পরিকল্পনা

কত কম সময়ে কত বেশী শেখানো যায় সেটাই এখন বড় চ্যালেঞ্জ। তার জন্য আবার ChatGPT টাইপ জেনারেটিভ AI থেকে সরাসরি তথ্য নিলেও সমস্যা। কারণ, এতে আপনার শেখায় গ্যাপ তৈরি হবে। জ্ঞানের কোন শর্টকার্ট নাই।

গাইডলাইন ছাড়া AI টুলগুলো ব্যবহার করা নতুন শিক্ষার্থীদের জন্য বিপদজনক। এজন্য AI ব্যবহার করার নিরাপদ উপায় সিলেবাসে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবী। সবার আগে শিক্ষকদেরকে ট্রেইনিং দিতে হবে এই বিষয়ে।

এই কাজ তো সরকারের করতে হবে। বেসরকারী পর্যায়ে আমরা Town-Center থেকে দেশব্যাপি ফ্রি প্রশিক্ষন কর্মশালা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কনটেন্ট ও গাইডলাইন তৈরি হচ্ছে এখন। আগামী মাসে এর একটা রুপরেখা প্রকাশ করবো।

এসংক্রান্ত আপডেট Revolution 4.0 গ্রুপ ও আমার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হবে। আগ্রহীরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

এই ছোট জীবনে আমার পড়া বইয়ের সংখ্যা সম্ভবত হাজার দুয়েক বা তারচাইতে একটু বেশী হবে। এর ভেতরে প্রথম এক হাজার সম্ভবত স্কুল লাইফে পড়া গল্প-উপন্যাস (ইনক্লুডিং তিন গোয়েন্দা, মাসুদ রানা, ওয়েস্টার্ন, অনুবাদ)। কলেজ থেকে সিরিয়াসলি নন-ফিকশন পড়া শুরু।

এই যে এত বই পড়ার পরেও আমার আফসোসের শেষ নাই। কারণ আমার উইশলিস্টে এখনো পাঁচ হাজার+ বইয়ের নাম আছে যেগুলো পড়ে শেষ করে যাওয়া সম্ভব না এই ছোট জীবনে। তাহলে উপায় কী?

একটা উপায় আছে।

২০১০ সালের দিকে এসে আমার মনে হয়েছিলো আগে পড়া সকল বই যদি রিভিশন দেয়া সম্ভব হতো! ট্রেডিশনাল স্টাইলে করলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাই কিছু টুল ডেভেলপ করার কথা ভাবলাম। যারা থিংকার ক্লাবের পেইড সাবস্ক্রিন ব্যবহার করছেন, তারা যে স্টাডি টুলগুলো দেখছেন— এগুলোর শুরু মূলত এই চিন্তা থেকেই। জেটেলকাস্টেন মেথডের সাথে পরিচিত হওয়ার পর এটারে আরো রোবাস্ট করেছি।

আমি যেটা ভেবেছিলাম তার সার কথা হলো— একটা বই ও কোন বিষয়রে যদি সামারি করে ফেলা যায়, তাহলে পরবর্তীতে বই বা বিষয়টা রিভিশন দিতে সময় লাগে না আর। এর সাথে Mnemonic peg সিস্টেম কাজে লাগানো গেলে তো আরো ভালো।

গত ২০ বছর ধরে আমি যা পড়েছি, সেগুলো সব জেটেলকাস্টেন মেথড ও Mnemonic peg সিস্টেমে সংরক্ষণ করেছি। এগুলো একদিন সকলের জন্য পাবলিক করে দেয়ার ইচ্ছা আছে যাতে অন্যরা খুব সহজে জ্ঞান অর্জন করতে পারেন।

পাওয়ার ও পলিটিক্স নিয়ে ম্যাকিয়াভেলি স্টাডির একটা পিডিএফ শেয়ার করলাম। একই কাজ যদি শত শত লোক মিলে করা যায়, তাহলে কী হতে পারে ভাবেন!

ক্যারিয়ার প্লাটফর্মটার স্টেবল রিলিজের পর থিংকার কিডস, টাউন-সেন্টার ডেপ্লয়ের পাশাপাশি একটা থিংক ট্যাংক প্লাটফর্ম নিয়ে কাজ শুরু করবো। আগ্রহীরা ইনবক্সে টোকা দিয়েন।



পেমেন্ট ইস্যুর কারণে ক্যারিয়ার প্লাটফর্মের ওয়েটিং লিস্টের সবাইকে এখনো ইনভাইটেশন পাঠান সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বর্তমানে শুধুমাত্র পেপ্যালে পেমেন্ট নিতে পারছি। এই সপ্তাহের ভেতরে বাংলাদেশী একটা গেটওয়ে যুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। অনাকাঙ্ক্ষিত এই দেরীর জন্য আবারো দুঃখিত!

আগামী সপ্তাহ থেকে টাউন-সেন্টারের ট্যুরে বের হবো। তার আগেই ৬১১ জনের সকলকে ইনভাইটেশন পাঠিয়ে যাবো। আগামী ৩০ জুন বেটা রিলিজের পর আরো ৩৮৯-টা স্লট ওপেন করা হবে $5/year ফি-তে। স্টেবল রিলিজের আগে পর্যন্ত এই এক হাজার সাবসক্রাইবারের মাঝেই আমরা সীমাবদ্ধ থাকবো। যারা আগে বুকিং দেননি, বেটা রিলিজের পরের স্লটের জন্য এখন থেকেই (ইনবক্সে) বুকিং দিতে পারেন।

আমাদের সীমাবদ্ধতাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং ধৈর্য ধরে অপেক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।



এটা ছিলো আগের কালার। কেন যেন সেটিংস পেজে এটা আমারে বদার করতেছিলো তাই ধূসর করে দিলাম। এটাই ভালো ছিলো নাকি নতুনটা?



যাহোক, এই পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এখনো ইনভাইটেশন পাননি তাদের কাছে দুঃখ প্রকাশ করা। আসলে এত বেশী বাগ ফিক্স করতে হচ্ছে আর কিছু এসেনশিয়াল মডিউল ডেপ্লয় করার জন্য অপেক্ষা করতে হয়েছিলো (এই যেমন পয়েন্ট মডিউলটা, যেটা মূলত এই প্লাটফর্ম থেকে আর্নিং এর একটা সুবিধা দিবে স্টেবল রিলিজের পর)।
একারণে ধীরে ইনভাইট করছিলাম। কালকে থেকে ফুল স্পিডে ইনভাইটেশন শুরু করবো আবার। আশা করি এই সপ্তাহের ভেতরে বাকী সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারবো।

যারা ক্যারিয়ার প্লাটফর্মটার জন্য অপেক্ষা করছিলেন, ২৫ মে ২০২৩ তারিখে আলফা রিলিজ হবে এবং লিস্টেড সবার ইনবক্সে ইনভাইটেশন লিংক পাঠানো হবে।

বোনের মেয়ের জন্য ব্র্যাক ইউনিভার্সিটির আশেপাশে লেডিস হোস্টেল খুঁজে হয়রান হয়ে মনে হলো টাউন-সেন্টারে হোস্টেল খোঁজার অপশন এড করবো। অনেকের উপকার হবে।

আরেকটা আর্নিং এর অপশন বলে রাখি।

ক্যারিয়ার প্লাটফর্মটা (CareerSKiLLAI) রিলিজের পরপরই আমরা থিংকার কিডস রিলিজ দেব। থিংকার কিডস মূলত একটা প্যারেন্টিং ও বাচ্চাদের এডুকেশনের প্লাটফর্ম। বাচ্চাদের জন্য কনটেন্ট বানানোর আগ্রহ ও স্কিল যদি আপনার থাকে, তাহলে এখন থেকেই প্রিপারেশন নিতে পারেন।

কিডস প্লাটফর্মটায় আমরা সাবসক্রিপশন ফি রাখবো না। ওখানে ফ্রি কনটেন্টগুলোর পাশাপাশি পেইড কনটেন্টও থাকবে যা মূলত থার্ড পার্টিরা তৈরি করবে। আপনি সেই থার্ড পার্টির একজন হতে পারেন।



সাইড ইনকাম নিয়ে ইনবক্সে এত লোক নক দিবে ভাবিনি। এত লোকের সাথে ইনবক্সে কথা চালিয়ে গেলে আমার আর কাজ করার সময় থাকবে না, তাছাড়া ফেসবুকেরও কিছু রেস্ট্রিকশন আছে। এই যেমন— দুইটা ম্যাসেজ আমি প্রায় সকলকেই কপি-পেস্ট করে পাঠিয়েছি। একই ম্যাসেজ বেশি পাঠালে ফেসবুকের এ.আই সেটাকে স্প্যাম হিসেবে গণ্য করে ব্লক করে অনেক সময়, তাই একটানা পাঠানোও যাচ্ছে না। ফলে, অনেক লোকরে এখনো রিপ্লাই দেয়া হয়নি। প্লাটফর্মটা রিলিজের পর আপনাদের সাথে আবার কথা বলবো। একটু ধৈর্য ধরেন প্লিজ।

আমরা মূলত চাচ্ছি সবাই নিজ নিজ ক্যারিয়ারের অভিজ্ঞতা দিয়ে অন্যদের হেল্প করতে। কিন্তু এরকম অনেক লোক আছেন যারা ঠিক জানেন না কেমন ধরনের কনটেন্ট বা সার্ভিস জেনারেট করতে পারেন (নিজেদের ক্যারিয়ারের বাইরে)। তাদেরকে একটা আইডিয়া দেই—

Productivity Tools নামে একটা সেকশন আছে আমাদের CareerSKiLLAI প্লাটফর্মে যেখানে সকলের জন্য Career ও AI রিলেটেড যত টুল আছে সেগুলোর বিষয়ে আমরা কনটেন্ট তৈরি করবো। এই যেমন টুলগুলো কী কাজে লাগে, কিভাবে কাজে লাগে এবং বিভিন্ন স্কিলের ডেভেলপে এগুলো কিভাবে ব্যবহার করা উচিত, এরকম। মোটামুটি কম্পিউটার লিটারেসি আছে এবং ইংরেজী মোটামুটি বুঝতে পারেন এরকম যেকেউই এধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন। আমরাও গাইডলাইন ও প্রয়োজনীয় রিসোর্সের লিংক দিয়ে আপনাদের হেল্প করবো। আপনাদের কাজ হচ্ছে এই টুলগুলোর উপরে বাংলায় কনটেন্ট তৈরি করা।

আরেকটা বিষয় হচ্ছে এধরনের সার্ভিস ও টুলসের সংখ্যা এখন জ্যামেতিক হারে বাড়তে শুরু করেছে, বিশেষ করে AI এনাবলড টুল। ফলে, কনটেন্ট বানিয়ে আপনি শেষ করতে পারবেন না। কাজ শুরু করে দিতে পারেন। নিজেদেরও কাজে লাগবে এই জ্ঞান।

আপনি যদি নিজের পেশা সম্পর্কে যথেষ্ঠ জ্ঞান রাখেন এবং অন্যদেরকে আপনার পেশায় গাইড করতে আপত্তি না থাকে এবং একটা সাইড ইনকামের পথ খুঁজতেছেন, তাহলে ইনবক্সে টোকা দিয়েন।

গতকালকে ঘোষণা দেয়া প্লাটফর্মটায় ২৫২ জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আর্লি একসেসে ২৫০ জনের বেশী সাবস্ক্রাইবার নেয়ার ইচ্ছা নাই। আগামী মাসে বেটা রিলিজের পর আবার নতুন সাবস্ক্রাইবার নেয়া হবে। তাই পোস্টটা আপাতত অনলী মী করা হলো। বেটা রিলিজের পর নতুন সাবস্ক্রাইবাদের জন্য ২০০ টাকার ফি ৫০০ টাকা করা হবে।

প্লাটফর্মটার নাম দিয়েছি Career Skill AI এবং এই নামে ডোমেইনও পেয়েছি। আমরা ক্যারিয়ার, স্কিল, এআই, জবমার্কেটসহ রিলেটেড সব কাভার করবো এখানে। একটা কম্প্লিট ক্যারিয়ার গাইডলাইন প্লাটফর্ম বানাচ্ছি।
আপাতত একটা লোগোও ডিজাইন করেছি (কমেন্টে দেয়া হলো)। আগামী সপ্তাহ থেকে আর্লি একসেসের ২৫২ জনের জন্য ইনবক্সে ইনভাইটেশন পাঠানো শুরু করবো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি