চিন্তা ভাবনা

অনলাইনে প্রকাশিত চিন্তা-ভাবনা সমগ্র

আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী মেয়ারশেইমারের 'ট্রাজেডি অব গ্রেট পাওয়ার পলিটিক্স' পড়ে ভালো লাগছিলো অনেক। লেক্স ফ্রিডম্যান উনাকে নিয়ে পডকাস্ট করবে ভাবিনি... লেক্সের সাহস আছে!

সাড়ে তিন ঘন্টার পডকাস্ট। এক সেকেন্ডের জন্যও মনোযোগ হারাইনি। দেখতে পারেন। এত সময় বের করতে না পারলে শুধু ফিলিস্তিন অংশটুকু আর শেষের ৩০ মিনিট দেখেন।

মেয়ারশেইমারের বাকী বইগুলোও উইশলিস্টে যোগ করলাম। সাথে আরো কয়েকটা বই (পডকাস্টে যেগুলোর রেফারেন্স দিয়েছে)। থ্যাংকস লেক্স!

কয়েকদিন আগে ChatGPT কিছু সময়ের জন্য ডাউন ছিলো। তারপর ওরা নতুন পেইড সাবসক্রাইবার নেয়া বন্ধ করে দিয়েছে। স্যামের মতে— নতুন যে ফিচারগুলো যুক্ত করা হয়েছে, এগুলো বর্তমান ক্যাপাসিটিতে চলার জন্য যথেষ্ঠ না। ইনভেস্টরদের সম্ভবত এটাই পছন্দ হয় নাই। আমি প্রায় শিওর তারা জানতে চাইছে যে, 'পেইড সাবস্ক্রাইবার বন্ধ হবে কেন, স্কেলিং হবে না কেন.. ব্লা ব্লা'। হয়তো একারণেই স্যাম অল্টম্যান আউট!
AI সার্ভিসগুলোর স্কেলিং সাধারণ সার্ভিসগুলোর মত না। এগুলো প্রচন্ড রিসোর্স হাংরি। কিন্তু ইনভেস্টরদের সেটা হয়তো বুঝানো যায়নি।

হ্যাশ ট্যাগঃ টেকি স্টার্টাপে নন-টেকি ইনভেস্টর নেয়ার বিপদ অনেক।

অ্যাপল এতই হারামি একটা কোম্পানী যে নিজেদের প্রথম জেনারেশন এয়ারপডস প্রো এর কেসেও সেকেন্ড জেনারেশন পড চার্জ করতে দেয় না।

ভারতের হম্বি-তম্বি পশ্চিমারা টলারেট করে তাদের বিশাল বাজারের জন্য। আর ভারত সেটারেই উইপনাইজ করে ফেলছে। এর মূল্য শীঘ্রই তারা দিবে।

চায়না আম্রিকারে কইলো—
শুনো, পিতিবিটা অনেক বড়। আইসো ঝগড়াঝাটি না কইরা ভাগযোগ কইরা খাই।

রাশিয়া ও চিন দেখবেন সবসময় কূটনৈতিক সম্পর্ক ও শিষ্টাচার বজায় রেখে কথা বলে আমেরিকার সাথে। কিন্তু রাশিয়ার ব্যাকাপ পাওয়া ভারত ও চিনের ব্যাকাপ পাওয়া বাংলাদেশ দেখবেন এই শিষ্টাচার বজায় রাখে না। 'সূর্যের চাইতে বালি গরম' এর উৎকৃষ্ট উদাহরণ এইটা।

ডিপ্লেম্যাসি ফেইলড মানে হইলো একটা বিপদজনক অবস্থার শুরু।



এক যুগের বেশী সময় ধরে ঢাকার বাতাসের কোয়ালিটি মনিটর করছি, কখনো এত ভালো অবস্থা দেখিনি। যেখানে AQI ইনডেক্স কখনো ১০০’র নিচেই নামতে দেখিনি সেখানে এখন ১২ (৫০ এর নিচে থাকা স্বাস্থ্যকর)। ১০/১২ টাইপ ভালো কোয়ালিটির বাতাস উন্নত বিশ্বের দেশগুলো ছাড়া আর কোথাও দেখা যায় না। ঢাকার AQI ইনডেক্স ২০০ থেকে ৫০০ এর ভেতরে উঠানামা করে সাধারনত।

ঢাকা কি পুরোপুরি শাটডাউন নাকি?

কল্পনা করেন, ত্যালত্যালে চেহারার একটা লোক ব্রিটিশ রাজের দরবারে গিয়ে হাত কচলাতে কচলাতে বলতেসে—
কারার ঐ লৌহকপাট..
কপাট..কপাট.. দরজা আরকি স্যার!
ভেঙে ফেল কর রে লোপাট..
লোপাট করতে চায়... কত বড় চুর! চুরার চুরা...



অনেকে ভাবেন— আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স যদি সব জব খেয়ে ফেলে এবং লোকজনের যদি ইনকাম না থাকে, তাহলে কোম্পানীগুলো কাস্টমার কোথায় পাবে?

এই প্রশ্ন যারা করেন তাদের পারসেপশন থেকে এধরনের জিজ্ঞাসা ভ্যালিড। কারণ, তারা মনে করেন অর্থ উপার্জনের জন্যই সবাই সবকিছু করে। কিন্তু দুনিয়ার আরো ডাইমেনশন আছে। একজন মুদি দোকানদার দিন শেষে কত টাকা রেভিনিউ হলো, কত প্রফিট হলো তা নিয়ে যেভাবে ভাবেন একজন কোটিপতি সেভাবে ভাবেন না। আবার একজন কোটিপতির ভাবনার সাথে একজন বিলিয়নারের ভাবনার বিস্তর পার্থক্য।

টপ লেভেলে রেসটা মূলত ক্ষমতার, অর্থ উপার্জনের নয়। ৮ বিলিয়ন লোকের মৌলিক চাহিদা ফ্রি-তে প্রোভাইড করার বিনিময়ে যদি পুরো দুনিয়ার উপরে ক্ষমতা প্রতিষ্ঠিত করা সম্ভব হয়; তাহলে— 'প্রোডাক্ট কেনার লোক থাকবে কিনা', এই প্রশ্ন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি