স্টেডিয়ামে কখনো খেলা দেখেছেন?
মসজিদে মিলাদ বা যিকিরে অংশ নিয়েছেন?
কিংবা বন্ধুরা মিলে কোন ঘটনায় একসাথে হেসে উঠেছেন?
এগুলোর যেকোন একটাও যদি করে থাকেন এবং সেই অনুভূতির কথা মনে করতে পারেন, তাহলে একা একা কিছু করা ও অনেকে মিলে করার মাঝে পার্থক্যটা ধরতে পারবেন।
স্টেডিয়ামে খেলা দেখার সাথে বাসায় বসে খেলা দেখার পার্থক্য কেন এত বেশী? একা একা ফেসবুকে মিম পড়ে হাসার চাইতে বন্ধুদের নিয়ে হাসলে আনন্দ এত বেড়ে যায় কেন?
যখন অনেকে মিলে কোনকিছু করা হয়, তখন একটা ভাইব তৈরি হয়। এই ভাইবটাই আসল। এটাই সবকিছু বাড়িয়ে দেয়।
ঈদের দিনটা আনন্দময় হয়ে ওঠে যখন সবার মনে একসাথে আনন্দ বিরাজ করে। কোন একটা দিনে সকলেই একসাথে আনন্দিত হলে যে ভাইবটা তৈরি হয়, সেটাই ঈদ। আমাদের ঈদগুলো ফিকে হয়ে যাচ্ছে বয়স বেড়ে যাওয়ার জন্য নয়। আমাদের ঈদগুলো ফিকে হচ্ছে সমল্লিত আনন্দ না থাকায়। আমাদের সঙ্ঘবদ্ধতার অভাবে। আমরা সবাই যদি শুধুমাত্র নিজের হ্যাপিনেস নিয়ে ভাবি, তাহলে কখনোই ঈদের আনন্দ ফিরবে না। সমাজের সকলের হ্যাপিনেস নিয়ে যখন আপনি ভাবা শুরু করবেন এবং কাজ করবেন, তখন দেখবেন আবার ঈদের আনন্দ ফিরতে শুরু করেছে।
ঈদ মুবারক!
Justice doesn't mean looking for criminals. It means looking for innocence.
~ Yunus Emre
আমাদের হ্যাপিনেসের মূল কারখানা যে আমাদের মন, এটা আবিষ্কার করতে পারলে দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গুগল আর্থে কখনো জুম আউট করতে করতে স্পেসে গিয়ে পৃথিবীকে দেখেছেন? জীবনকেও এভাবে দেখা সম্ভব। জীবনকে যত বেশী জুম আউট করবেন, নিজেকে ততই তুচ্ছ থেকে তুচ্ছতর মনে হতে থাকবে। জীবনের বিশালত্বের সামনে আপনার কাজকর্ম-অস্তিত্ব মাইক্রোস্কোপিক।
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়।
~ বিনয় মজুমদার
সবচাইতে বড় চ্যারিটি হচ্ছে একজন ব্যক্তিরে স্বাবলম্বী হতে সাহায্য করা। এর সুফল ঐ ব্যক্তির পরবর্তী প্রজন্ম পর্যন্ত বহমান থাকে।
রুপ জিনিষটা হচ্ছে চিঠির খামের মত। খামটা সুন্দর না হলে অনেকেই সেটা খুলে দেখার আগ্রহবোধ করে না, কিন্তু শেষ পর্যন্ত খামের ভেতরের চিঠিটাই বেশি গুরুত্ব পায়। খামটা পড়ে থাকে টেবিলের নিচে বা অন্য কোথাও।
ত্রিভুজ
১৫ জুলাই, ২০১০
ম্যাথ থেকে আমি শিখেছি, সব অংক এক ইকুয়েশন দিয়ে মেলানো যায় না। যারা সবকিছুতেই ফাইন্যান্সিয়াল প্রফিট ক্যালকুলেশন করে, তারা একটা ইকুয়েশনে আটকে গেছে।
আপনি যদি পৃথিবীতে একা থাকতেন, তাহলে এখন যা যা করেন তার অধিকাংশই অর্থহীন লাগতো।
/ ২০১৬
বয়স একটা ধারণা মাত্র। আত্মার কোন বয়স নাই। যে বায়োলজিক্যাল বডিতে আত্মা কিছুদিন বাস করতে আসে, সেই শরীর কর্মক্ষমতা হারায় মাত্র। এর বেশী কিছু না। আপনার যদি মনে হয় আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, তাহলে বুড়ো হয়ে যাবেন। বায়োলজিক্যাল বডির মৃত্যুর আগেই কত মানুশ মারা যায়।