স্যাটায়ার

Meme of the century!

রবীন্দ্রনাথ ভাবলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কী হয় দেখে আসি। আর সহকারী প্রক্টর ধরে তার চুল-দাঁড়ি সব সাইজ করে দিলেন!



Context

উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া ঢাকাবাসীর জন্য উত্তরা গ্রামবাসীর পক্ষ থেকে সমবেদনা।

রিলিফ পাঠাবো বাহে?

আমির খান কাজটা ভালো করে নাই। এভাবে ফোন বন্ধ করে রাখবে!?

তীব্র প্রতিবাদ জানাচ্ছি!

সেফুদাঃ মদ খা!
স্বরাষ্ট্রমন্ত্রীঃ সাবধানে খাইস!!

টিকাওয়ালা আসছে শুনে স্কুল খালি করে পলায়া যাওয়া আমরা স্বাস্থ্যমন্ত্রীর টিকা নিতে দেইখা আমোদিত!

নিজেরে প্রায়ই বলি,
'আমি তো একটি জিনিয়াস!'
তারচাইতে বেশী বলি, 'আমি এত গাধা ক্যান?'

গত বছর করোনার সময়ে এক্সারসাইজ করার জন্য অর্ডার দিয়েছিলাম। ফাইনালি ৭ মাস পর ইভ্যালি আমার সাইকেল দিয়েছে।

থ্যাংকিউ পিএম!

মেয়েরা খালি আমার চারপাশে ঘুরঘুর করে, আমাকে নিয়ে সঙ্গীত রচনা করতে চায়। বিরক্ত হয়ে মশারীর ভেতরে চলে আসলাম। তোমরা এইবার মশারীর বাইরে বইসা থাকো মশা আপুরা!

ইভ্যালি আসলে একটি কাচ্চির দোকান!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি