জিজ্ঞাসা

প্যারেন্টিং, পার্টনারশীপ ও জীবনের জন্য প্রযুক্তি। এই তিনটা বই আগামী বছর পাবলিশের জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছি। বিশেষ করে ৬৪ জেলা ট্রাভেলের সময়টায় এই বই তিনটার পেছনে প্রচুর সময় দেয়ার ইচ্ছা আছে। কিন্তু এক প্রকাশকের ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম কিছুদিন আগে যে বই পাবলিশ করতে ৪০ হাজার টাকা খরচ হতো সেটা এখন লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে।

আমার এই তিনটা বইয়ের কোনটাই ৫০০ পৃষ্ঠার নিচে না। এর ভেতরে প্যারেন্টিং বইটার হাজার পৃষ্ঠা ছাড়াতে পারে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে তো মনে হয় না ১৫০০ টাকার নিচে মূল্য নির্ধারণ করা যাবে। ১৫০০ টাকা দিয়ে কতজন এই বই কিনতে পারবে?

বইটার কনটেন্ট থিংকার ক্লাউডে থাকবে, কিন্তু কাগজের বই পাবলিশের পর সেটা অনলাইনে এভেইলেবল করবো। যারা হার্ড কপি কিনবে, তারা অনলাইন কপি ফ্রি পাবে। প্রকাশকদের দিকটা মাথায় রেখেই এটা করতে হচ্ছে। এখন এই মূল্যস্ফিতিতে কী করা যায়!

বঙ্গোপসাগরে কি সীউইড (Seaweed) পাওয়া যায়? গেলে এটা হারভেস্ট করার কোন উদ্যোগ নেয়া যায়। আমরা যে বড় ধরনের বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের নিউট্রিশন সমস্যার একটা ভালো সমাধান হতে পারতো সীউইড।

আমার এক মেক্সিকান ফ্রেন্ডরে জিগাইছিলাম থিংকার কিডসের পেজটা কেমন হচ্ছে?



শে বললো— "গুড তবে রংটা বাচ্চাদের জন্য আরেকটু ফ্রেন্ডলি করতে পারো। বিশেষ করে কালো রং বাচ্চাদের সাথে যায় না।" তাই একটু বৈচিত্র আনলাম এবং দুই মিনিটের প্রচেষ্টায় এই নতুন নীল লোগোটা আসলো। এটা ফাইনাল না; ক্লাউড ও টেক্সটে মাল্টি কালার ট্রাই করে দেখবো পরে।

গত এক সপ্তাহ ধরে পেজের এই জায়গাটায় চোখ আটকে যাচ্ছিলো বারবার... মনে হচ্ছিলো কী যেন মিসিং! ধরতে পারতেছিলাম না।

আপনারা কখনো কোন সাজেশন থাকলে দিয়েন আমারে। কৃতজ্ঞ থাকবো। আফটার অল, আমি তো গ্রাফিক্স বা UI/UX ডিজাইনার না!

আমার হেটার্সদের ভেতরে কয়েকজনকে ব্লক করে রাখছি কারণ এরা অন্যদের কাছে বলে বেড়ায় আমার চিন্তা-ভাবনা খুবই ফালতু! কিন্তু ব্লক করে রাখার পরেও এরা ফেক আইডি থেকে আমার লেখা পড়ে।

বাট হোয়াই?

প্রায় পনের মিনিট ধরে ফেসবুকের হোমপেজ স্ক্রল করে পড়ার মত একটা পোষ্টও পেলাম না। অনেকদিন ধরেই এই অবস্থা।

ফেসবুক মারা যাচ্ছে?

এক পাশে যদি পেপার ডিসপ্লে হয় (কিন্ডেলের মত) এবং অন্য পাশে কালার LCD, তাহলে কেমন হবে? বাম দিকের অংশটা খুলে কিন্ডলের মত ছোট একটা ই-রিডার হিসেবে ব্যবহার করা যাবে এবং সেটার ওজন কিন্ডলের মতই হালকা হবে। এক চার্জে ৪ সপ্তাহ চলবে।

এনি অপিনিওন?

বিঃদ্রঃ এটা ফটোশপে তৈরি করেছি আমাদের 3D ডিজাইনারকে বুঝানোর জন্য। ফলে কোয়ালিটি ভালো না এবং ডিজাইনটা ফাইনাল না। 3D ডিজাইন রেডি হওয়ার পর মূল ডিভাইসটা দেখতে কেমন হবে দেখাতে পারবো।
[photo]

আগামী দশ বছরের ভেতরে স্মার্টফোনের হাইপ পুরোপুরি হারিয়ে যাবে। এরপর কিসের হাইপ তৈরি হতে পারে?

ফ্যাবলেট?

পরিবহন মালিকরা যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করলে তারা কি ভোক্তা অধিকারে মামলা করতে পারে?

দশ ইঞ্চি বুক রিডার ক্যারি করা কঠিন বলে পকেট সাইজের (৮ ইঞ্চি) ড্যুয়াল স্ক্রিন বুক রিডার ডিজাইন নিয়ে গবেষণা করছি যাতে এভাবে বই পড়া যাবে। এটা কেমন হবে বলে আপনি মনে করেন? (পড়ার সময় অন্য স্ক্রিনে নোট নেয়ার ইন্টারফেসের ছবি কমেন্টে)

একদমই ইন্টারেকশন নাই এরকম লোকদের আনফ্রেন্ড করার ঘোষণা দেন অনেকে। আমার উলটাটা মনে হয়। এই যে ফ্রেন্ড অনলী করে এত হাবিজাবি পোস্ট করি, এরা আমারে সহ্য করে এখনো ফ্রেন্ডলিস্টে আছে কিভাবে? নাকি আনফলো করে রাখছে?

এই পোস্টটা ফ্রেন্ডলিস্টের যারা দেখতে পাবেন, একটু লাইক/টাইক দিয়ে জানাইয়েন তো! আসলেই কতজন আমার পোস্ট দেখতে পায় বুঝতে চাইতেছি। রিয়েক্ট দিয়ে জানাতে না চাইলে ইনবক্সেও জানাতে পারেন। মানে, আরেকটু জ্বালাইলাম আরকি!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি