চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

ভূমিকম্পে সিরিয়া আর তুরস্কে বিশাল বিশাল বিল্ডি যেভাবে ধ্বসে পড়তে দেখলাম, ভয়াবহ! এখন পর্যন্ত দুই হাজার লোকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। খুবই দুঃখজনক!

turkey earthquake 2023 building collapse
Image source: Guardian News

সকল সায়েন্টিফিক ফ্যাক্ট ও ডাটা বলে ঢাকায় যেকোন সময় এধরনের বড় একটা ভূমিকম্প হবে। আরো এক যুগ আগে থেকেই আমরা এই ঝুঁকির ভেতরে আছি এবং একটা বড় ভূমিকম্প না হওয়া পর্যন্ত এই ঝুঁকি কাটবে না। বরং যত দেরিতে হবে টেকটনিক প্লেটের টেনশন তত বাড়বে এবং ভূমিকম্পটা তত মারাত্বক হবে। এরকম বড় মাপের ভূমিকম্পে ঢাকার অর্ধেকের বেশী বিল্ডিং টার্কি ও সিরিয়ার বিল্ডিংগুলোর মত ধ্বসে পড়বে এবং তাতে এক কোটি লোক মারা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিছু লোক মারা যাবে ইনস্ট্যান্ট, বাকীরা আফটার ইফেক্টে। বিশেষ করে আগুন ও অন্যসব সমস্যার কারণে। এরপর ঢাকারে রিকোভার করা পুরোপুরি অসম্ভব হয়ে যাবে। অন্তত আগামী একশ বছরেও এই শহর রিভাইব করা সম্ভব হবে না। আমরা একটা এটম বম্বের উপরে বাস করছি। কিন্তু, কোথাও কোন প্রস্তুতি বা কিছু নেই।

বাংলা একাডেমীর বইমেলার অবস্থা পয়লা বৈশাখের মত হবে। বইমেলারে আমজনতা থেকে বিচ্ছিন্ন করে একটা নির্দিষ্ট ঘরনার ইভেন্টে পরিনত করা হচ্ছে। বইমেলা তার সার্বজনিনতা হারাচ্ছে।

I prefer 5 Billion Star...



কেন গুগল ধরা খাবে ChatGPT-র কাছে, তার একটা ছোট উদাহরণ পাবেন এখানে। এই সিম্পল প্রশ্নটার উত্তর জানার জন্য যদি আমার দশ/বারোটা ওয়েব লিংক ওপেন করে পনের/বিশ মিনিট ধরে পড়তে হয়, তাহলে তো সমস্যা। ChatGPT থেকে ২ সেকেন্ডে Yes/No জানা যাচ্ছে যেখানে, সেখানে পাবলিক কেন এত প্যারা নিবে?
একই কারণে Bing গুগলরে খেয়ে দিতে পারবে যখন ChatGPT ইন্টিগ্রেট করবে। তবে, মাইক্রোসফটের উচিত এই Bing নামটা পরিবর্তন করা। গুগলিং এর পরিবর্তে বিঙ্গিং বলা (সাউন্ড লাইক বেঙ্গিং) একটু সমস্যাজনকই!

Vagabond

গেমঃ মাইন্ড ইঞ্জিনিয়ারিং
এই গেমে একদল শয়তান নিয়ে খেলবে, অন্যদল এঞ্জেল নিয়ে। গেমে অনেক মানুশ থাকবে। শয়তান ও এঞ্জেলরা সেই মানুশদের মন একসেস করতে পারবে।
শয়তান ও এঞ্জেল মনের ভেতরে বিভিন্ন কাজ করার পক্ষে/বিপক্ষে নানা ধরনের জাস্টিফিকেশন তৈরি করবে। অনেকটা পাজল সলভিং এর মতন। এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন সময়ের বিভিন্ন মতবাদ তারা ব্যবহার করতে পারবে।
শয়তান নিয়ে যারা খেলবে তাদের লক্ষ্য হচ্ছে কেওয়াস তৈরি করা। গেমের ভেতরের মানুশদের মাইন্ড ইঞ্জিনিয়ারিং করে তা করা যাবে। অনেক লোকের মাইন্ড ইঞ্জিনিয়ারিং করতে পারলে সোশ্যাল ইঞ্চিনিয়ারিং হবে এবং এর ইফেক্ট চলতে থাকবে লম্বা সময় ধরে। এই কেওয়াস থেকে প্লেয়ার পয়েন্ট আর্ন করবে। কেওয়াস চরমে তুলে মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারলে শয়তান উইনার হবে। আর পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, জাস্টিস চলে আসে তাহলে শয়তান পরাজিত হবে।
অন্যদিক এঞ্জেলরা করবে উলটোটা। তারাও মাইন্ড ইঞ্জিনিয়ারিং করবে তবে শান্তি ও জাস্টিস প্রতিষ্ঠার জন্য। একটা পীচফুল সভ্যতা তৈরি করা তাদের লক্ষ্য।



কাজের প্রেশার বেশী হয়ে গেলে আমার মাথায় অন্য কোন বিষয়ে আইডিয়া এসে গিজ গিজ করতে থাকে। এটা সেরকমই একটা আইডিয়া। আপাতত এই আইডিয়া নিয়ে কাজ করার সময় নাই। থিংকার ক্লাউড আর টাউন-সেন্টার পুরোদমে চালু হওয়ার আগে অন্য কোন কিছু নিয়ে কাজ করবো না। ফলে, আইডিয়াটা আউটসোর্স করে দিতে চাচ্ছি।
গেমস ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া আছে বা ইউনিটি/জাভাস্ক্রিপ্ট খুব ভালো জানেন এরকম কেউ যদি আগ্রহী থাকেন, যোগাযোগ করতে পারেন। কনসেপ্ট থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত হেল্প করতে পারবো। কসসেপ্ট দেয়ার পাশাপাশি ডেভেলপমেন্টের ব্যাকএন্ডে (বিশেষ করে ডাটাবেস ডিজাইনে) সাহায্য করতে পারবো। আর টাউন-সেন্টারের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে ফ্রি মার্কেটিং করার দায়িত্ব আমার। আপনার কাজ কনসেপ্ট অনুযায়ী ডেভেলপ করা। ৩০% শেয়ার আমার ৭০% আপনার, এরকম ডিলে আগ্রহী হলে ইনবক্সে টোকা দিয়েন।

ইরররররম... মাইক্রোসফ বিং দেখি আমার সব আইডিয়া ইমপ্লিমেন্ট করে ফেলতেছে। ইউজার লেভেল, পয়েন্ট রিওয়ার্ড দিয়ে গিফট...! এর সাথে আবার ChatGPT কানেক্ট করতেছে সার্চে। Microsoft Bing গুগল সার্চরে খেয়ে ফেলবে।

আমার ফোনে ফেসবুক নাই। তাই ম্যাসেজ দিয়ে না পেলে দুঃখিত!

এই আর কি...

অ্যাপ টেস্টিং এর জন্য একটা Android 12/13 সাপোর্টেড ফোন খুঁজতে গিয়ে Ulefone এর খোঁজ পেলাম। ওদের একেকটা ফোন— ভাইরে ভাই! প্রায় দশ হাজার mAh ব্যাটারী, রিভার্স ওয়্যারলেস চার্জিং, FLIR এর থার্মাল ক্যামেরা থেকে শুরু করে তাবৎ সব প্রিমিয়াম টেক দিয়ে এরা ৭০০ ডলারের নিচে কিভাবে ফোন বেচে কে জানে! এই হিসাবে তো আর কোন ফোনের প্রাইস ৩০০ ডলারের উপরে হওয়ার কথা না। এর মানে হচ্ছে অন্য স্মার্টফোন কোম্পানীগুলো দুই থেকে চারগুন প্রফিট করে।

Ulefone এর প্রতিটা মডেলই ভালো লাগছে। ইউনিক ও কাজের। বিশেষ করে ট্রাভেলে মিলিটারি গ্রেড বিল্ড, লং ব্যাটারি লাইফ (৩ দিন থেকে ২১ দিন), রিভার্স চার্জিং, থার্মাল ক্যামেরা আর 2TB স্টোরেজ আমার অনেক কাজে আসবে। কিনবো ভাবছি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি