অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
৬৪ জেলায় ক্যাম্পেইনে বের হলে একটা ইউটিউব চ্যানেল খুলবো শুধুমাত্র বাংলাদেশের ৬৪ জেলার উপরে ভিডিও আপলোডের জন্য।
বেয়াদবরা কখনো নিজেদের বেয়াদবি ধরতে পারে না। কারণ, বেয়াদব মানেই হচ্ছে আদব জ্ঞানের অভাব। এরা বুঝতে পারে না কেন এদের কথা বলার ভঙ্গি, টোন, ভাষা খারাপ। তার ভেতরে যদি একগাদা লোক এসে সমর্থন দিতে শুরু করে, তাহলে সেটা কালচারে পরিনত হয়। তখন এর থেকে এরা আর বের হতে পারে না। কালচারাল ট্রেইট সহজে বদলায় না।
আপনার মতের সাথে মিলে যাচ্ছে বলেই বেয়াদবী আর অভদ্রতারে প্রশ্রয় দিয়েন না। এগুলো করে ভালো কিছু হয় না।
যে নিজেরে অলওয়েজ রাইট ও অনেক বড় মনে করে, সে গ্রেটার গুডের জন্য কাজ করছে না। সে নিজের ইগোরে স্যাটিসফাই করতেছে শুধু।
বাংলাদেশের আবহাওয়ার আদ্রতা ও তাপমাত্রায় এই ডিভাইসটা (WaterGen) প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ লিটার বিশুদ্ধ সুপেয় পানি তৈরি করতে পারবে বাতাস থেকে। বাংলাদেশে পাওয়া গেলে কিনতাম একটা। কেউ ইমপোর্ট করেন ভাই। ঢাকার ওয়াশার পানির যে অবস্থা! গুলশান, বনানী, উত্তরায় অন্তত বিশ-ত্রিশ হাজার ডিভাইস চোখ বন্ধ করে বেচতে পারবেন।
ইটস কলড ফামানিজম।
ফলোয়ার্স উইল বি ফামানিস্ট!
গতকাল ক্ষমতাচ্যুত হওয়া মাহিন্দা রাজাপক্ষ শ্রীলংকায় জনপ্রিয় নেতা ছিলেন। যোগ্যতার অভাব থাকলে জনপ্রিয়তা যে কোন কাজে আসে না, সেটার একটা উদাহরণ হয়ে থাকবেন তিনি।
পৃথিবীর সবচাইতে শিক্ষিত জাতিগুলোর ভেতরে শ্রীলংকা একটা। এডুকেশন রেট ৯৫% এর উপরে থাকে সবসময়। ওদের এডুকেশন সিস্টেম আমাদের থেকে অনেক উন্নত। এত শিক্ষিতের একটা দেশে এরকম একজন অযোগ্য ও দূর্নীতিবাজ লোক এত জনপ্রিয় হওয়ার রহস্য কী বলেন তো?
শ্রীলঙ্কায় এক এমপি এবং সাবেক এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স
যার সাথে আপনার ইগো যত কম কাজ করবে তার সাথে বন্ধুত্ব তত গাঢ় হবে। একদম ইগোলেস ফ্রেন্ডশীপ যার সাথে, সে আপনার সোলমেট।
যাদের ভেতরে হিংসা আছে আপনি চাইলেও তাদেরকে আপন ভাবতে পারবেন না।