প্যারেন্টিং

প্যারেন্টিং বিষয়ক চিন্তা-ভাবনা ও টিপস

বই লেখার সুবিধার্থে এই সফটওয়্যারটা বানাচ্ছি গত কয়েক বছর ধরে। এটা একটা কাজের জিনিষ হচ্ছে :)




প্যারেন্টিং বইটা লেখা শেষ, এখন গুছাচ্ছি। প্রায় এক হাজার পৃষ্ঠার মত কনটেন্ট যাবে বইটায়, সাথে আরো প্রায় ১৫ হাজার পৃষ্ঠার মত কনটেন্ট আছে। এই বইটা লিখতে গত দশ বছরে আমি প্যারেন্টিং + সাইকোলজি ও ফুড সায়েন্স নিয়ে ৯৭-টা বই পড়েছি এবং উইশলিস্টে আরো ২০০+ বই আছে (যেগুলো পড়বো সামনে)। সাথে ওয়েব থেকে হাজার পাঁচেক আর্টিকেল পড়েছি ও ২০০+ ভিডিও দেখেছি যাতে প্রায় ৩০০ ঘন্টার মত কনটেন্ট ছিলো।

আমি যে নতুন বইয়ের ফরম্যাট দাঁড় করিয়েছি (যেটার নাম দিয়েছি Book 4.0) ওখানে এই সমস্ত কনটেন্টগুলো ধীরে ধীরে যুক্ত হতে থাকবে। মানে বিষয়টা এরকম যে- আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্যারেন্টিং এর উপরে কনটেন্ট ওখানে যোগ করতে থাকবো। Book 4.0 ব্যাপারটাই এরকম। আপনারা এরকম কোন টপিকের উপরে Book 4.0 নিয়ে কাজ করতে চাইলে জানাতে পারেন।

প্যারেন্টিং এর উপরে এই বইটা অক্টোবরের পরে রিলিজ দেয়ার প্ল্যান। ক্যারিয়ার প্লাটফর্মটা ফুল রিলিজ দিয়ে যখন Thinkr Kids রিলিজ শুরু করবো, তখন পেপারব্যাক বইটা পাবলিশ করে অনলাইনে Book 4.0 ডেপ্লয় শুরু হবে।
ছবিতে যে ছয়টা কাভার ফটো দেখছেন, এই ৬টা বিষয়ের উপরে ৬টা Book 4.0 লিখছি। কিংবা লিখছি না বলে বানাচ্ছি বলা ভালো। Book 4.0 মোর দ্যান অ্যা ট্রেডিশনাল বুক!



প্যারেন্টিং - ৭০

আপনার বাচ্চার ভবিষ্যত কেমন হবে? জব মার্কেটের উপরে যে AI ব্যাপক প্রভাব বিস্তার করতে যাচ্ছে; এর সাপেক্ষে তাদের ক্যারিয়ার গাইডলাইন কেমন হওয়া উচিত?
এধরনের প্রশ্নের জবাব আমরা অনেকেই খুঁজতেছি এখন। গত সপ্তাহে CNBC-র সাথে ইলন মাস্কের সাক্ষাৎকারে এরকম একটা প্রশ্ন করা হয়েছিলো। ইলন মাস্ক বেশ কিছুক্ষন চুপ করে ছিলেন। শেষ পর্যন্ত যথার্থ কোন উত্তর দিতে পারেননি। ইন্টারভিউটার ঐ অংশের লিংক দিলাম।

আমরা সকলেই তো আসলে কনফিউজড! এসব নিয়ে আমাদের প্রচুর ভাবতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে। বাচ্চাদের সঠিক গাইডলাইন দেয়ার জন্য এসব প্রশ্নের সঠিক জবাব বের করতে পারা গুরুত্বপূর্ন এখন।

প্যারেন্টিং - ৬৯

আপনার বাচ্চারে ChatGPT ব্যবহার করা শেখান। বর্তমান এডুকেশন সিস্টেম যথেষ্ট না আগামীতে সার্ভাইব করার জন্য।

প্যারেন্টি - ৬৪

আপনার বাচ্চারা কী বই পড়ছে, কী কনটেন্ট কনজিউম করছে, তা মনিটর ও নিয়ন্ত্রন করা জরুরী। এই নিয়ন্ত্রনের বেলায় আপনেকে বেশ কৌশলী হতে হবে। এই কৌশলগুলো নিয়ে বিশদ আলোচনা করবো পরে। আপাতত কমেন্টে আপনার জানা কোন কৌশল শেয়ার করতে চাইলে— ওয়েলকাম!

ভার্সিটি লেভেলের ছেলে-মেয়েদের কনটেন্ট আপনি নিয়ন্ত্রন করতে পারবেন না ঠিকই, কিন্তু ছোটবেলা থেকে প্রপার প্যারেন্টিং দিলে এবং কাদেরকে বন্ধু বানাচ্ছে সেটা নিয়ন্ত্রন করতে পারলে ইনডাইরেক্টলি সেটাও ঠিক থাকে।

প্যারেন্টিং - ৬৩

বছরের প্রথম দিনে আপনার বাচ্চাদের ডেইলি প্ল্যানার কিনে দিন। এখানে তারা প্রতিদিনের প্রায়োরিটি, টু-ডু এবং কোন ঘন্টায় কী করেছে লিখে রাখা শুরু করবে। প্রথমে কিছুদিন আপনি সাজেশন দিতে পারেন কিভাবে লিখবে। পরে তারা নিজেরাই নিজেদেরটা মেনটেইন করতে পারবে।

এর একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল দিক আছে। দেখা যাবে কোন ঘন্টার ঘর খালি যাতে না থাকে, এজন্য সে কিছু না কিছু করতে চাইবে। আবার টু-ডু লিস্টের কাজগুলো শেষ করতে চাইবে। আবার দিন শেষে বা সপ্তাহ শেষে নিজেই দেখতে পাবে কী কী করেছে। সেটা তার প্রায়োরিটি ও টু-ডু এবং কাজকর্ম সাজাতে, করতে এবং চিন্তাশীল হতে সাহায্য করবে।

প্যারেন্টিং - ৬২
আমার প্রতিদিনের পরিকল্পনা শুরু হয় ভোরে ঘুম থেকে উঠার পরপরই। ঘুম ভাঙার পরে বেডে আরো কিছুক্ষন শুয়ে থেকে আজকে দিনে কী কী করবো ভাবতে শুরু করি। মাঝে মাঝে ঘুমের ভেতর থেকে শুরু হয়। মানে, স্বপ্ন থেকে। যা নিয়ে কাজ করার কথা, ওটার বিষয়ে স্বপ্নে অনেককিছু দেখি। এসব স্বপ্ন থেকে অনেক আইডিয়াও পাওয়া যায়।

ঘুম ভাঙার পর তো সাথে সাথে উঠা হয় না। শুয়ে শুয়ে তখন ঐ দিনে কী করবো, কিভাবে করবো এসব পরিকল্পনা শুরু করি। এই প্রাকটিসটা আমি একদম ছোটবেলা থেকেই শুরু করেছি।

এধরনের প্রাকটিসের জন্য আপনার সকালটা সুন্দর হতে হবে। মানে, একদম বকা-ঝকা মুক্ত ও পারিবারিক সহযোগীতা এবং মমতাযুক্ত হতে হবে। নয়তো এটা আপনি করতে পারবেন না। বিশেষ করে ছোটবেলায়। বড় হলে তো নিজের আলাদা রুমে নিজের মত থাকতে পারছেন।

আপনার বাচ্চার সকালটা এরকম সুন্দর করে তুলুন। চাপমুক্ত, বকা-ঝকা মুক্ত ও পারিবারিক সহযোগীতা এবং মমতাযুক্ত।

প্যারেন্টিং - ৬১

শুধু এডুকেশন সিস্টেমের উন্নতি তেমন ফলদায়ক হবে না যদি অভিভাবকদের সচেতনতা বাড়ানো না যায়। এদেশে অধিকাংশ অভিভাবক মনে করেন কোনরকমে ভালো রেজাল্ট করতে পারলেই হয়ে যাবে। একারণে শিক্ষার্থীরাও কিছু শেখার চেষ্টা করে না। তাই এই পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য এডুকেশন সিস্টেম সংস্কারের পাশাপাশি ব্যাপক প্যারেন্টিং কার্যক্রমও চালাতে হবে।

কেন লাখ লাখ বেকার থাকার পরেও দেশের প্রতিষ্ঠানগুলো প্রায় দ্বিগুন বেতন দিয়ে দেশের বাইরে থেকে লোক নিয়োগ দিতে বাধ্য হচ্ছে, এটা প্যারেন্টসদেরকে বুঝানো জরুরী।

প্যারেন্টিং - ৬০ (খাদ্যাভাস)

ডিনার করতে হবে সন্ধ্যায়। রাত ১০টা পর্যন্ত যদি জেগে থাকা হয়, তাহলে ৯টার দিকে হালকা কিছু খাওয়া যেতে পারে। এদেশে বিকালে যে নাস্তাটা খাওয়া হয়, এটা খেতে হবে রাত ৯টার পরে আর রাতে যে ডিনার করা হয় সেটা খেতে হবে বিকালের নাস্তার সময়ে।

আগামী প্রজন্মের মাঝে আমরা এই অভ্যাসে গড়ে তুলবো।

প্যারেন্টিং, পার্টনারশীপ ও জীবনের জন্য প্রযুক্তি। এই তিনটা বই আগামী বছর পাবলিশের জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছি। বিশেষ করে ৬৪ জেলা ট্রাভেলের সময়টায় এই বই তিনটার পেছনে প্রচুর সময় দেয়ার ইচ্ছা আছে। কিন্তু এক প্রকাশকের ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম কিছুদিন আগে যে বই পাবলিশ করতে ৪০ হাজার টাকা খরচ হতো সেটা এখন লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে।

আমার এই তিনটা বইয়ের কোনটাই ৫০০ পৃষ্ঠার নিচে না। এর ভেতরে প্যারেন্টিং বইটার হাজার পৃষ্ঠা ছাড়াতে পারে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে তো মনে হয় না ১৫০০ টাকার নিচে মূল্য নির্ধারণ করা যাবে। ১৫০০ টাকা দিয়ে কতজন এই বই কিনতে পারবে?

বইটার কনটেন্ট থিংকার ক্লাউডে থাকবে, কিন্তু কাগজের বই পাবলিশের পর সেটা অনলাইনে এভেইলেবল করবো। যারা হার্ড কপি কিনবে, তারা অনলাইন কপি ফ্রি পাবে। প্রকাশকদের দিকটা মাথায় রেখেই এটা করতে হচ্ছে। এখন এই মূল্যস্ফিতিতে কী করা যায়!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি