দিনলিপি

যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা

How beautiful this clock is...

As you start to walk on the way, the way appears.
— Rumi

টেন মিনিট স্কুল ও আয়মান সাদিক নিয়া সমস্যাটা আসলে কোথায়? মানে, হেটারদের পয়েন্টগুলো বুঝার চেষ্টা করছি।



Computer, Gadgets, Home Appliance, Books, Fashion, Furniture, Grocery, and Organic Food- এই ৮টা ক্যাটাগরি থাকবে টাউন-সেন্টার শপে। প্রথম দিকে আমরা সরাসরি প্রোডাক্ট বিক্রির অপশন দেব না, শুধুমাত্র শপ ও পন্য মার্কেটিং এর অপশন থাকবে। ব্যবহারকারীদের জন্য এটা প্রোডাক্ট ডাইরেক্টিরি হিসেবে কাজ করবে আপাতত। মানে আপনি একটা পন্য খুঁজতেছেন, সেটার ডিটেইল এবং কোথায় কেমন দামে পাবেন তা জানতে পারবেন টাউন শপ থেকে।

শপ ও ই-কমার্স মালিকদের আমরা এতে ফ্রি ইন্টিগ্রেটের সুযোগ দেব। টাউন-সেন্টারের কর্মীরা আপনাদের ফ্রি সফটওয়্যার ও ট্রেইনিং প্রদান করবে।

ফেসবুক পেজ থেকে যারা ব্যবসা করছেন, তারা এখানে যুক্ত হতে হলে নিজেদের একটা ই-কমার্স সাইট থাকতে হবে। যাদের ই-কমার্স সাইট নেই; তাদেরকে কম খরচে ই-কমার্স সাইট করে দেয়ার জন্য আমরা একটা টীম তৈরি করছি। আগামী মাসের ১২ তারিখ থেকে এই টীম কাজ শুরু করবে। স্লট বুকিং দিয়ে রাখতে পারেন ইনবক্সে।
টাউন শপের ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি হচ্ছে এখন, ওখানে সকল আপডেট পাবেন।

টাউন-সেন্টার থেকে দেশব্যাপী ৫১২টা লোকালাইজড ই-কমার্স প্লাটফর্ম চালু করার প্রস্তুতি নিচ্ছি আমরা। ৮ ধরনের মার্কেটে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানরে ফ্রি অনলাইন বিজনেসের ট্রেইনিং ও সফটওয়্যার দেয়ার পরিকল্পনা আছে।

Pray for us!

অক্টোবরে টাউন-সেন্টার ট্যুরে বের হচ্ছি কনফার্ম। একটানা ৬৪ জেলা কাভার করবো। যাওয়ার আগে আমার উইন্ডোজ সেটাপটা বিক্রি করে দেব (যেহেতু এগুলো আর ব্যবহার করা হবে না)।
কনফিগারেশন:
MB: Z390 AORUS Pro WiFi
CPU: Core i5-8400 @ 2.80GHz
GPU: Gigabyte GTX 1660 Super (3 Fan) (Purchased 2 years ago)
RAM: AORUS 16GB (3200hz)
SSD1: 512GB NVMe M.2 (installed one year ago)
SSD2: 256GB NVMe M.2
HDD: 3TB (7200 RPM, Barracuda)
PSU: Antec 550W (Semi Modular)
Case: Antec DF500 (কমেন্টে ছবি দেয়া হলো)
Monitor1: AD27QD 27" (10bit HDR) Professional Monitor
Monitor2: AOC C27G1 27" Curved Frameless Gaming Monitor
কন্ডিশন বেশ ভালো, কয়েকটা কারণে:
১) আমি মূলত ম্যাক ইউজার, উইন্ডোজ কম ব্যবহার করা হয়েছে।
২) রুমে সবসময় এসি+এয়ার পিউরিফায়ার চালু থাকায় হিট ও ডাস্ট এক্সপোজ হয়নি বললেই চলে (এই দু'টোই কম্পিউটারের লাইফ সবচাইতে কমিয়ে দেয়)।
৩) আমি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি না। পিসির সাথে জেনুইন উইন্ডোজ ১১ ও জেনুইন অফিস ২০২১ আছে।

আগ্রহীরা ইনবক্সে বিড করতে পারেন। ১০ অক্টোবরের পরে পাবেন সিস্টেম। এর আগে একদিন এসে যতক্ষন ইচ্ছে টেস্ট করে দেখতে পারেন।

আমার শেখা প্রথম ইংলিশ ছিলো I love you. সেই স্কুলে ভর্তির আগের কথা! গনহারে সবাইরে I love you বইলা বেড়াইছি কিছুদিন।

আমার এক হেটার ইনবক্সে আমারে নক দিয়ে উনি আমার চাইতে কত বড় এবং কত কী করে ফেলতেছে বলতেছিলো। আমি উনারে চিনিও না, কোন ফাঁক দিয়ে আমার কোন কথা বা কাজে যে এত অফেন্স খাইছে, কে জানে! উনারে বললাম—

শুনেন, আমারে দেখাইয়া দেয়ার জন্য কিছু কইরেন না। আজকে যদি আমি মারা যাই, আপনার সমস্ত মটিভেশন ভ্যানিশ হয়ে যাবে। নিজেরে স্যাটিসফাই করার চেষ্টা করেন।

হোস্টিং বিল না দিলে হোস্টিং বন্ধ করে দেয়া আইটি ইন্ড্রাস্ট্রিতে কমন প্রাকটিস। আমরা কখনো সিরিয়াসলি হোস্টিং বিজনেস করিনি তবে ক্লায়েন্টদের হোস্টিং এর জন্য সার্ভার পুষতে হয়। হোস্টিং বিল না দিলেও সাইট বন্ধ করি নাই কখনো। হোস্টিং বিল বাবদ এখনো প্রায় পাঁচ হাজার ডলার পাওনা জমে আছে পাবলিকের কাছে। স্যাডলি এরা সকলেই বাঙালি ক্লায়েন্ট।
সর্বশেষ অভিজ্ঞতা হয়েছে কয়েক মাস আগে। আমেরিকান এক বাঙালি ব্যবসায়ী, ভার্জিনিয়াতে গ্রোসারী শপের ব্যবসা করেন। ই-কমার্স ডেভেলপ করে দিয়েছিলাম। ১৭৫ ডলারের হোস্টিং বিল বাকী, ম্যাসেজ দিলে সীনও দেয় না। হোস্টিং ব্লক করে দিয়ে সহজেই এই টাকা আদায় করা যায়। করি না।

কনটেক্সটঃ হোস্টিং বিল পরিশোধ না করায় নাকি এক নিউজ পোর্টালের সাইট বন্ধ করে দিয়েছে ভারতীয় কোম্পানী। এই প্রেক্ষাপটে একটু দুঃখের আলাপ করলাম আরকি।

বিকালে বাসার আশেপাশে কোথাও পাস্তা বানাচ্ছিলো সম্ভবত, ভাবলাম সন্ধ্যার দিকে বের হয়ে পাস্তা খেয়ে আসবো। আর বের হওয়া হলো না, ভাবলাম টেকোস থেকে ফুড-পান্ডায় অর্ডার দেই। পাস্তা খেতে ইচ্ছা করলেই টেকোসে অর্ডার দেই সবসময়, আজকে শপটাই খুঁজে পেলাম না! টেকোস (উত্তরা সেক্টর ১১'র ব্রিজের পাশে) কি বন্ধ হয়ে গেছে?
উত্তরায় ম্যাক্সিকান স্টাইলে ভালো পাস্তা আর কারা বানায় খুঁজতে খুঁজতে একটা বিষয় ভাবতেছিলাম। এই যে কিছু খেতে ইচ্ছা হলেই আমরা রেস্টুরেন্ট কিংবা বাসায় বসে অর্ডার দিয়ে খেয়ে ফেলি, এই সুবিধা না থাকলে কী করতাম? প্রাচীন কালে যারা শিকার করে বা ফসল ফলিয়ে খাবার যোগাড় করতো, তাদের বিষয়টা নিয়ে ভাবি মাঝে মাঝে। এসব ভাবনা জীবনের আনন্দ বাড়িয়ে তোলে...
পিক ফর ডিস্টার্বিং য়্যু... :P

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি