। গাড়ির কালো ধোঁয়াতে এই লেড সবচাইতে বেশী থাকে। যেকারণে আমি সবসময় বলে আসতেছি যে বাংলাদেশের টপ তিনটা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার সবচাইতে দূষিত বায়ূর এলাকা থেকে সরাতে। কারণ, এগুলোতে দেশের সেরা মেধাবীরা পড়তে আসে এবং এই দূষণ এদের ব্রেইন ড্যামেজ করে দেয়।

লেডের এই দূষণ নিয়া একটা ভিডিও দিলাম, দেখেন। কারো সময় থাকলে এই ভিডিওটার বাংলা করে আপলোড করে দিয়েন। জরুরী জিনিষ।

ব্রেকফার্স্ট, লাঞ্চ আর ডিনারের মিল রেটের ডাটাবেস বানানোর চেষ্টা করছি আমরা। এই ডাটা ব্যাচেলরদের অনেক কাজে দিবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রাইস রেঞ্জের ভেতরে কোথায় সবচাইতে ভালো খাবার পাওয়া যায়, তার ডাটাবেস বানানো। ধরেন আপনি ১০০ টাকা লিখে সার্চ দিলেন আর ১০০ টাকার ভেতরে কোথায় কী মেনু অফার করছে জানতে পারলেন।

এই ডাটা ব্যাচেলর ছাড়াও ও ট্রাভেলারদের হেল্প করবে। কোন এলাকায় গিয়ে সেই এলাকার সবচাইতে কম খরচে সবচাইতে ভালো খাবারটা খুঁজে বের করতে পারবেন। টাউন-সেন্টার থেকে এই ডাটা একসেস করা যাবে।



Computer, Gadgets, Home Appliance, Books, Fashion, Furniture, Grocery, and Organic Food- এই ৮টা ক্যাটাগরি থাকবে টাউন-সেন্টার শপে। প্রথম দিকে আমরা সরাসরি প্রোডাক্ট বিক্রির অপশন দেব না, শুধুমাত্র শপ ও পন্য মার্কেটিং এর অপশন থাকবে। ব্যবহারকারীদের জন্য এটা প্রোডাক্ট ডাইরেক্টিরি হিসেবে কাজ করবে আপাতত। মানে আপনি একটা পন্য খুঁজতেছেন, সেটার ডিটেইল এবং কোথায় কেমন দামে পাবেন তা জানতে পারবেন টাউন শপ থেকে।

শপ ও ই-কমার্স মালিকদের আমরা এতে ফ্রি ইন্টিগ্রেটের সুযোগ দেব। টাউন-সেন্টারের কর্মীরা আপনাদের ফ্রি সফটওয়্যার ও ট্রেইনিং প্রদান করবে।

ফেসবুক পেজ থেকে যারা ব্যবসা করছেন, তারা এখানে যুক্ত হতে হলে নিজেদের একটা ই-কমার্স সাইট থাকতে হবে। যাদের ই-কমার্স সাইট নেই; তাদেরকে কম খরচে ই-কমার্স সাইট করে দেয়ার জন্য আমরা একটা টীম তৈরি করছি। আগামী মাসের ১২ তারিখ থেকে এই টীম কাজ শুরু করবে। স্লট বুকিং দিয়ে রাখতে পারেন ইনবক্সে।
টাউন শপের ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি হচ্ছে এখন, ওখানে সকল আপডেট পাবেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি