পর্যবেক্ষণ

বিভিন্ন বিষয় নিয়ে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ

করোনার সময়ে বাংলাদেশী রোগীরা যেতে পারেনি বলে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা আর কলকাতার মার্কেট কিভাবে লসে পড়েছিলো, সেই রিপোর্ট আপনি নেটেই পাবেন। ভারতীয়রাই এসব নিয়ে নিউজ আর ভিডিও তৈরি করেছে। অথচ এদেশের কিছু লোক বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করে যেন আমাদেরই কৃতজ্ঞ থাকা উচিত।
টাকা দিয়ে যাদের সেবা ও পন্য কিনছেন তাদের কাছে কৃতজ্ঞ থাকতে বলতেছে এরা।

ভারত ক্রিকেটরে যে ধ্বংস করছে, এজন্য আমি ভারতরে ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশে ক্রিকেটের ক্রেজ ধ্বংস করার জন্য মাশরাফি আর সাকিবরে ধন্যবাদ।

কয়েকদিন আগে ChatGPT কিছু সময়ের জন্য ডাউন ছিলো। তারপর ওরা নতুন পেইড সাবসক্রাইবার নেয়া বন্ধ করে দিয়েছে। স্যামের মতে— নতুন যে ফিচারগুলো যুক্ত করা হয়েছে, এগুলো বর্তমান ক্যাপাসিটিতে চলার জন্য যথেষ্ঠ না। ইনভেস্টরদের সম্ভবত এটাই পছন্দ হয় নাই। আমি প্রায় শিওর তারা জানতে চাইছে যে, 'পেইড সাবস্ক্রাইবার বন্ধ হবে কেন, স্কেলিং হবে না কেন.. ব্লা ব্লা'। হয়তো একারণেই স্যাম অল্টম্যান আউট!
AI সার্ভিসগুলোর স্কেলিং সাধারণ সার্ভিসগুলোর মত না। এগুলো প্রচন্ড রিসোর্স হাংরি। কিন্তু ইনভেস্টরদের সেটা হয়তো বুঝানো যায়নি।

হ্যাশ ট্যাগঃ টেকি স্টার্টাপে নন-টেকি ইনভেস্টর নেয়ার বিপদ অনেক।

ভারতের হম্বি-তম্বি পশ্চিমারা টলারেট করে তাদের বিশাল বাজারের জন্য। আর ভারত সেটারেই উইপনাইজ করে ফেলছে। এর মূল্য শীঘ্রই তারা দিবে।

চায়না আম্রিকারে কইলো—
শুনো, পিতিবিটা অনেক বড়। আইসো ঝগড়াঝাটি না কইরা ভাগযোগ কইরা খাই।

সোশ্যাল মিডিয়াগুলো সব পেইড হয়ে গেলে কী করবেন?

ইউরোপে মাসে ১৭ ডলার পে করে বিজ্ঞাপণমুক্ত ফেসবুক/ইনস্টাগ্রাম ব্যবহারের সুবিধা আসছে। টুইটারও (X) একদিন সকল ইউজারের জন্য পেইড হয়ে যাবে। ইলন মাস্ক কিছুদিন আগে এরকম একটা আলাপ তুলেছিলেন (লিংক কমেন্টে)।

পেপারফ্লাই বেশ ভালো সার্ভিস ছিলো। ২০০ কোটির উপরে ফান্ড রেইজ করেছে গত কয়েক বছরে। তারপরেও তাদের সার্ভিস বন্ধ হয়ে গেল। অনেকে অনেক কথা বলছে এটা নিয়ে।

পৃথিবীতে এধরনের ঘটনা কমন। ফেইলড স্টার্টাপ লিখে সার্চ দেন, অনেক আর্টিকেল গবেষণা ও বই পাবেন। পড়তে শুরু করলে দেখবেন কিছু কমন মিসটেক সকলেই করে। পেপারফ্লাইয়ের মিসটেকগুলোও কমন মিসটেক।

অনেকের ধারণা যত ফান্ডিং নেয়া যায় তত ভালো। মোটেও না! ফান্ডিং একদমই না নিয়ে যতদিন চালাতে পারবেন তত ভালো। আর প্রাইভেট এনটিটি বজায় রেখে যদি ইউনিকর্ন হতে পারেন, সেটার উপরে আর কিছু হতে পারে না। এত দ্রুত স্কেল আপ করতেই হবে কেন?

কেউই তার নিজের মত সমাজ তৈরির বিরুদ্ধে কোন মতামত সহ্য করতে পারে না। সে যে মত বা পথেরই হোক না কেন।

একজন আমাকে জিজ্ঞেস করলো, 'মুনজেরিন অক্সফোর্ডে পড়ালেখা করে বাংলাদেশের এই নরকে ব্যাক করলো কেন?'

আমি বললাম— ওখানে থেকে গেলে হয়তো অনেক টাকা আর্ন করতে পারতো, অনেক বড় কোন পোস্টে যেতে পারতো। কিন্তু বাংলাদেশে ব্যাক করে যে লাখ লাখ লোকের জন্য কাজ করতে পারছে, এটা পারতো না। মানুশের জন্য জন্য কিছু করতে পারলে যে আনন্দ, এটা যারা করে শুধুমাত্র তারাই জানে।

কানাডার সবচাইতে বড় ব্যাংক RBC সফটার ইকোনমির প্রেডিকশন দিয়ে কর্মী ছাঁটাই করবে ঘোষণা করেছে।
ক্রমশ দুর্বল হতে থাকা বা খারাপ ইকোনমির সুশীল ভাষা হচ্ছে সফটার ইকোনমি (Softer Economy)। এর মানে জিডিপি গ্রোথ কমতে থাকবে, বেকাত্ব বাড়তে থাকবে, পাবলিকের ক্রয় ক্ষমতা কমতে থাকবে, ইনভেস্টমেন্ট কমতে থাকবে, ইন্ড্রাষ্ট্রিয়াল প্রোডাকশন কমতে থাকবে, স্টক মার্কেট দুর্বল হতে থাকবে এবং ক্রেডিট কন্ডিশনের অবস্থা খারাপ হতে থাকবে। ওভারঅল অর্থনীতি খারাপের দিকে যাওয়া।

সফটার ইকোনমির দোহাই দিয়ে কর্মী ছাঁটাই চলতে থাকলে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে। এবং এসব প্রতিষ্ঠান পরে যে আবার কর্মী নিবে, এরকমও আমার মনে হচ্ছে না। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের বেশ কিছু ব্রেকথ্রু ঘটেছে গত বছরের শেষের দিকে। প্রতিষ্ঠানগুলো খরচ বাঁচাতে AI এর পেছনেও ইনভেস্ট করে যাচ্ছে বিগত এক দশক ধরে।

বিশ্ব পরিস্থিতি সব দিক থেকেই খারাপের দিকে যাচ্ছে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি