অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
আমজনতা মেইনস্ট্রিম মিডিয়ার উপরে এতই ক্ষ্যাপা যে তারা ইলন মাস্করে নিয়া যত নেগেটিভ নিউজ করে, ইলন মাস্কের ফলোয়ার ততই বাড়ে। প্রতিদিন প্রায় ৩ লাখ করে বাড়তেছে ফলোয়ার।

এভাবে চলতে থাকলে পাগলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালে পাশ করে যাবে :P
পাবলিক হিসাব করে—
কার পেছনে কত খরচ করলো বা কাকে কত টাকা দিলো। অথচ হিসাব করা উচিত কার পেছনে কত সময় ব্যয় হলো বা কাকে কত সময় দিলো।
একবার পারসোনাল ফাইন্যান্স নিয়ে একটা সফটওয়্যার ডিজাইন করতে গিয়ে আমার মনে হলো সময়রে কারেন্সি ধরে একটু জীবনের হিসাব করে দেখি। তারপর ৭৫ বছরের একটা হিসাব দাঁড় করিয়ে বুঝলাম জীবন কতটা ছোট এবং আমাদের পক্ষে কত কম অ্যাচিভ করা সম্ভব।
কমপক্ষে ১২০০ বছর বাঁচা গেলে মাথায় যত আইডিয়া ছিলো সব ইমপ্লিমেন্ট করে যেতে পারতাম।
জগতে দুই ধরনের লোক আছে। একদল শুধু ফল দেখে, অন্য দলের কাছে পারফর্মেন্স গুরুত্বপূর্ন। একদল ডেস্টিনিশনের দিকে চেয়ে থাকে, অন্যদল জার্নিটা উপভোগ করে। প্রথম দল শুধু জয় উপভোগ করে, অন্যদল জয়-পরাজয় নিয়ে ভাবে না অত যদি প্রতিটা মূহুর্ত মিনিংফুল হয়।
আমি দ্বিতীয় দলের লোক।
Elon Musk এর ChatGPT অনেক কিছুই বদলে দিবে। একাডেমিক কনটেন্টের ক্ষেত্রে এর অবদান কেমন হতে যাচ্ছে ভেবে আমি এক্সাইটেড!
GooooooaaaaaaL!
প্যারেন্টিং - ৬১
শুধু এডুকেশন সিস্টেমের উন্নতি তেমন ফলদায়ক হবে না যদি অভিভাবকদের সচেতনতা বাড়ানো না যায়। এদেশে অধিকাংশ অভিভাবক মনে করেন কোনরকমে ভালো রেজাল্ট করতে পারলেই হয়ে যাবে। একারণে শিক্ষার্থীরাও কিছু শেখার চেষ্টা করে না। তাই এই পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য এডুকেশন সিস্টেম সংস্কারের পাশাপাশি ব্যাপক প্যারেন্টিং কার্যক্রমও চালাতে হবে।
কেন লাখ লাখ বেকার থাকার পরেও দেশের প্রতিষ্ঠানগুলো প্রায় দ্বিগুন বেতন দিয়ে দেশের বাইরে থেকে লোক নিয়োগ দিতে বাধ্য হচ্ছে, এটা প্যারেন্টসদেরকে বুঝানো জরুরী।
গিজার অন না করেই শাওয়ার ছেড়ে ৩০ মিনিট ধরে গোছল করলাম।
হ্যাশট্যাগঃ
উইন্টার, আর্জেন্টাইন সমর্থক
মনে করেন আপনি একগাদা বইয়ের ছবি তুলে দিয়ে দিলেন আর vAi পই পই করে বইগুলো সব আপনার লাইব্রেরী অ্যাপে এন্ট্রি করে দিলো...! হাউ কনভিনিয়েন্ট! :D
গত এক বছর ধরে চেষ্টা করেও আমার লাইব্রেরীর বইগুলো সব থিংকার লাইব্রেরীতে এন্ট্রি করা হয়ে উঠতেছিলো না। এখন vAi উইল টেইক কেয়ার অব ইট! জনৈক মনীষী বলে গেছেন— জগতের সকল ভালো ভালো জিনিষ অলসরা তৈয়ার করিয়াছে। অতীব সইত্য কথা! :P
থিংকার ক্লাবের পেইড সদস্যরা আজকে থেকেই এই ফিচার ব্যবহার করতে পারবেন (মেইল চেক করেন)। বাকীরা আগামী ২৫ ডিসেম্বর থিংকার ক্লাউড আর টাউন-সেন্টার রিলিজের পর একসেস পাবেন।
Never give up!