যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা
এটা ছিলো আগের কালার। কেন যেন সেটিংস পেজে এটা আমারে বদার করতেছিলো তাই ধূসর করে দিলাম। এটাই ভালো ছিলো নাকি নতুনটা?
যাহোক, এই পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এখনো ইনভাইটেশন পাননি তাদের কাছে দুঃখ প্রকাশ করা। আসলে এত বেশী বাগ ফিক্স করতে হচ্ছে আর কিছু এসেনশিয়াল মডিউল ডেপ্লয় করার জন্য অপেক্ষা করতে হয়েছিলো (এই যেমন পয়েন্ট মডিউলটা, যেটা মূলত এই প্লাটফর্ম থেকে আর্নিং এর একটা সুবিধা দিবে স্টেবল রিলিজের পর)।
একারণে ধীরে ইনভাইট করছিলাম। কালকে থেকে ফুল স্পিডে ইনভাইটেশন শুরু করবো আবার। আশা করি এই সপ্তাহের ভেতরে বাকী সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারবো।
আমাদের ক্যারিয়ার প্লাটফর্ম CareerSKiLLAI এর আলফা ভার্সন রিলিজ দিলাম। গত ৯ মে ২০২৩ এর পোস্টে যারা প্রি-অর্ডার করেছিলেন সেখান থেকে ২৫১ জন + পরবর্তী পোস্টের কমেন্ট ও ইনবক্স থেকে আরো ৭৪ জনসহ ৩২৫ জনকে আগামীকাল থেকে ইনবক্সে ইনভাইটেশন লিংক+কুপন পাঠানো হবে। ইনভাইটেশন ছাড়া আপাতত এখানে একাউন্ট তৈরি করা যাবে না।
আলফা রিলিজের সাথে আমরা সর্বমোট ৫০০ জন সাবস্ক্রাইবার নেয়ার পরিকল্পনা করেছি, ফলে আরো ১৭৫ জন আবেদন করতে পারবেন। পরবর্তীতে আরো সদস্য নেয়ার পরিকল্পনা রয়েছে। আপাতত আমরা ছোট পরিসরেই শুরু করতে চাচ্ছি।
আমরা এই প্লাটফর্মটার বাৎসরিক সাবস্ক্রিপশন ফি ধরেছি ১২ ডলার, কিন্তু প্রথম ৩২৫ জনকে আমরা প্রথমে ঘোষণা করা ২ ডলার ফি এর ভেতরেই রাখবো। ফলে, তাদের কুপন কোডটি থেকে ১০ ডলার ডিসকাউন্ট পাবেন। নতুন যে ১৭৫ জন আবেদন করতে পারবেন, তাদেরকে ৯ ডলার ডিসকাউন্টের কুপন পাঠানো হবে।
সাবস্ক্রিপশন ক্যান্সেল না করা পর্যন্ত আজীবন এই ২ ও ৩ ডলার বহাল থাকবে। নতুন ১৭৫ জনকে ইনবক্সে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। কমেন্টে করা কোন আবেদন গ্রহণ করা হবে না।
পুনশ্চঃ কালকে বিকাল থেকে ইনভাইটেশন লিংক ও কুপন পাঠানো শুরু করবো। লাস্ট ১ সপ্তাহ ঘুমাইনি ঠিকমত। এখন একটা লম্বা ঘুম দেব। ইনবক্সে ম্যাসেজের জবাব দিতে দেরি হলে রাগ না করার জন্য অনুরোধ রইলো। এবং আগের লিস্টের ক্রম অনুসারে লিংক পাঠাবো। ফলে, যারা পরে আবেদন করেছেন তাদেরকে লিংক+কুপন পাঠাতে দুই/চারদিন দেরি হতে পারে।
Look at how it thrives!
ফাইনালি গট মাই গানজা ব্যাগ এন্ড এয়ারপডস প্রো টুগেদার :P
সবার তো সব বিষয়ে আগ্রহ নাই, তাই বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করার জন্য আমি কয়েকটা গ্রুপ মেনটেইন করে ফেসবুক, ডিসকোর্ড ও টেলিগ্রামে। মূলত লোকজনরে বিরক্ত না করার জন্য নিজের প্রোফাইলে সব শেয়ার করি না। তবে এরকম অনেকে আছেন যারা আমার সকল ধরনের কনটেন্ট ও শেয়ারের বিষয়ে আগ্রহী। তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করলাম।
আমি যেখানে যা-ই শেয়ার করি সেটার লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দেব। আগ্রহীরা সাবস্ক্রাইব করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিংক পেতে এখানে ক্লিক করুন।
প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে OpenAI ফ্রি ক্লাশ অফার করছে। বিস্তারিত Revolution 4.0 গ্রুপে পাবেন।
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমি ঝড় দেখছি দুইবার। একবার সেন্টমার্টিনে আরেকবার টেকনাফে বসে। ভয়ংকর সুন্দর শব্দটার প্রকৃত অর্থ তখন বুঝতে পেরেছিলাম।
আমার সাথে Nokia E90 ছিলো। অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। ছবি আর ভিডিওতে সেই সৌন্দর্য ধরা গেল না। পরে DSLR দিয়েও ব্যর্থ হলাম। ক্যামেরায় এই সৌন্দর্যের সিকিভাগও ধারন করা যায় না। যাদের এধরনের অভিজ্ঞতা আছে তারা নেটে সার্চ করে দেইখেন, বাস্তবে যা দেখেছিলেন তার কাছাকাছি কিছু পান কিনা। আমি পাইনি কখনো (কিছু আর্ট বাদে)। এই পোস্টের সাথে দেয়া ছবিটাও একটা আর্ট, নেট থেকে নামানো।
এই পোস্ট কেন দিলাম?
কারণ কিছু মিডিয়া খামোখাই রিপোর্ট করতেছে যে লোকজন কক্সবাজার গেছে ঝড় দেখতে। আর নেটিজেনরা তাদের বকতেছে। আমার মত দুই/চারজন হয়তো আছে ঐ দলে, কিন্তু সবাই ঝড় দেখতে গিয়েছে আমার সেরকম মনে হয় না। শুক্রবারে লোকজন এমনি কক্সবাজার যায়। এরা সুযোগ পেয়ে যদি ঝড় দেখতে বীচে যায়, তাদের আমি দোষ দিতে পারি না।
তবে এদের ভেতরে যারা আগামীকাল মূল ঝড়টা বীচে দাঁড়িয়ে দেখবে, তাদের ভেতরে কিছু পাগল সুযোগ পেলেই পরবর্তী কোন ঝড় দেখতে কক্সবাজার ছুটবে এতে কোন সন্দেহ নাই। যাদের এই অভিজ্ঞতা নেই, তাদের পক্ষে এই পাগলামি বুঝা সম্ভব না।
সাইড ইনকাম নিয়ে ইনবক্সে এত লোক নক দিবে ভাবিনি। এত লোকের সাথে ইনবক্সে কথা চালিয়ে গেলে আমার আর কাজ করার সময় থাকবে না, তাছাড়া ফেসবুকেরও কিছু রেস্ট্রিকশন আছে। এই যেমন— দুইটা ম্যাসেজ আমি প্রায় সকলকেই কপি-পেস্ট করে পাঠিয়েছি। একই ম্যাসেজ বেশি পাঠালে ফেসবুকের এ.আই সেটাকে স্প্যাম হিসেবে গণ্য করে ব্লক করে অনেক সময়, তাই একটানা পাঠানোও যাচ্ছে না। ফলে, অনেক লোকরে এখনো রিপ্লাই দেয়া হয়নি। প্লাটফর্মটা রিলিজের পর আপনাদের সাথে আবার কথা বলবো। একটু ধৈর্য ধরেন প্লিজ।
আমরা মূলত চাচ্ছি সবাই নিজ নিজ ক্যারিয়ারের অভিজ্ঞতা দিয়ে অন্যদের হেল্প করতে। কিন্তু এরকম অনেক লোক আছেন যারা ঠিক জানেন না কেমন ধরনের কনটেন্ট বা সার্ভিস জেনারেট করতে পারেন (নিজেদের ক্যারিয়ারের বাইরে)। তাদেরকে একটা আইডিয়া দেই—
Productivity Tools নামে একটা সেকশন আছে আমাদের CareerSKiLLAI প্লাটফর্মে যেখানে সকলের জন্য Career ও AI রিলেটেড যত টুল আছে সেগুলোর বিষয়ে আমরা কনটেন্ট তৈরি করবো। এই যেমন টুলগুলো কী কাজে লাগে, কিভাবে কাজে লাগে এবং বিভিন্ন স্কিলের ডেভেলপে এগুলো কিভাবে ব্যবহার করা উচিত, এরকম। মোটামুটি কম্পিউটার লিটারেসি আছে এবং ইংরেজী মোটামুটি বুঝতে পারেন এরকম যেকেউই এধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন। আমরাও গাইডলাইন ও প্রয়োজনীয় রিসোর্সের লিংক দিয়ে আপনাদের হেল্প করবো। আপনাদের কাজ হচ্ছে এই টুলগুলোর উপরে বাংলায় কনটেন্ট তৈরি করা।
আরেকটা বিষয় হচ্ছে এধরনের সার্ভিস ও টুলসের সংখ্যা এখন জ্যামেতিক হারে বাড়তে শুরু করেছে, বিশেষ করে AI এনাবলড টুল। ফলে, কনটেন্ট বানিয়ে আপনি শেষ করতে পারবেন না। কাজ শুরু করে দিতে পারেন। নিজেদেরও কাজে লাগবে এই জ্ঞান।
গতকালকে ঘোষণা দেয়া প্লাটফর্মটায় ২৫২ জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আর্লি একসেসে ২৫০ জনের বেশী সাবস্ক্রাইবার নেয়ার ইচ্ছা নাই। আগামী মাসে বেটা রিলিজের পর আবার নতুন সাবস্ক্রাইবার নেয়া হবে। তাই পোস্টটা আপাতত অনলী মী করা হলো। বেটা রিলিজের পর নতুন সাবস্ক্রাইবাদের জন্য ২০০ টাকার ফি ৫০০ টাকা করা হবে।
প্লাটফর্মটার নাম দিয়েছি Career Skill AI এবং এই নামে ডোমেইনও পেয়েছি। আমরা ক্যারিয়ার, স্কিল, এআই, জবমার্কেটসহ রিলেটেড সব কাভার করবো এখানে। একটা কম্প্লিট ক্যারিয়ার গাইডলাইন প্লাটফর্ম বানাচ্ছি।
আপাতত একটা লোগোও ডিজাইন করেছি (কমেন্টে দেয়া হলো)। আগামী সপ্তাহ থেকে আর্লি একসেসের ২৫২ জনের জন্য ইনবক্সে ইনভাইটেশন পাঠানো শুরু করবো।
এত স্ট্রং ভূমিকম্প!