ক্যারিয়ার

ক্যারিয়ার বিষয়ক সকল আলাপ

কাজের ক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে দেয় কিভাবে কাজ করতে হবে কোন স্ট্যান্ডার্ড মেইনটেন করতে হবে সেটা আপনার জন্য ভালো কারণ, তাতে কাজের মানের জন্য আপনাকে জবাবদিহী করতে হবে না মান ঠিক করার জন্য মাথাও খাটাতে হবে না। কিন্তু নিজের আইডিয়্যা এই স্টাইলে ইমপ্লিমেন্ট না করাই ভালো, তাতে আপনার আইডিয়্যাটা বা মটিভেশন হারানোর সম্ভবনা থাকে। নিজের আইডিয়্যা নিয়ে কাজ করতে হয় নিজের মত করে, অন্যের দেখানো পথে আর যাই হোক ক্রিয়েটিভিটি দেখানো সম্ভব না।

ক্রিয়েটিভ জীবন আর ব্যবসায়িক/কাজের জীবন দু'টো আলাদা করে ফেলাই ভালো মনে হইতেসে, তাতে অন্যের মনের মত করে কাজ করা যাবে।

বৎসরা, তোমরা যারা এখনো পড়ালেখা শেষ করো নাই তারা বিশ্ব ভালোবাসা দিবসে কোন নারীর প্রেমে পড়ার চাইতে ক্যারিয়ারের প্রেমে পড়ো, নারীকূলকে তাহলে আর প্রেমে ফেলার জন্য পটাইতে হইবে না।

যারা নতুন নতুন ওয়েবসাইট/এপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করেছো এই দিবসে তোমরা সকলে jQuery শিখতে শুরু করো, বিশ্বাস করো- এর প্রেমে তোমরা এতই হাবুডুবু খেতে থাকবে যে মনিটর থেকে চোখ ফেরাতে কষ্ট হইবেক।

তোমরা যারা ভাবছো প্রোগ্রামিং শিখবে তারা আজকে থেকেই শুরু করে দাও, এই বস্তু একবার মাথায় ঢুকে গেলে দুনিয়ার কোন শক্তি নাই তোমাকে কম্পিউটারের সামনে থেকে টেনে তোলে।

তোমরা যারা এখনো অনেক ছোট, গনিতকে ভয় ভয় লাগে তারা জেনারেল ম্যাথের বইটাকে গল্পের বই মনে করে একটু মনেযোগ দিয়ে পড়ে ফেলো, এটা এতই মজার যে একবার মাথায় ঢুকে গেলে দুনিয়ার সবকিছুর মাঝেই তুমি গনিত খুঁজে পাবে।

কি ব্যপার, উপদেশ দেয়া শুরু করলাম ক্যান, বৃদ্ধ হইয়া গ্যালাম নাকি!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি