আমার পূর্বপুরুষদের চারপ্রজন্ম পর্যন্ত ইতিহাস জানি। আমার বাবা-চাচা, দাদা, দাদার বাবা ও চাচা, তাঁর বাবা ও চাচা। আমার দাদা এবং তাঁর পূর্বপুরুষেরা সব ছিলেন শিক্ষক ও ডাক্তার। কিন্তু একইসাথে তাদের অনেক জমি ছিলো এবং সেখানে তারা চাষ করতেন। তার মানে কৃষকও। কৃষি কাজ নিয়ে তাদেরকে কখনো লজ্জিত হতে শুনিনি বরং প্রচুর ফসল আর মাছের উৎপাদন থাকায় শিক্ষকতা ও ডাক্তারি বলতে গেলে বিনা পয়সাতেই করতেন। শিক্ষক ও ডাক্তার হিসেবে উনাদের অনেক সুনাম ছিলো। চাইলে কৃষি কাজ না করেও ভালো থাকতে পারতেন।
মাঝে মাঝে ভাবি, কবে থেকে ও কিভাবে আমরা কৃষি কাজরে ছোট হিসেবে দেখা শুরু করলাম?
ওয়ার্কপ্লেস পরিবর্তন করলে আমার কাজের গতি বাড়ে। মানে, একই অফিস বা রুমে না থেকে জায়গাটা পরিবর্তন করলে প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এটা কি সবারই হয়?
আমার ফ্রেন্ডলিস্টে থাকা পুষ্টিবিদগন, সবচাইতে কম খরচে ও কম খেয়ে কিভাবে ব্যালেন্স ডায়েট মেনটেইন করা যায়, এসংক্রান্ত তথ্য প্রকাশ করুন। মানুষ যাতে ১ মাসের বাজার দিয়ে কমপক্ষে ৩ মাস চলতে পারে, এই ব্যপারে সাহায্য করুন। এটা অনেক বড় চ্যারিটি হবে।
মানুষ সম্পর্কে আপনি কতটুকু জানেন? এখন পর্যন্ত একজন মানুষের ৮৩০-টা পার্সোনালিটি ট্রেইটের সন্ধান আমি পেয়েছি। তার ভেতরে পজেটিভ ট্রেইট ২৪৪টা, নিউট্রাল ট্রেইট ২৯৪টা এবং নেগেটিভ ট্রেইট ২৯২টা।
এই যেমন পজেটিভ ট্রেইটের ভেতরে আছে—
Active, Adaptable, Adventurous, Alert, Anticipative, Attractive, Balanced, Brilliant, Calm, Caring, Charming, Clean, Confident, Creative, Cultured, Curious ইত্যাদি ইত্যাদি।
নিউট্রাল ট্রেইটগুলো এরকম—
Ambitious, Amusing, Big-thinking, Boyish, Casual, Complex, Cute, Dreamy, Formal, Modern, Moralistic, Mystical, Old-fashioned, Ordinary, Political, Private, Quiet, Religious, Sarcastic, Self-conscious, Sensual, Skeptical, Strict, Stubborn, Stylish, Soft, Tough
এবং নেগেটিভ ট্রেইটগুলো এরকম—
Aimless, Angry, Anxious, Artificial, Bizarre, Brutal, Calculating, Callous, Careless, Childish, Cowardly, Criminal, Critical, Cruel, Destructive, Dirty, Dishonest, Disloyal, Disturbing, Extreme, Foolish, Greedy, Lazy, Messy, Narcissistic, Paranoid, Rigid, Selfish, Shallow, Trendy, Troublesome, Undisciplined
মানুষের এরকম ৮৩০টা ট্রেইট সম্পর্কে অনেক ঘাঁটাঘাটি করেও আমার মনে হয়েছে এর বাইরেও অনেক কিছু আছে। আমরা আসলে মানুষ সম্পর্ক কতটুকু জানি? কতটুকু জানা সম্ভব?
আমি ক্যারিয়ার শুরু করেছিলাম কলেজে থাকতে। ভার্সিটিতে উঠতে উঠতে আমার তৈরি করা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বাজারে চলে এসেছিলো এবং আমি নিজের সমস্ত খরচ নিজের কাজ থেকে তুলতে শুরু করেছিলাম। এগুলো মূলত আমি সেল্ফ মটিভেটেড হয়ে করেছিলাম। তবুও সঠিক গাইডলাইনের অভাবে অনেক ভুল করেছে, অনেক জায়গায় ধীর গতিতে এগিয়েছি, অনেকবার ভুল পথে সময় নষ্ট করেছি। কিন্তু আমার সবচাইতে বড় গেইন ছিলো অন্য দিকে। যেহেতু পড়ালেখার পাশাপাশি কর্মক্ষেত্রে জড়িয়ে গিয়েছিলাম সেহেতু পড়ালেখাটা আমার কাছে অনেক অর্থবহ ছিলো। আমাদের এডুকেশন সিস্টেম এত বাজে হওয়ার পরেও কলেজ ও ভার্সিটির বইগুলো থেকে আমি অনেক শিখতে পেরেছি, সেগুলো নিজের জীবনে কাজে লাগাতে পেরেছি। আমি মনে করি, প্রতিটা স্টুডেন্টের উচিত পড়ালেখার পাশাপাশি কোন না কোন কাজের সাথে জড়িয়ে যাওয়া। এতে করে পড়ালেখা থেকে সত্যিকার অর্থেই কিছু শেখা যাবে, স্কিল বাড়বে ও অভিজ্ঞতা অর্জন হবে। আর বোনাস হিসেবে কিছুটা অর্থও উপার্জন হবে। এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে, প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ হওয়ার পর ক্যারিয়ার গড়তে সহজ হবে। ২ বছরের কলেজ লাইফ ও ৪/৫ বছরের ভার্সিটি লাইফ মিলে ৬/৭ বছরের বাস্তব অভিজ্ঞতা একজন মানুষকে গড়ার জন্য যথেষ্ঠ। কেউ যদি কলেজ লাইফ থেকেই শুরু করতে না চায় তবুও ভার্সিটির ৪/৫ বছরের অভিজ্ঞতা অনেক হেল্প করবে। পাশাপাশি উপার্জিত অর্থের একটা অংশ জমাতে পারলে সেটা পরবর্তী জীবনে অনেক কাজে আসে।
এই পুরো ব্যপারটা স্টুডেন্টদের জন্য সহজ করতে, তাদের একাডেমিক দিকগুলোতে হেল্প করতে ও পরবর্তীতে ক্যারিয়ার গঠনে সাহায্য করার জন্য গত ছয় বছর ধরে একটা প্লাটফর্ম দাঁড় করাতে কাজ করছিলাম। প্রজেক্টটা এখন ম্যাচিউর স্টেজে আছে এবং খুব শীঘ্রই বিশ্বব্যপি শুরু হবে।
এই ব্যপারটা এখানে শেয়ারের একটা উদ্দেশ্য হচ্ছে আমার ফ্রেন্ডস ও ফলোয়ারদের কাছ থেকে একটা বিষয়ে মতামত জানা। পড়ালেখার পাশাপাশি কোন না কোন কাজের সাথে জড়ানোকে আপনারা কিভাবে দেখছেন? বা এই বিষয়ে আপনাদের মতামত কী?
ধরুন আমি একজন খারাপ মানুষ, তাতে আপনার আনন্দিত হওয়ার কি আছে? ধরুন আমি জাহান্নামে যাবো, তাতে তো শুধু শয়তানের আনন্দিত হওয়ার কথা, আমাদের "মুমিন মুসলমান"-রা আনন্দিত হয় কেন?