Justice doesn't mean looking for criminals. It means looking for innocence.
~ Yunus Emre
প্যারেন্টিং - ৩৮
আপনার বাচ্চাদের নৈতিকভাবে উন্নত করা প্যারেন্ট হিসেবে আপনার দায়িত্ব। আপনার বাচ্চারা যদি বড় হয়ে অন্যদের ঠকায়, ঘুষখোর হয়, প্যারেন্ট হিসেবে এটা আপনার ব্যর্থতাই।
কিন্তু কিভাবে বাচ্চাদের নৈতিক দিকগুলো নিয়ে কাজ করবেন? এর নানা উপায় আছে। তবে সবচাইতে ইফেক্টিভ সম্ভবত নিজেদের ফ্যামিলির সততার ইতিহাস তুলে ধরা। আমার নিজের জীবন থেকে এর একটা উদাহরণ দেই-
আমাদের পূর্বপুরুষরা ছিলেন মূলত ডাক্তার ও শিক্ষক। কিন্তু একই সাথে তাদের অনেক কৃষি জমিও ছিলো। আমাদের এই কৃষি জমিগুলোর পাশে অন্যদের জমি ছিলো। গ্রামে দু'টো জমির মাঝখানে একটা ডিভাইডার থাকে, যেটাকে বলে 'আইল'। মাঝে মাঝে এমন হতো যে, অন্যের জমির লতা জাতীয় কোন ফসল আইল ক্রস করে আমাদের জমিতে চলে আসতো। আমার দাদারা সেই আইল ধরে হেঁটে গিয়ে অন্যের জমির লতা তুলে তাদের জমির দিকে সরিয়ে দিতেন। কারণ, এই লতা থেকে যদি কোন মরিচ কিংবা কুমড়া আমাদের জমিতে ফলে যায় এবং আমাদের জমির কর্মীরা মনের ভুলে সেই ফসল তুলে নিয়ে আসে, তাহলে অন্যের হক নষ্ট করা হলো।
এধরনের আরো অনেক গল্প আমরা ছোটবেলা শুনেছি। নিজের জীবনে এর প্রতিফলনও দেখি। গভীর রাতে ঘুম ভেঙ্গে উঠে পুদিনা পাতা রং চা খেতে ভালো লাগে আমার। মাঝে মাঝে বাসায় পুদিনা পাতা থাকে না। আমাদের ছাদে এক প্রতিবেশীর টবে প্রচুর পুদিনা পাতা। ছাদে গিয়ে ওদের একটা পুদিনা পাতা ছিড়ে নিয়ে আসতে বাঁধে আমার। কখনো ঐ টবগুলো থৈকে একটা পুদিনা পাতাও আনি নাই, আনবোও না।
ধর্ম সবচাইতে ভালো উপায় নৈতিকতা উন্নত করার। আপনার ফ্যামিলি যদি ধর্মীয় দিক থেকে রিচ থাকে, তাহলে সেদিক থেকে তাদেরকে বুঝান অন্যদের হক মেরে খাওয়ার পরিনতি কী হতে পারে।
ইসলামের দৃষ্টিতে, আপনি যদি কারো এক টাকাও মেরে খান, সেটা হবে তার হক নষ্ট করা। অন্যের হক মেরে খেলে ঐ ব্যক্তি ক্ষমা করার পর সৃষ্টিকর্তা ক্ষমা করবে, তার আগে নয়।
নৈতিক দিক থেকে উন্নত করা মানে শুধু এটুকু নয়। গীবত, কষ্ট দেয়া, অপবাদ দেয়াসহ আরো অনেক বিষয় আছে। ওসব নিয়ে ভবিষ্যতে আলাপে হবে।
ধরুন আমি একজন খারাপ মানুষ, তাতে আপনার আনন্দিত হওয়ার কি আছে? ধরুন আমি জাহান্নামে যাবো, তাতে তো শুধু শয়তানের আনন্দিত হওয়ার কথা, আমাদের "মুমিন মুসলমান"-রা আনন্দিত হয় কেন?