পর্যবেক্ষণ

বিভিন্ন বিষয় নিয়ে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ



কেন গুগল ধরা খাবে ChatGPT-র কাছে, তার একটা ছোট উদাহরণ পাবেন এখানে। এই সিম্পল প্রশ্নটার উত্তর জানার জন্য যদি আমার দশ/বারোটা ওয়েব লিংক ওপেন করে পনের/বিশ মিনিট ধরে পড়তে হয়, তাহলে তো সমস্যা। ChatGPT থেকে ২ সেকেন্ডে Yes/No জানা যাচ্ছে যেখানে, সেখানে পাবলিক কেন এত প্যারা নিবে?
একই কারণে Bing গুগলরে খেয়ে দিতে পারবে যখন ChatGPT ইন্টিগ্রেট করবে। তবে, মাইক্রোসফটের উচিত এই Bing নামটা পরিবর্তন করা। গুগলিং এর পরিবর্তে বিঙ্গিং বলা (সাউন্ড লাইক বেঙ্গিং) একটু সমস্যাজনকই!

নির্বোধরা যদি আপনাকে নিজের লোক ভাবতে শুরু করে, তারপর আপনি যত অন্যায়ই করেন না কেন তারা আপনারেই ডিফেন্ড করবে।

বাংলাদেশে শিক্ষার হার বেশি দেখানোর জন্য গত ১৫ বছর ধরে যে অটো পাশের ব্যবস্থা করা হয়েছিলো, সেটার আফটার ইফেক্ট আর কিছুদিন পরেই বাংলাদেশীরা টের পেতে শুরু করবে। এদেশের অধিকাংশ জবই দেখবেন ভারতীয়দের দখলে চলে গেছে। এখনি ইন্ড্রাস্ট্রিগুলোর টপ পজিশন ভারতীয়দের দখলে যেতে শুরু করেছে।

ChatGPT দিয়ে একাডেমিক কনটেন্ট জেনারেট যদি এখনি নিষিদ্ধ করা না হয় তাহলে আগামী ১৫/২০ বছরে পুরো পৃথিবীর এডুকেশন সিস্টেম বাংলাদেশের মত হয়ে যাবে। কাজ করার মত লোক খুঁজে পাওয়া যাবে না আর। এবং এটা ইনটেনশনালীই করা হবে বলে আমার মনে হচ্ছে।

আমরা জবলেস পৃথিবীর দিকে আগাচ্ছি।

ChatGPT টাইপ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সগুলো প্রফেশনাল ও একাডেমিক টেক্সট তৈরিতে অনেক স্মার্ট হলেও সাহিত্যের ক্ষেত্রে কিছুই করতে পারবে না। মানুশরে টাচ করা, হ্যাপি করা... এটা Ai এর পক্ষে অসম্ভব। ফলে, Ai নিয়া সাহিত্যিকদের চিন্তার কিছু নাই। ইনফ্যাক্ট, চতুর্থ শিল্প-বিপ্লব সাহিত্যিকদের কদর আরো বাড়াবে। কারণ এখন থেকে যত দিন যেতে থাকবে, পাবলিক ততই অসুখী হতে থাকবে। অসুখী লোকেরা সাহিত্য কনজিউম বেশী করবে।

কেউ আপনাদেরকে নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করায় আপনি তারে ঘৃণা করেন। তারপর তার অসুস্থতায় হাহা দিয়া প্রমাণ করে দেন যে— তিনি আপনাদের বিষয়ে ঠিকই বলেছিলো।

যে ইসলাম বিদ্বেষের কারণে আপনি তারে ঘৃণা করেন সেই ইসলামও তো আপনার এই আচরণরে সমর্থন করে না। করে?

Good morning world. You are doing great!

এখানে যারা হাহা দিচ্ছেন, তারা কেন দিচ্ছেন? ঊনারে যেজন্য অপছন্দ করেন সেটা নিয়েই তো বললেন এখানে। এই পোস্টে হাহা দিলে তাসলিমা নাসরিনরে অপছন্দ করার পেছনে আপনার কোন কারণ তো থাকে না আর!

আপনি বলতে পারেন যে উনি অমূলক অভিযোগ করছেন। আমার কাছে অমূলক মনে হয় না। আমাদের ক্রিকেটার মোস্তাফিজরে ভারতে আপারেশন করার পর থেকে তার সেই ন্যাচারাল বোলিং যে হারিয়ে গেল, এটা আপনারা খেয়াল করেন নাই কেউ?

ক্লাশ সেভেনের পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি ও মুসলিমদেরকে ক্রিমিনাল হিসেবে উপস্থাপণের আফটার ইফেক্ট হতে যাচ্ছে মুসলিম ইতিহাস ও সভ্যতা নিয়ে অনেক বই বের হওয়া এবং সেগুলোর ব্যাপক প্রচার। সেই সাথে অভিভাবকরা সচেতনভাবে মুসলিমদের ইতিহাস ও সভ্যতা নিয়ে তাদের বাচ্চাদের লেসন দেয়া, আলাপ-আলোচনা করা।

বুমেরাং...!

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের পক্ষে কোনদিনই রাজনীতি বুঝা সম্ভব হবে না। রাজনীতি বুঝতে হলে মানুশ বুঝা জরুরী। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কখনোই মানুশ বুঝতে পারবে না।

আমজনতা মেইনস্ট্রিম মিডিয়ার উপরে এতই ক্ষ্যাপা যে তারা ইলন মাস্করে নিয়া যত নেগেটিভ নিউজ করে, ইলন মাস্কের ফলোয়ার ততই বাড়ে। প্রতিদিন প্রায় ৩ লাখ করে বাড়তেছে ফলোয়ার।



এভাবে চলতে থাকলে পাগলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালে পাশ করে যাবে :P

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি