পরিকল্পনা

ফেসবুকে কোন বিষয়ে হেল্প চেয়ে আমি কখনো নিরাশ হইনি। কৃতজ্ঞতা! কিন্তু, সবাই সম্ভবত এতটা ভাগ্যবান না। এরকম কোন ব্যবস্থা দাঁড় করালে কেমন হয়— যেখানে সকলেই হেল্প চেয়ে হেল্প পাবে?
মনে করেন আপনার একটা তথ্য দরকার। অনেক ঘাঁটাঘাটি করলে হয়তো তথ্যটা পেয়ে যাবেন; কিন্তু আপনার সেই সময় নেই। তাই আপনি সামান্য টাকা/ক্রেডিট অফার করলেন তথ্যের জন্য। এই যেমন ৫ বা ১০ টাকা। যিনি তথ্য দিতে পারবেন তিনি টাকাটা পাবেন। এতে দুইজনেরই লাভ।

কেউ যদি প্রতিদিন ১০০ লোকরে ১০০ তথ্য দিয়ে হেল্প করে ৫০০ টাকা ইনকাম করতে পারে, সেটা তো ভালো। ফলে, হেল্প করার লোকের অভাব হবে না। তথ্য জানার জন্য ৫/১০ টাকা খরচ করতে চাইবে কতজন, সেটাই দেখার বিষয়।

টাউন-সেন্টারের প্রশ্নোত্তর মডিউলে এই পেইড প্রশ্নোত্তরের অপশন যোগ করতেছি।

ফেসবুকের মত পাবলিক ওয়াল যুক্ত করার কোন প্ল্যান ছিলো না টাউন-সেন্টারে। ফেসবুক থেকে বিনা নোটিশে একাউন্ট হারানোর সম্ভবনা থাকায় বিকল্প প্লাটফর্ম তৈরি জরুরী মনে হলো। আপাতত শুধুমাত্র ভেরিফাইড প্রোফাইলগুলো থেকে পোস্ট করা যাবে।

গত দশদিন ধরে এটা নিয়ে কাজ করেছি রাত-দিন। এই ফিচার যুক্ত করতে গিয়ে গুরুত্বপূর্ন বেশ কিছু মডিউলের ফিনিশিং দেয়া যায়নি। ফলে আগামীকালের রিলিজে বেশ কিছু গুরুত্বপূর্ন ফিচার মিসিং থাকবে। আগামী কয়েক সপ্তাহ ধরে টানা ফিচার রিলিজের ধারাবাহিকতায় সব চলে আসবে। ডিসেম্বরের শেষ নাগাদ টাউন-সেন্টারের পূর্ণাঙ্গ রূপ দেখতে পাবেন।

আগামীকাল পাবলিক বেটা রিলিজে নাগরিক ডিরেক্টরি, প্রফেশনাল প্রোফাইল, তথ্য-সেবা ও নিউজ আসছে। সাথে ওয়ালের আলফা রিলিজ। একাউন্ট তৈরি পাবলিক করা হচ্ছে, তবে ইনভাইটেশন অনলী। ইনভাইটেশন পেয়ে জয়েন করার পর আপনার পরিচিতদের জন্য ইনভাইটেশন তৈরি করতে পারবেন।
আমার পরিচিত যারা ইনভাইটেশন পেতে চান— ইনবক্সে ইমেইল এড্রেস দিয়ে রাখেন। আপাতত ফেসবুক থেকে দূরে আছি, তাই রেসপন্স পেতে দেরী হলে রাগ করবেন না। সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

ইকমার্সে যেমন অনেক দুই নাম্বারি আছে তেমনি কাস্টমারও আছে দুই নাম্বার। এই দু'টো জায়গাতেই কাজ করার স্কোপ আছে। আমরা কাস্টমারদের যেমন হেল্প করবো জেনুইন প্রোডাক্ট ও ভালো শপ খুঁজে পেতে তেমনি শপ/ইকমার্সগুলোরেও হেল্প করবো ভালো কাস্টমার খুঁজে পেতে এবং কাস্টমারবেজ তৈরি করতে। এটা এদেশের ই-কমার্স ইন্ড্রাস্ট্রির জন্য একটা উল্লেখযোগ্য অবদান হবে।

একটা কিছু কিনতে গেলে যে পরিমান ঘাঁটাঘাটি করা লাগে! এরপরেও দেখা যায় রিলায়েবল সোর্স পাওয়া যায় না প্রোডাক্টটা অর্ডার দেয়া বা কিনতে যাওয়ার জন্য। একজন ক্রেতা হিসেবে এই প্যারা প্রায়ই খাই। সেই অভিজ্ঞতার আলোকে টাউন-সেন্টারে কনজিউমার প্রোডাক্টের মডিউলটা ডিজাইন করেছি। আপাতত এখানে পন্য সম্পর্কে তথ্য ও প্রাপ্তিস্থান এবং কোথাও কোন অফার/ডিসকাউন্ট চলছে কিনা এসব দেখাবে।

শুরুতে আমরা ৮টা মার্কেট নিয়ে কাজ করছি। প্রতিটা মার্কেটের জন্য কমপক্ষে ৩টা শপ কানেক্ট করার প্ল্যান আছে আগামী ২৫ অক্টোবরের ভেতরে। আগামী সপ্তাহে ঢাকা টাউন-সেন্টারের টীম মাঠে নামবে ৮টা মার্কেটের প্রতিটায় এই শপ কানেক্ট করতে। ভাবলাম তার আগে আমার ফ্রেন্ডলিস্ট বা ফলোয়ারদের ভেতরে যদি কেউ শপ মালিক হয়ে থাকেন তাদেরকে সুযোগ দেই।

প্রথম দিকে সকল শপ মালিকদের একটা ফ্রি ইনভেন্টরি সফটওয়্যার দেয়া হবে। আগামী ২০ তারিখ থেকে আমরা শপগুলো রেজিঃ শুরু করবো যাতে ২৫ তারিখে পাবলিক রেজিঃ শুরু করার আগেই প্রাপ্তিস্থান যুক্ত হয়ে যায়। আগ্রহীরা শপের ডিটেইলস ও ওয়েব লিংকসহ (যদি থাকে) ইনবক্সে টোকা দিয়েন।

পুনশ্চঃ শপ রেজিঃ করার জন্য একটা ফি ($25 USD) আছে। এটা ফি হিসেবে নিলেও মূলত ক্রেডিট হিসেবে শপ মালিকদের একাউন্টে জমা হবে যা পরবর্তীতে শপ/প্রোডাক্ট/অফার টাউন-সেন্টার স্ট্রিমে বুস্ট করতে ব্যবহার করতে পারবেন। এবং এই ফি প্রথমেই দিতে হবে না। চার/পাঁচ মাস আমাদের প্লাটফর্ম ব্যবহার করার পর যদি শপ মালিকরা মনে করেন এই ২৫ ডলার দেয়া যেতে পারে, তাহলে দিবেন। নয়তো রেজিঃ ক্যান্সেল করে দিতে পারবেন এবং কোন ফি দিতে হবে না।

৫০-টা জেলার উপরে আমাদের মার্কেট স্টাডি বলছে ঢাকার মত বড় সিটিগুলো বাদে আর কোথাও অর্গানিক ফুডের চাহিদা নেই ওভাবে। তাই টাউন-সেন্টারের Grocery ও Organic Food ক্যাটাগরি দু'টোকে মার্জ করে 'Food Market' নামে একটা ক্যাটাগরি বানাচ্ছি।

৮ম ক্যাটাগরিতে অন্যকিছু এড করবো। আপাতত ভাবছি Gift/Souvenir দেব কিনা। Shoe market এর কথা ভেবেছিলাম একবার, কিন্তু অনলাইন থেকে জুতা কেনা খুব একটা সুবিধাজনক ব্যাপার না। এনি সাজেশন?

আগামী ১০ অক্টোবরের ভেতরে এখানে ঢাকার সবগুলো রুটের বাসের তথ্য পাওয়া যাবে। আপনার গন্তব্য বা বাসের নাম লিখে সার্চ দিলে বাস/রুটের তথ্য পেয়ে যাবেন।

আপাতত সিম্পল টেক্সট ডাটা দিচ্ছি। পরবর্তীতে বাসের রুট ম্যাপ ও আরো অনেক তথ্য যোগ করা হবে। প্রতিটা বাসের সামনের দিকের একটা ছবি যদি সংগ্রহ করে দিতে পারেন; ভালো হয়। বাসগুলো চিনতে সহজ হয় ছবি থাকলে।

এখানে আরো অনেক ধরনের তথ্য-সেবা যুক্ত হবে। কোন বিশেষ তথ্যের জন্য অনুরোধ থাকলে জানাতে পারেন। আমাদের ফিচার লিস্টে সেটা না থাকলে যুক্ত করে দেয়া যায় কিনা দেখবো।

টাউন-সেন্টারের নিউজ ফিচারটা অর্ডিনারি নিউজ শেয়ারিং সার্ভিস না। এখানে আমরা দেশী-বিদেশী বড় বড় ঘটনাগুলোর সামারি, টাইমলাইন, নিউজ লিংক, সোশ্যাল মিডিয়ার আলাপ, ভিডিও/ডকুমেন্টরিসহ আপডেট করতে থাকবো। ফলে, এক পেজ থেকে আপনি সবকিছু জানতে পারবেন এবং আপডেটেড হতে পারবেন।
আগামী ১০ অক্টোবর থেকে নিয়মিত নিউজ/ইভেন্ট আপডেট শুরু হবে।



ড্রিমার ওয়ার্ল্ড গেমটারে TC Play (টাউন-সেন্টার প্লে) নামে রি-ব্রান্ডিং করতেছি। ভার্সিটিয়ানের ফিচারগুলোর টেস্টার তৈরি করতে গিয়ে মূলত ড্রিমার ওয়ার্ল্ডের জন্ম হয়েছিলো। ভার্সিটিয়ানের সকল ফিচার + আরো অনেক কিছু মিলে হচ্ছে থিংকার ক্লাউড। টাউন-সেন্টার যেটার অংশ।

টাউন-সেন্টার মূলত একটা টাউন হাব, যেখানে একটা শহরের সকল কিছু আছে। আর TC Play হচ্ছে সেই টাউনের ভার্চুয়াল রূপ। রিয়েল টাউন-সেন্টারে আপনি রিয়েল নিউজ পড়বেন, বাচ্চার জন্য রিয়েল টিউটর খুঁজবেন, বাজার থেকে রিয়েল পণ্য কিনবেন, রিয়েল এডুকেশন/স্কিল গেইন করবেন, রিয়েল জব খুঁজবেন। TC Play-তে এগুলো সবই হবে তবে ভার্চুয়ালি। মানে, টাউন-সেন্টারে যা যা করা যাচ্ছে ওখানেও তা করা যাবে, তবে আপনার যেভাবে ইচ্ছা করতে পারবেন। অতিরিক্ত যেটা আছে সেটা হলে গেমের ভেতরে লাইফ-পার্টনার খুঁজে বিয়ে করতে পারবেন, বাচ্চা হবে এবং সেই বাচ্চারে প্রপার প্যারেন্টিং দিয়ে সফল হতে সাহায্য করতে পারবেন। এভাবে ২/৩ বছর পর পর নতুন জেনারেশন তৈরি হবে।

আমাদের এক দিন = TC Play-তে ৩০ দিন বা ১ মাস বা ৭২০ ঘন্টা। ১২ দিন গেমটা খেলা মানে আপনার বয়স ১ বছর বেড়ে গেল। রিয়েল লাইফে এক বছর পার হলে TC Play-তে ৩০ বছর ৪ মাস চলে যাবে। ফলে, আজকে আপনার নেয়া একটা সিদ্ধান্ত ৩০ বছর পর কেমন প্রভাব ফেলতে পারে আপনার জীবনে, তার সিমুলেশন দেখতে পাবেন। এই গেমটার এডুকেশনাল ভ্যালু আছে। থিংকার কিডস ও স্কুলে এটা ইন্টিগ্রেট করবো ভবিষ্যতে।

আগামী বছর জানুয়ারী বা ফেব্রুয়ারীর মাঝামাঝি নাগাদ পাবলিক বেটা এভেইলেবল হবে।

টাউন-সেন্টার সোশ্যাল মিডিয়া পুরোপুরি চালু হয়ে যাওয়ার পর ফেসবুক একাউন্ট ডি-একটিভেটেড করে দেব।

অক্টোবরের ১০ তারিখে অফিশিয়ালি চালু করলেও অক্টোবরের ১ তারিখ থেকেই ঢাকা টাউন-সেন্টারে নিউজ আপডেট দেয়া শুরু করবো আমরা। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ন খবরের টিকার ও নিউজ পেপারগুলোর ব্যাক লিংক পাওয়া যাবে। নিউজপেপারগুলো চাইলে এখানে প্রতিনিধি নিয়োগ করতে পারবেন, আমরা আপনাদের একটা এডমিন প্যানেল দেব যেখানে নিউজ আপডেট করতে পারবেন। ফেসবুক পেজের মতই হবে বিষয়টা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি