যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা
থিংকার ক্যারিয়ারের প্লাটফর্ম CSAI beta2 রিলিজ হলো আজকে। প্রথম ১০০০ আর্লিবার্ড সদস্যদের ভেতরে যারা এখনো ইনভাইটেশন পাননি তাদেরকে আগামীকাল থেকে ইনভাইটেশন পাঠানো শুরু হবে। ইনবক্সে নক করতে হবে না, ইনভাইটেশন পেয়ে যাবেন আপনার সিরিয়াল আসলেই। আপনি দেরিতে ইনভাইটেশন পাচ্ছেন মানে আমাদের কাছে আপনার গুরুত্ব কম এরকম না, আসলে প্লাটফর্মটা খুব দ্রুত রিলিজ দিচ্ছি বলে অনেক কিছুই এখনো স্ট্যাবল না। আমরা চাই না পেইড ইউজাররা কোন ধরনের সমস্যা ফেস করুক, ফলে একটু দেরিতে হলেও আপনারা ভালো সেবা পান যাতে, সেটার নিশ্চয়তা দেয়ার চেষ্টা করছি।
এই প্লাটফর্মটা থিংকার কিডস, স্কুল, কলেজ (ভার্সিটিয়ান) এর পরে ২০২৫-এ রিলিজ দেয়ার প্ল্যান ছিলো। কোভিড পরিস্থিতি এবং হঠাৎ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্রেক থ্রু-র কারণে দুই বছর আগেই ডেপ্লয় শুরু করেছি। সেই সাথে অনেক সীমাবদ্ধতার ভেতরে কাজ করতে হয়, বুঝতেই পারছেন! এই সীমাবদ্ধতাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আর প্রি-অর্ডার যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা!
এবছর আরো ৯ হাজার পেইড সাবস্ক্রাইবার নেয়ার পরিকল্পনা রয়েছে যাদের সাবস্ক্রিপশন ফি হবে বছরে ১২ ডলার। আর স্টুডেন্টদের জন্য ফ্রি। তবে, শুধুমাত্র ভার্সিটিয়ানের ভেরিফাইড স্টুডেন্টরা এই ফ্রি একসেস পাবেন। গত কয়েক বছর ধরে যারা ভার্সিটিয়ান ব্যবহার করছেন এবং একাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা আজকে থেকেই CSAI (CareerSKiLLAI .com)-এ একসেস করতে পারবেন।
থিংকার ক্লাউডে মাইগ্রেশন চলার কারণে ভার্সিটিয়ানে নতুন সদস্য নেয়া বন্ধ আপাতত। আগামী মাস থেকে আবার একাউন্ট তৈরি ও ভেরিফিকেশন প্রসেস শুরু হবে ভার্সিটিয়ানে। ভেরিফিকেশন প্রসেসে আপনার স্কুল/কলেজ/ভার্সিটির Varsitian Club ও Town-Center থেকে সাহায্য পাবেন। এবছরের ভেতরেই আমরা ৬৪ জেলায় টাউন-সেন্টার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি নিজে আগামী ১৮ জুলাই থেকে জেলায় জেলায় ট্যুর শুরু করার প্রস্তুতি নিচ্ছি এই নেটওয়ার্ক তৈরি করার জন্য।
বলে রাখা ভালো যে— স্টুডেন্ট ভেরিফিকেশন প্রসেসে আপনাদের কিছুটা খরচ হতে পারে যা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত হবে। এটা এক-কালীন ফি এবং এই টাকাটা মূলত টাউন-সেন্টারের পরিচালক ও ভার্সিটিয়ান ক্লাবের সদস্যরা নিবে, আমাদের (থিংকার ক্লাউডের) একাউন্টে আসবে না। যেহেতু এধরনের প্রসেসে জনবল ও সময় খরচ হবে, তাই এই সামান্য ফি তাদের প্রাপ্য বলে আমরা মনে করি এবং আমরা এই ফি কালেক্ট করার অনুমতি প্রদান করবো। তবে কোন টাউন-সেন্টারের পরিচালক যদি মনে করে তারা ফি নিবে না, সেটা তাদের বিষয়। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং ভার্সিটিয়ান ক্লাব কিংবা টাউন-সেন্টারের কার্যক্রমে জয়েন করে থাকেন, এই ফি-এর একটা অংশ আপনিও পেতে পারেন। ভার্সিটিয়ান ক্লাবের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর এবিষয়ে ভার্সিটিয়ান ও টাউন-সেন্টারে আপডেট পাবেন। আমরা আগামী এক বছরে দুই লাখ স্টুডেন্টদের ভেরিফাই করার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে কাজ করে যাচ্ছি।
ফেসবুক থেকে যারা CSAI এর জন্য প্রি-অর্ডার করেছেন, এই পোস্টটা মূলত তাদের উদ্দেশ্যে দেয়া। সেই সাথে বেটা রিলিজের পোস্টের পর স্টুডেন্টদের ফ্রি একসেস পাওয়ার উপায় যারা জানতে চেয়েছিলেন, তাদের উদ্দেশ্য একটা ক্যাজুয়াল পোস্ট, তাই প্রফেশনাল টোন পরিহার করা হয়েছে এবং ভাষাগত অসতর্কতা থাকতে পারে। যেকোন ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইলো, সেই সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
লেক্স ফ্রিডম্যানের নেয়া মি.বিস্টের ইন্টারভিউ দেখতেছিলাম। মি.বিস্টের একটা একটা স্ট্রেটেজি ভালো লাগছে। সে ইন্ড্রাস্ট্রি থেকে এক্সপেরিয়েন্স লোক না নিয়ে ফ্রেশারদের নিজে ৫/৬ মাস ধরে ট্রেইনিং দিয়ে বানিয়ে নেয়। একসময় আমিও এসিস্ট্যান্ট প্রোগ্রামার বানানোর জন্য এই স্ট্রেটেজি ফলো করছিলাম, কিন্তু বাংলাদেশে এটা কাজ করে না। পোলাপান শিখতেই চায় না, ফ্রি শেখালে আরো ফাঁকিবাজি করে।
আরেকটা ট্রাই দেব ভাবছি।
৬ দিনে একটা হেক্সা কয়েন পেলে প্রতিজন সদস্য বছরে ৬০.৮৩টা কয়েন পায়। এক হাজার ইউজার এক বছরে ৬০৮৩-টা কয়েন পর্যন্ত পেতে পারে। একটা কয়েনের মূল্য ১০০ টাকা হলে বছরে আমরা ৬০,৮৩,৩৩৩ টাকা গিভএওয়ে করতেছি।
আমার ফকির হতে কত বছর লাগবে হিসাব করতেছিলাম :/
আমাদের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সরে দিয়ে প্রতিবার রিজিউমি জেনারেট করাতে ১০০ পয়েন্ট খরচ হবে, সেক্ষেত্রে একজন বছরে সর্বোচ্চ ৬০বার তার রিজিউমি রিবিল্ড করতে পারবে। এক হাজার লোকের ৬০ হাজার রিকোয়েস্ট! বেচারা vAI!
প্যারেন্টিং বইটা লেখা শেষ, এখন গুছাচ্ছি। প্রায় এক হাজার পৃষ্ঠার মত কনটেন্ট যাবে বইটায়, সাথে আরো প্রায় ১৫ হাজার পৃষ্ঠার মত কনটেন্ট আছে। এই বইটা লিখতে গত দশ বছরে আমি প্যারেন্টিং + সাইকোলজি ও ফুড সায়েন্স নিয়ে ৯৭-টা বই পড়েছি এবং উইশলিস্টে আরো ২০০+ বই আছে (যেগুলো পড়বো সামনে)। সাথে ওয়েব থেকে হাজার পাঁচেক আর্টিকেল পড়েছি ও ২০০+ ভিডিও দেখেছি যাতে প্রায় ৩০০ ঘন্টার মত কনটেন্ট ছিলো।
আমি যে নতুন বইয়ের ফরম্যাট দাঁড় করিয়েছি (যেটার নাম দিয়েছি Book 4.0) ওখানে এই সমস্ত কনটেন্টগুলো ধীরে ধীরে যুক্ত হতে থাকবে। মানে বিষয়টা এরকম যে- আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্যারেন্টিং এর উপরে কনটেন্ট ওখানে যোগ করতে থাকবো। Book 4.0 ব্যাপারটাই এরকম। আপনারা এরকম কোন টপিকের উপরে Book 4.0 নিয়ে কাজ করতে চাইলে জানাতে পারেন।
প্যারেন্টিং এর উপরে এই বইটা অক্টোবরের পরে রিলিজ দেয়ার প্ল্যান। ক্যারিয়ার প্লাটফর্মটা ফুল রিলিজ দিয়ে যখন Thinkr Kids রিলিজ শুরু করবো, তখন পেপারব্যাক বইটা পাবলিশ করে অনলাইনে Book 4.0 ডেপ্লয় শুরু হবে।
ছবিতে যে ছয়টা কাভার ফটো দেখছেন, এই ৬টা বিষয়ের উপরে ৬টা Book 4.0 লিখছি। কিংবা লিখছি না বলে বানাচ্ছি বলা ভালো। Book 4.0 মোর দ্যান অ্যা ট্রেডিশনাল বুক!
অনলাইনে নানা ধরনের সাইড-ইনকামের অপশন আছে। টেকিদের জন্য বেশী, নন-টেকিদের জন্যও প্রচুর আছে। এগুলো অনেকেই হয়তো জানতো কিন্তু শেয়ার করতো না। আমি প্রথম শুরু করি এগুলো নিয়ে লেখালেখি।
অনলাইনের এই সাইড-ইনকাম নিয়ে প্রথম লেখালেখি শুরু করেছিলাম ২০০৪/০৫ এর দিকে। সামুতেও গুগল এডসেন্স নিয়ে একটা সিরিজ লিখেছিলাম; যে কনটেন্ট পরে অন্যরা কপি করে সিডি/ভিডিও বানিয়ে বিক্রি করেছিলো। এরপর দেখা গেল অনলাইনের সাইড ইনকাম নিয়ে লেখালেখির একটা জোয়ার বয়ে গেল।
এদেশে কোনকিছু জনপ্রিয় হয়ে উঠলে লোকজন সেটারে পঁচিয়ে ছেড়ে দেয়। অনলাইন ইনকাম নিয়েও তা শুরু হলো এবং প্রচুর স্ক্যাম হতে লাগলো। পরিস্থিতি এমন দাঁড়ালো যে অনলাইনে সাইড ইনকাম নিয়ে লেখাটাই রিস্কি হয়ে গেল, তাই এই বিষয়টা লেখালেখি বন্ধ রেখেছিলাম। CSAI প্লাটফর্মে এগুলো নিয়ে আবার লেখালেখি শুরু করবো, পেইড সাবস্ক্রাইবারদের জন্য।
অন্যদের প্লাটফর্ম থেকে আর্ণ করার অপশন দেখানোর পাশাপাশি টাউন-সেন্টার থেকে বাংলাদেশী একটা আর্নিং প্লাটফর্ম দাঁড় করানোর প্ল্যান আছে। কোন ধরনের টাকা-পয়সা ইনভেস্ট ছাড়াই লোকজন ইনকাম করতে পারবে এরকম একটা প্লাটফর্ম বানিয়ে রেখে দিয়েছি করোনার সময়। সব নিয়ে একবারে মাঠে নামার প্ল্যান এবছরের শেষের দিকে।
পুনশ্চঃ CSAI প্লাটফর্মের প্রথম ১০০০ সাবস্ক্রাইবারের কোটা শেষ। এবছর আমরা আরো ৯০০০ সাস্ক্রাইবার নেব। পাবলিক বেটা রিলিজের পর সেটার ঘোষণা দেয়া হবে।
বৃষ্টির শব্দের ভিডিওগুলোর মত আরো কিছু ভিডিও শেয়ার করি।
এই ভিডিও+অ্যাম্বিয়ান সাউন্ডগুলো মূলত মনোযোগ দিয়ে পড়া বা কাজের পরিবেশ তৈরি করতে পারে। পরিবেশ একটা বিরাট ভূমিকা রাখে আমাদের উপরে। মনোযোগ দিয়ে পড়ার একটা পরিবেশ তৈরি করতে পারে এরকম অসংখ্য ভিডিও আছে ইউটিউবে।
আপনার উপরে কতটুকু কাজ করবে জানি না কিন্তু গত ৮/১০ বছরে আমার কাজে আসছে এরকম কিছু ভিডিওর লিংক দিলাম কমেন্টে।
1. Library Sounds For Studying
2. 6 HOUR STUDY WITH ME on A RAINY DAY
3. 4 HOUR STUDY WITH ME
4. Study with Merve | YT Channel
বাগের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে ডিসেম্বরে আপকামিং জব প্লাটফর্মের UI নিয়া বসছি। একজন প্রফেশনাল সর্বোচ্চ ৩টা রিজিউমি বিল্ড করতে পারবে। এই রিজিউমিগুলো আবার কোনটা কোথায় সাবমিট করেছে তা ট্রাক করতে পারবে।
ব্যাকেন্ড নিয়া আমি হ্যাপি কিন্তু ফ্রন্টএন্ড বা UI নিয়া সহজে হ্যাপি হইতে পারি না। এজন্য UI ডেভেলপার না হওয়ার পরেও UI এর কাজ করি (বা করার চেষ্টা করি)।
এখানে তিনটা রিজিউমি দেখা যাচ্ছে তিনটা ব্লকে। আইকনগুলির জন্য একটু হিজিবিজি লাগতেছিলো। তিন রকমের শেড দিলাম, কোনটা ভালো লাগে?
১) আবছা ধূসর
২) গাঢ় ধূসর
৩) কালারফুল
বিফ আমার প্রিয় জিনিষ; বিশেষ করে যখন আমার খালা, মা বা বোন রান্না করে। এটা আম্মুর রান্না। এই রান্নাটা শিখতে হবে!
থিংকার ক্যারিয়ারের ক্লোজ বেটা রিলিজ দিলাম আজকে। পাবলিক বেটা এভেইলেবল হবে ১৫ জুলাই থেকে। স্টুডেন্টদের জন্য একসেস ফ্রি এবং প্রফেশনালদের জন্য বছরে ১২ ডলার। প্রথম এক হাজার জনের পর থেকে এই ১২ ডলার রেট প্রযোজ্য হবে।
এখন পর্যন্ত ৮৪৩ জন প্রি-অর্ডার করেছেন, আরো ১৫৭ টা স্লট খালি আছে। প্রথম এক হাজার স্লট শেষ হওয়ার আগে পর্যন্ত আগ্রহীরা ইনবক্সে স্লট বুকিং দিতে পারবেন (বছরে ৩ ডলার প্যাকেজ)।
স্টুডেন্টরা ১৫ তারিখ থেকে ভার্সিটিয়ান অথেনটিকেশন দিয়ে লগইন করতে পারবেন আর বাকীদের আগামী ১৬ জুলাই থেকে ইনভাইটেশন পাঠানো শুরু হবে। আগে যারা বুকিং দিয়ে এখনো ইনভাইটেশন পাননি, তারাও ১৬ জুলাইয়ের পরে পাবেন।