প্যারেন্টিং বিষয়ক চিন্তা-ভাবনা ও টিপস
#প্যারেন্টিং - ৭
আপনার বাচ্চাকে সরাসরি ইউটিউবের একসেস না দিয়ে শুধুমাত্র বাচ্চাদের কনটেন্টগুলো ডাউনলোড করে দিন।
#প্যারেন্টিং - ৮
বাচ্চাদের সাথে নিয়ে বড়দের অনুষ্ঠান দেখবেন না। প্রতিদিন সর্বোচ্চ দুই ঘন্টার বেশী টিভি দেখতে দিবেন না।
#প্যারেন্টিং - ৯
বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। দিলেও Airplane মুডে দিন। মোবাইলের রেডিয়েশন সকলের জন্যই ক্ষতিকর।
#প্যারেন্টিং - ১০
বাচ্চাদের হাতে মোবাইল/ট্যাব যত কম দিবেন তত ভালো। একটানা ব্যবহার ক্ষতিকর।
আমার বাচ্চাকে কৃষি কাজ শেখাবো। শুধু শেখাবোই না, সরাসরি কৃষির সাথে পরিচয় করাতে ফসলের মৌসুমে গ্রামের দিকে নিয়ে যাবো। সম্ভব হলে দুই/এক মাস থেকেও আসবো। ভবিষ্যত পৃথিবীতে শুধু তারাই টিকে থাকবে যারা কৃষিকাজ জানে। কারণটা আগের স্ট্যাটাসে বলেছি।