অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র
Good morning world. You are doing great!
এখানে যারা হাহা দিচ্ছেন, তারা কেন দিচ্ছেন? ঊনারে যেজন্য অপছন্দ করেন সেটা নিয়েই তো বললেন এখানে। এই পোস্টে হাহা দিলে তাসলিমা নাসরিনরে অপছন্দ করার পেছনে আপনার কোন কারণ তো থাকে না আর!
আপনি বলতে পারেন যে উনি অমূলক অভিযোগ করছেন। আমার কাছে অমূলক মনে হয় না। আমাদের ক্রিকেটার মোস্তাফিজরে ভারতে আপারেশন করার পর থেকে তার সেই ন্যাচারাল বোলিং যে হারিয়ে গেল, এটা আপনারা খেয়াল করেন নাই কেউ?
You're gone from here Soon you will disappear Fading into beautiful light…
আজকে টাউন-সেন্টারের পাবলিক বেটা রিলিজের কথা থাকলেও আরো কিছুদিন প্রাইভেট বেটা থাকবে। এ মাসের শেষের দিকে পাবলিক বেটা এভেইলেবল হবে। টাউন-সেন্টার সংক্রান্ত সকল আপডেট টাউন-সেন্টারের Town-Center.net পেজে পাওয়া যাবে।
ইতিহাসের একই ঘটনা বা ইভেন্ট নিয়া যত রকমের বয়ান আছে, যত বইয়ে যত তথ্য আছে, সব যদি একসাথে পাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয়? মানে, এক পেজেই সবগুলো তথ্য (পক্ষে/বিপক্ষে) পাওয়া গেল।
চিঠি লেখা ফেরত আনবো আমরা। বিস্তারিত পরে জানাবো :)
ক্লাশ সেভেনের পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি ও মুসলিমদেরকে ক্রিমিনাল হিসেবে উপস্থাপণের আফটার ইফেক্ট হতে যাচ্ছে মুসলিম ইতিহাস ও সভ্যতা নিয়ে অনেক বই বের হওয়া এবং সেগুলোর ব্যাপক প্রচার। সেই সাথে অভিভাবকরা সচেতনভাবে মুসলিমদের ইতিহাস ও সভ্যতা নিয়ে তাদের বাচ্চাদের লেসন দেয়া, আলাপ-আলোচনা করা।
বুমেরাং...!

বাংলাদেশের ৬৪ জেলায় একটা টীম নিয়ে ঘুরে ঘুরে টাউন-সেন্টার সেটাপ করার যে প্ল্যান করেছিলাম সেটা এক্সিকিউট করতে প্রায় দুই বছর লেগে যেত। কিন্তু যদি ২০-২৫টা টীম বানিয়ে ফেলি তাহলে কয়েক মাসের ভেতরেই ৬৪ জেলা কাভার করা সম্ভব।
কিছুদিন আগে হিসাব করে দেখলাম— প্রতি জেলায় টাউন-সেন্টার শুরু করলে সেখানে যে টীম তৈরি হবে সেই টীম যদি পরের জেলায় ট্রেইনিং এর কাজটা করতে পারে, তাহলে চার মাসের ভেতরে ৩৯টা টীম ৬৪ জেলা কাভার করে ফেলতে পারে। ব্যাপারটা কতটা কার্যকরী হতে পারে তা বুঝার জন্য দু'টো টীম বানিয়ে একটা টীমরে গত ২ তারিখে এক জেলায় পাঠিয়েছি এবং দ্বিতীয় টীম আরেকটা জেলায় পাঠালাম। ফলাফল সন্তোষজনক। এভাবে সব জেলা থেকে টীম তৈরি করা গেলে এপ্রিলের ভেতরেই ৬৪ জেলায় টাউন-সেন্টার দাঁড়িয়ে যাবে।
এই প্ল্যানারে তার টাইম-লাইন বসানো হয়েছে। এখানে T1D1 মানে টীম-১ ডিস্ট্রিক্ট-১। প্রতি সপ্তাহে সর্বোচ্চ সাতটা টীম একসাথে কাজ করলে এপ্রিলের ১১ তারিখের ভেতরে ৬৪ জেলা কাভার হয়ে যাওয়ার কথা। আরো ১৯ দিন এক্সট্রা ধরে এপ্রিলের শেষ দিন পর্যন্ত প্ল্যান সাজিয়েছি (সবুজ ও নীল)। মে-র দুই তারিখ থেকে আমার মূল টীম নিয়ে ট্যুর শুরু করবো (লাল)। এক দিন বিরতি দিয়ে প্রতি তিন দিনে একটা জেলায় গেলে মে-ডিসেম্বর এর ভেতরে ৫৬টা জেলা কাভার করা সম্ভব। আমরা মূলত দু'টো উদ্দেশ্য নিয়ে বের হবো। ১) যেসব টাউন-সেন্টার চলছে সেগুলো উদ্বোধন করতে ও ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে।
আগামী মে পর্যন্ত আমি এবং ঢাকার কেন্দ্রীয় টীম এই ৩৯টা টীম ও ৬৪ জেলার টাউন-সেন্টার সমন্বয়ের কাজ করবে। যে ৩৯টা টীম জেলায় জেলায় ঘুরবে, তাদের যাওয়া-আসা ও থাকা-খাওয়ার খরচ টাউন-সেন্টার ম্যানেজ করবে। ফলে, ফ্রি দেশ ভ্রমণ এর সাথে টাউন-সেন্টার নিয়ে কাজ করার অভিজ্ঞতা ও নেটওয়ার্কিং হবে। প্রথম ৩৯ টা জেলা থেকে এই ৩৯ টীম তৈরির পরিকল্পনা আছে। ইতিমধ্যে দু'টো টীম হয়ে গিয়েছে। আর বাকী ৩৭।
বিঃদ্রঃ যারা টাউন-সেন্টারের জন্য এপ্লিকেশন করেছেন তাদের সাথে ধীরে ধীরে যোগাযোগ করা হচ্ছে। আরো নতুন এপ্লিকেশন না পড়লে এই সপ্তাহের ভেতরে সকলের সাথেই যোগাযোগ সম্পন্ন হবে আশা করা যায়। সবার সাথেই কথা হবে। নতুন করে যারা আবেদন করবেন, তাদের সাথে আগামী সপ্তাহে যোগাযোগ হবে।
অন্ন-বস্ত্রের অভাবে লোকে অভাবী হয়। সামান্য খাবারেই অভাবী লোকের সুখ।
মৌলিক চাহিদা মিটে যাওয়া লোকেরা মূলত অসুখী বেশী। তাদের এই অসুখটা মনে, চাহিদায়। এক্সপেক্টেশন নিয়ন্ত্রন করে তারাও সুখী হতে পারে।
কারো সাথে ক্রমাগত অন্যায় করে যাওয়ার পরেও সে কিছু বলছে না মানে আপনি তারে হারায়া ফেলছেন। সে আর ফিরবে না।