দিনলিপি

যাপিত জীবন নিয়ে বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা

টাউন-সেন্টারে এসোসিয়েট হিসেবে কাজ করতেছে প্রায় ২০০জনের মত। এরা কেউ বেতনভুক্ত নয় এবং টাউন-সেন্টার থেকে আয় করতে আরো বছরখানেক লাগবে। তাই নানা ধরনের সাইড-ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি। কয়েকদিন আগে বললাম— ৯৯৯ টাকা করে ওয়ার্ডপ্রেস হোস্টিং বিক্রি শুরু করেন, ৫০০ আপনাদের ৪৯৯ টাউন-সেন্টারের। এই পাগলের দল এক সপ্তাহে শ'খানেক হোস্টিং বিক্রি করে ফেলছে, আরো ডজনখানেক সাইট প্রসেসিং এ আছে।

টাউন-সেন্টারে প্রোফাইল ভেরিফিকেশনর জন্য ৫০০ টাকার একটা ফি আছে। এই ফি এর ৩০০ টাকা এসোসিয়েটরা পাবে, ২০০ পাবে সংশ্লিষ্ট জেলার টাউন-সেন্টার। ভেরিফিকেশন শুরু করলে এই পাগলের দল তো মনে হয় মাসখানেকের ভেতরে কয়েক লাখ লোক ভেরিফাই করে ফেলবে।

এখন এসোসিয়েটের সংখ্যা দুই'শয়ের নিচে। ২০২৪ এর ভেতরে ১২৮০ জন এসোসিয়েট বানাবো দেশজুড়ে। সামনে আছে শুভদিন!

অনেকদিন পর প্রায় ৩০ মিনিট ধরে ফেসবুক হোম স্ক্রল করলাম। এত বোরিং হয়ে গেছে জিনিষটা…

জেনারেশন জি বা Gen Z নিয়া অধিকাংশ লোকের ভুল ধারণার পেছনের কারণগুলো নিয়ে ভাবতেছিলাম। এই বিষয়টা নিয়ে একটা সিরিজ পোস্ট দেব কিনা ভাবছি। কিন্তু এগুলো পাবলিকলি লিখলে অনেক লোক অফেন্ডেড হতে পারে। বিশেষ করে যারা প্রাচীনপন্থী ও ৬০-এর দশকে আটকে আছে এখনো তাদের পছন্দ হবে না। তাই পাবলিক পোস্ট না করে পেইড আর্টিকেল হিসেবে ত্রিভুজ ডট নেটে পাবলিশ করবো ভাবছি।

ভবিষ্যতে রাজনীতিতে ভালো করার জন্য জেন-জি ও জেনারেশন আলফাদের বুঝা গুরুত্বপূর্ন।

ফেসবুকে কোন বিষয়ে হেল্প চেয়ে আমি কখনো নিরাশ হইনি। কৃতজ্ঞতা! কিন্তু, সবাই সম্ভবত এতটা ভাগ্যবান না। এরকম কোন ব্যবস্থা দাঁড় করালে কেমন হয়— যেখানে সকলেই হেল্প চেয়ে হেল্প পাবে?
মনে করেন আপনার একটা তথ্য দরকার। অনেক ঘাঁটাঘাটি করলে হয়তো তথ্যটা পেয়ে যাবেন; কিন্তু আপনার সেই সময় নেই। তাই আপনি সামান্য টাকা/ক্রেডিট অফার করলেন তথ্যের জন্য। এই যেমন ৫ বা ১০ টাকা। যিনি তথ্য দিতে পারবেন তিনি টাকাটা পাবেন। এতে দুইজনেরই লাভ।

কেউ যদি প্রতিদিন ১০০ লোকরে ১০০ তথ্য দিয়ে হেল্প করে ৫০০ টাকা ইনকাম করতে পারে, সেটা তো ভালো। ফলে, হেল্প করার লোকের অভাব হবে না। তথ্য জানার জন্য ৫/১০ টাকা খরচ করতে চাইবে কতজন, সেটাই দেখার বিষয়।

টাউন-সেন্টারের প্রশ্নোত্তর মডিউলে এই পেইড প্রশ্নোত্তরের অপশন যোগ করতেছি।

আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী মেয়ারশেইমারের 'ট্রাজেডি অব গ্রেট পাওয়ার পলিটিক্স' পড়ে ভালো লাগছিলো অনেক। লেক্স ফ্রিডম্যান উনাকে নিয়ে পডকাস্ট করবে ভাবিনি... লেক্সের সাহস আছে!

সাড়ে তিন ঘন্টার পডকাস্ট। এক সেকেন্ডের জন্যও মনোযোগ হারাইনি। দেখতে পারেন। এত সময় বের করতে না পারলে শুধু ফিলিস্তিন অংশটুকু আর শেষের ৩০ মিনিট দেখেন।

মেয়ারশেইমারের বাকী বইগুলোও উইশলিস্টে যোগ করলাম। সাথে আরো কয়েকটা বই (পডকাস্টে যেগুলোর রেফারেন্স দিয়েছে)। থ্যাংকস লেক্স!

অ্যাপল এতই হারামি একটা কোম্পানী যে নিজেদের প্রথম জেনারেশন এয়ারপডস প্রো এর কেসেও সেকেন্ড জেনারেশন পড চার্জ করতে দেয় না।

ফেসবুকের মত পাবলিক ওয়াল যুক্ত করার কোন প্ল্যান ছিলো না টাউন-সেন্টারে। ফেসবুক থেকে বিনা নোটিশে একাউন্ট হারানোর সম্ভবনা থাকায় বিকল্প প্লাটফর্ম তৈরি জরুরী মনে হলো। আপাতত শুধুমাত্র ভেরিফাইড প্রোফাইলগুলো থেকে পোস্ট করা যাবে।

গত দশদিন ধরে এটা নিয়ে কাজ করেছি রাত-দিন। এই ফিচার যুক্ত করতে গিয়ে গুরুত্বপূর্ন বেশ কিছু মডিউলের ফিনিশিং দেয়া যায়নি। ফলে আগামীকালের রিলিজে বেশ কিছু গুরুত্বপূর্ন ফিচার মিসিং থাকবে। আগামী কয়েক সপ্তাহ ধরে টানা ফিচার রিলিজের ধারাবাহিকতায় সব চলে আসবে। ডিসেম্বরের শেষ নাগাদ টাউন-সেন্টারের পূর্ণাঙ্গ রূপ দেখতে পাবেন।

আগামীকাল পাবলিক বেটা রিলিজে নাগরিক ডিরেক্টরি, প্রফেশনাল প্রোফাইল, তথ্য-সেবা ও নিউজ আসছে। সাথে ওয়ালের আলফা রিলিজ। একাউন্ট তৈরি পাবলিক করা হচ্ছে, তবে ইনভাইটেশন অনলী। ইনভাইটেশন পেয়ে জয়েন করার পর আপনার পরিচিতদের জন্য ইনভাইটেশন তৈরি করতে পারবেন।
আমার পরিচিত যারা ইনভাইটেশন পেতে চান— ইনবক্সে ইমেইল এড্রেস দিয়ে রাখেন। আপাতত ফেসবুক থেকে দূরে আছি, তাই রেসপন্স পেতে দেরী হলে রাগ করবেন না। সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

জন্মদিনের উপহার হিসেবে ফেসবুক আমাকে ব্লক করেছিলো আজকে।

গত ১৬ বছরে ফেসবুকে ৭২২৪-টা পোস্ট করেছি। কখনো সাধারন একটা রেস্ট্রিকশনও খাইনি। গত কয়েক মাস ধরে বলতে গেলে কিছুই লিখি না কিন্তু বিনা ওয়ার্নিং-এ একদম একাউন্ট সাসপেন্ড করে দিলো! আপিল করার পর আনব্লক করেছে।

এরকম ব্লক করার পর নাকি একাউন্টের রিচ কমিয়ে দেয়। প্রতি মাসে আমার রিচ ৭ থেকে ১১ লাখের ভেতরে উঠানামা করে। রিচ আসলেই কমিয়েছে কিনা সেটা বুঝতে পারবো ২৮ দিন পর। কিংবা যারা এই পোস্টটা দেখতে পাবেন তারা যদি কাইন্ডলি রিয়েক্ট দিয়ে জানান তাহলে দুই/তিন দিনের ভেতরেই জানা যাবে। অনুরোধ রইলো। অগ্রীম ধন্যবাদ!

এবং যারা আগের পোস্টে আর ইনবক্সে উইশ করেছেন, তাদেরকে আবারো ধন্যবাদ।

কোন কারণ ছাড়াই হঠাৎ ফেসবুক আমার একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। আপিল করেছি, দেখা যাক একাউন্ট ফিরে পাই কিনা। না পেলে শুধুমাত্র trivuz.net ও টুইটারে পাবেন আমাকে। সেইসাথে টেলিগ্রামে আপডেট দেব।

আপডেটঃ আবেদন করার ১০/১৫ মিনিট পর ফেসবুক আনব্লক করেছে।





Happy New Year to Me!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি