জিওপলিটিক্স

মায়ানমারে সেনা সরকার পতন হয়ে গনতান্ত্রিক সরকার আসলে ওদের উন্নতি শুরু হবে। ওরা যত উন্নত হবে ওদের সাথে আমাদের বানিজ্যিক সম্পর্ক তত বাড়বে এবং সেটা আমাদের জন্য ভালো হবে।

গত একমাস ধরে আমি জেনারেশন জি বা Gen Z-র কারিশমা দেখতেছি। বিলিয়ন ডলারের প্রোপাগান্ডা Gen Z-র কাছে এসে ধরা খেয়ে গেছে।

আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী মেয়ারশেইমারের 'ট্রাজেডি অব গ্রেট পাওয়ার পলিটিক্স' পড়ে ভালো লাগছিলো অনেক। লেক্স ফ্রিডম্যান উনাকে নিয়ে পডকাস্ট করবে ভাবিনি... লেক্সের সাহস আছে!

সাড়ে তিন ঘন্টার পডকাস্ট। এক সেকেন্ডের জন্যও মনোযোগ হারাইনি। দেখতে পারেন। এত সময় বের করতে না পারলে শুধু ফিলিস্তিন অংশটুকু আর শেষের ৩০ মিনিট দেখেন।

মেয়ারশেইমারের বাকী বইগুলোও উইশলিস্টে যোগ করলাম। সাথে আরো কয়েকটা বই (পডকাস্টে যেগুলোর রেফারেন্স দিয়েছে)। থ্যাংকস লেক্স!

চায়না আম্রিকারে কইলো—
শুনো, পিতিবিটা অনেক বড়। আইসো ঝগড়াঝাটি না কইরা ভাগযোগ কইরা খাই।



দেখেন, ভারত যদি আমাদের প্রতি এত বৈরি না হতো এবং আমাদেরকে তাদের শত্রুতে পরিনত না করতো, আমরা তাদেরকে এই ইস্যুতে সাহায্য করতে পারতাম। এই নিউজ দেখে যে বাংলাদেশীদের এত আনন্দ হচ্ছে, সেটা ঘটতো না।

বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারনেই ভারতের উচিত ছিলো আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা। তারা উলটা আমাদেরকে শত্রুতে পরিনত করেছে। এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে সামনে।

ইমরান খানের এরেস্টে লাভ হচ্ছে চায়নার, ক্ষতি হচ্ছে ডেমোক্রেসির। এই ইস্যুতে ইন্ডিয়ার ভূমিকা ইন্টারেস্টিং লাগতেছে।

রাশানরা তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে মকিং টাইপ এক ভিডিও পোস্ট করছে, সেটার শেষে আবার সিনেমার ভিলেনদের মত বলে- 'উইন্টার ইজ কামিং..'

এটা কি তাদের রসবোধ না থ্রেট ছিলো?

গতকাল ক্ষমতাচ্যুত হওয়া মাহিন্দা রাজাপক্ষ শ্রীলংকায় জনপ্রিয় নেতা ছিলেন। যোগ্যতার অভাব থাকলে জনপ্রিয়তা যে কোন কাজে আসে না, সেটার একটা উদাহরণ হয়ে থাকবেন তিনি।

পৃথিবীর সবচাইতে শিক্ষিত জাতিগুলোর ভেতরে শ্রীলংকা একটা। এডুকেশন রেট ৯৫% এর উপরে থাকে সবসময়। ওদের এডুকেশন সিস্টেম আমাদের থেকে অনেক উন্নত। এত শিক্ষিতের একটা দেশে এরকম একজন অযোগ্য ও দূর্নীতিবাজ লোক এত জনপ্রিয় হওয়ার রহস্য কী বলেন তো?

পৃথিবীর বর্তমান অর্ডার ও রাজনীতি পরিবর্তনের ক্ষমতা আছে টুইটারের। ফলে, এই বিশাল শক্তিশালী টুলের একমাত্র মালিক হওয়া মানে ইলন মাস্কের পৃথিবীর সম্রাট হয়ে ওঠা, এক প্রকার।

পশ্চিমাদের হিপোক্রেসি এতটা স্পষ্ট এর আগে আর কখনো হয়নি। সোশ্যাল মিডিয়ার উত্থানে মেইনস্ট্রিম মিডিয়ার প্রভাব কমে আসার নজীর এটা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি