দিনলিপি

যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা

MTFE নিয়ে যতজন আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছে, সবাইকেই বলেছি— “Stay away!”
কয়েকজন জানতে চেয়েছিলো পাবলিক পোস্ট দিয়ে লোকজনকে সতর্ক করছি না কেন। আমার উত্তর ছিলো— এধরনের স্ক্যামে যারা পা দেয়, এরা এসে তর্ক জুড়ে দিলে সেই আলাপে এনগেজ হওয়ার মত সময় আমার নেই। তাছাড়া, এধরনের স্ক্যামের ভিকটিম যারা হয়, তারা বেশ আক্রমনাত্বক হয়। মানে ভিকটিম না হওয়া পর্যন্ত আরকি!

বিতর্ক এড়াতে এসব নিয়ে প্রাইভেট গ্রুপে আলাপ করা বেটার পলিসি।



Under the vast expanse of a blue sky and the dance of a strong wind, the middle of the river becomes a sanctuary of serenity, where nature's symphony and your soul's journey harmonize.

নয়টা-চারটা ঘুমানোর জন্য বেস্ট।

ভোর রাতে ঘুম থেকে উঠার পর পৃথিবীরে অন্যরকম লাগে। চিন্তা করার জন্য আদর্শ সময় এটা। ওয়ার্ক প্ল্যানিং এর জন্যও ভালো।

মনে করেন ১৯৫৩ সালের একটা ক্যালেন্ডার দরকার, প্রিন্টও করতে হবে। কোথায় পাবেন? যেকোন বছরের ক্যালেন্ডার জেনারেট ও পিডিএফ হিসাবে ডাউলোডের একটা ফ্রি সার্ভিস তৈরি করলাম



Having some delicious Chinese food with Chinese friends.

আর কিছুদিন পর যখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে রেজিঃ সম্পন্ন হবে তারপর দেখবেন জীবন কতটা কঠিন হয়ে যাচ্ছে। খরচ বাড়ছে, জনগনের ক্রয় ক্ষমতা বাড়ছে না।

কিভাবে জীবন কঠিন হবে সেটা নিয়ে হাজার পৃষ্ঠার বই লেখা সম্ভব। শুধু শিক্ষার্থীদের পাঠ্য-বই নিয়ে বলি। আপনারা নীলক্ষেত থেকে যে বইটা এখন ১২০-৩০০ টাকা দিয়ে কিনছেন এই বইগুলো তখন ১৫০০-৫০০০ টাকা দিয়ে কিনতে হবে, কারণ জেনুইন কপি কিনতে হবে। তো, আমাদের দরিদ্র জনগন কিভাবে এসব বই কিনবে? পড়াশোনা, জ্ঞান অর্জন তো করতে হবে!

এর একটা সমাধান নিয়ে আমরা কাজ করছি। সেই কাজে আপনিও অংশ নিতে পারবেন আর কিছুদিন পর। কিন্তু তার জন্য দু'টো প্রস্তুতি লাগবে—
১) বাংলা ও ইংরেজী ভাষার উপরে দখল যতটা সম্ভব বাড়ানো,
২) যেকোন একটা বিষয়ের উপরে যতটা সম্ভব বিশেষজ্ঞ হওয়া।

এই প্রস্তুতি নিতে থাকেন। সামনে ক্যারিয়ার, পড়াশোনা ও জ্ঞান অর্জন, সবই বদলে যাবে। এর জন্য প্রস্তুতি নিতে হবে। সময় কম আমাদের হাতে।

টাউন-সেন্টারে যেকেউ প্রোফাইল বানাতে পারবে এবং আমরা ক্যাটাগরি, দেশ, এলাকা হিসাবে সেগুলো লিস্ট করার অপশন দেব। প্রফেশনালরা নিজেদের ব্রান্ডিং করতে পারবে যা তাদেরকে ক্লায়েন্ট ও বিজনেস পার্টনার পেতে সাহায্য করবে। এখানে প্রোফাইলগুলো টিপিক্যাল সোশ্যাল মিডিয়ার মত হবে না।
নেটওয়ার্কিং এর জন্য একটা মাস্ট হ্যাভ টুল হিসেবে দাঁড় করাচ্ছি এটাকে। আগামী অক্টোবরে বেটা রিলিজের পর বিস্তারিত জানাবো।

আর কিছুদিনের ভেতরে টাউন-সেন্টার থেকে বাংলাদেশের সকল নিউজ শিরোনাম ও সামারি চেক করতে পারবেন। বাংলা ও ইংরেজী, দু'টো ভাষাতেই আমরা দেশের সকল নিউজ কাভার করতে যাচ্ছি। মূলত বিভিন্ন পত্রিকা থেকে লিংক শেয়ার করা হবে, সাথে আমাদের জেলা প্রতিনিধিরা আপডেট দিবে। এখানে দেশের সকল গুরুত্বপূর্ন খবর এবং জেলা অনুযায়ী খবর দেখা যাবে।

অক্টোবর থেকে দেশের সকল জাতীয় দৈনিক এবং নভেম্বর/ডিসেম্বর থেকে বিভিন্ন জেলার নিউজ আপডেট শুরু হবে।

আগামী বছরের ভেতরে আরো কয়েকটা দেশের নিউজ এভাবে এক জায়গাতে পাওয়া যাবে। ২০২৬ এর ভেতরে অন্তত ৫০ টা দেশের নিউজ এবং ২০৩০ এর ভেতরে ২৪৭ টা দেশের ১০ হাজার টাউন-সেন্টার থেকে পুরো পৃথিবীর নিউজ আমরা কাভার করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি।



ফেসবুকে পোস্ট করার একটু পরেই যেসব লেখা অনলী মী করে ফেলি, সেগুলোর একটা কপি ত্রিভুজ ডট নেটে থাকে।

দু'টো কারণে ফেসবুকে পোস্ট দেয়ার কিছুক্ষণ পর অনলী মী করি— বিস্তারিত এখানে

ইনবক্সে একজন জানালেন— প্রতি জেলা হতে ১০০ জন করে ৬৪০০ জন মেধাবী স্টুডেন্টের ভেরিফিকেশন ফি উনি ডোনেট করতে চান।

এদেশ নিয়ে আমি এজন্যই এত আশাবাদী!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি