যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা
যারা কমেন্টে ও ইনবক্সে ক্যারিয়ার সাজেশন চাচ্ছেন তাদের জন্য এই পোস্ট-
প্রথমত, আপনার ডিটেইল না জেনে আপনার জন্য কোন ধরনের ক্যারিয়ার সুইটেবল হবে, এটা বলা যায় না। বলা ঠিকও হবে না কারণ সবার জন্য তো সব ক্যারিয়ার না।
দ্বিতীয়ত, আমি নিজেও যে সব ধরনের ক্যারিয়ার সম্পর্কে জানি, এমন তো না। বেসিক কিছু গাইডলাইন আমরা তৈরি করতে পারবো, যদি বিভিন্ন পেশার লোকজনকে একত্র করতে পারি। থিংকার ক্লাউড থেকে আমরা সেটাই করতে যাচ্ছি। ওখানে vAi নামে একটা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সও আমরা ডেভেলপ করতেছি যে আপনাদের গাইড করতে পারবে। এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
তৃতীয়ত, আমার পক্ষে তো সারাদিন ফেসবুকে বসে থাকা সম্ভব না। আপনারা যারা ম্যাসেজ দিয়ে সাথে সাথে জবাব না পেয়ে রাগ করেন (অনেকে সিনই দেন না আর, কেউ কেউ ম্যাসেজ আনসেন্টও করেন), তাদের বুঝতে হবে যে সবাই আপনার মত সারাক্ষন ফেসবুকে বসে থাকে না আপনার ম্যাসেজের জবাব দেয়ার জন্য। তাছাড়া, যাদের এই লেভেলের হীনমন্যতা আছে তারা আগে এর থেকে বের হয়ে আসেন। নয়তো কোন ক্যারিয়ারেই ভালো করতে পারবে না।
এর বাইরে যেটা বলতে পারি— টাউন-সেন্টার থেকে আমরা বড় ধরনের একটা ই-কমার্স প্লাটফর্ম নিয়ে আসতেছি কিছুদিন পর। আপনার যদি ই-কমার্স নিয়ে আগ্রহ থাকে; ইনবক্সে সেটা উল্লেখ করে দিয়েন আপনার এলাকার নাম ও মোবাইল নাম্বারসহ। সময় করে আমরা নিজেরাই আপনাদের সাথে যোগাযোগ করবো। আমরা এখন ৬৪ জেলায় টাউন-সেন্টার বানাতে ব্যস্ত। এই নেটওয়ার্ক হয়ে গেলেই আমরা ই-কমার্সের বিষয়টা নিয়ে কাজ শুরু করবো।
আরেকটা ব্যাপার। ইনবক্সে হ্যালো বা কেমন আছেন টাইপ ম্যাসেজ না দিয়ে যা বলতে চান সরাসরি বলা ভালো। আমার কাছে কোন ধরনের সাহায্য চাওয়ার জন্য ফর্মালিটির দরকার নাই।
Hero from 80s Bangla Cinema!
শুধুমাত্র কারেন্ট যাওয়ার সমস্যাটা না থাকলে আমি ঢাকার বাইরে চলে যেতাম। ইটস পীসফুল!
হ্যাপিনেস ইজ গভীর রাতে নদীর মাঝখানে বইসা থাকা…
অস্ত যাওয়ার ঠিক কয়েক মিনিট আগে আজকে সূর্যটা এত অদ্ভুত সুন্দর আর বিশাল লাগছিলো, কখনো এরকম সূর্য দেখেছি বলে মনে পড়ে না। গাড়ি থামিয়ে সূর্যের ছবি নিতে নিতে নারিকেল গাছের আড়ালে হারিয়ে গেল। গাড়ির উইনেডশিল্ডের ভেতর থেকে যেটুকু নেয়া গেল।
একজনকে বলেছিলাম চাঁদপুরে দেড়-দুই ফিট লম্বা ইলিশ পাওয়া যায়, সে এবং তার সাথে একজন বিশ্বাসই করে নাই। এই ইলিশটা ২১ইঞ্চি (দুই কেজি)। প্রায় দুই ফিট। এর আগে অনেকবার ২৫-৩০ ইঞ্চি(২.৫-৩ কেজি) ইলিশও আমি খেয়েছি।
বাই বাই ঢাকা ফর অ্যা মান্থ!
ঈদ মুবাররক।
সেহরীতে আমার সুপার মেনুর সাথে আরেকটা সুপার ফুড কিনোয়া (Quinoa) যুক্ত করলাম। বেশ ভালো। কিনোয়ার টেস্ট খারাপ না।
ওট + দুধ + কলা + খেজুর + আপেল + গাজর + কিনোয়া = সুপার ডুপার ফুড!
কিনোয়ার খাদ্য মান এত বেশী ভালো যে, আপনি যদি বাচ্চাদের প্রতিদিন কিনোয়া খাওয়ান; তারা আরো বেশী বুদ্ধিমান ও সুন্দরভাবে বেড়ে উঠবে। সমস্যা হলো এর দাম অনেক বেশী। বাংলাদেশে চাষ হলে দাম কমে আসবে সম্ভবত।
চ্যারিটি ফাউন্ডেশনগুলো কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই নিজেদের সমস্ত আয়-ব্যায় ও একটিভিটিসরে ট্রান্সপারেন্ট করতে পারে। থিংকার ক্লাউড থেকে এরকম একটা সিস্টেম তৈরি করে ফ্রি বিতরন করবো কিনা ভাবছি।
একটা ফাউন্ডেশন কিভাবে কত টাকা কালেকশন করলো এবং যারা ডোনেট করলো তারা অনলাইন থেকেই চেক করতে পারলো তার টাকাটা মূল ফান্ডে যোগ হয়েছে কিনা এবং সেটা কোথায় কিভাবে খরচ হলো, এরকম একটা ইনফরমেশন সিস্টেম। প্রতিটা টাকার হিসাবে এখানে ট্রান্সপারেন্ট হবে।
এরকম কিছু বানালে সফটওয়্যার/অ্যাপরের জন্য টাকা নেব না, ফ্রি বিতরন করবো। এটা আমার একটা চ্যারিটি হবে।
বাংলাদেশে শুধুমাত্র লেখক হয়ে জীবন চালানো সম্ভব হয় না বা সেই পরিবেশ তৈরি হয়নি এখনো।
মুখস্ত-বিদ্যা আর সার্টিফিকেট নির্ভর জব মার্কেট এর জন্য অনেকটা দায়ী। জানা ও শেখার দরকার মনে করে না অধিকাংশ লোকে। সামনে এই অবস্থার পরিবর্তন হবে যখন সার্টিফিকেট নির্ভর জব মার্কেট কলাপস করবে এবং সেই সাথে প্রচলিত শিক্ষা-ব্যবস্থা।
এছাড়াও বইয়ের নতুন ফরম্যাট লাগবে। নন-ফিকশনের ক্ষেত্রে প্রচলিত বই সামনে অচল হয়ে যাবে।
আমি Book 4.0 নামে একটা নতুন বইয়ের ফরম্যাট দাঁড় করাচ্ছি যেখানে একটা বই লিখেই একজন লেখক/গবেষক পুরো জীবনের জীবিকা অর্জন করতে পারবে। থিংকার ক্লাউড থেকে এই সেবা শুরু হবে। এবছরের ভেতরেই ত্রিভুজ ডট নেট থেকে প্যারেন্টিং টপিকে এর একটা পাইলটিং দেখাতে পারবো আশা করতেছি।