ক্যারিয়ার

ক্যারিয়ার বিষয়ক সকল আলাপ

AI এর দিনে বেকার সমস্যা মেটানোর জন্য সপ্তাহে ৩ দিন জবের দিকেই যেতে হবে আসলে। বিলগেটস সেটা খুব ভালো করেই জানে। কয়দিন পর দেখবেন সপ্তাহে ৩ দিন জব করা সব জায়গা থেকে প্রমোট করা হচ্ছে। অবশ্য, আমার মনে হয় সপ্তাহে ৩ দিন জব ভালো হবে।

আর কিছুদিন পর যখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে রেজিঃ সম্পন্ন হবে তারপর দেখবেন জীবন কতটা কঠিন হয়ে যাচ্ছে। খরচ বাড়ছে, জনগনের ক্রয় ক্ষমতা বাড়ছে না।

কিভাবে জীবন কঠিন হবে সেটা নিয়ে হাজার পৃষ্ঠার বই লেখা সম্ভব। শুধু শিক্ষার্থীদের পাঠ্য-বই নিয়ে বলি। আপনারা নীলক্ষেত থেকে যে বইটা এখন ১২০-৩০০ টাকা দিয়ে কিনছেন এই বইগুলো তখন ১৫০০-৫০০০ টাকা দিয়ে কিনতে হবে, কারণ জেনুইন কপি কিনতে হবে। তো, আমাদের দরিদ্র জনগন কিভাবে এসব বই কিনবে? পড়াশোনা, জ্ঞান অর্জন তো করতে হবে!

এর একটা সমাধান নিয়ে আমরা কাজ করছি। সেই কাজে আপনিও অংশ নিতে পারবেন আর কিছুদিন পর। কিন্তু তার জন্য দু'টো প্রস্তুতি লাগবে—
১) বাংলা ও ইংরেজী ভাষার উপরে দখল যতটা সম্ভব বাড়ানো,
২) যেকোন একটা বিষয়ের উপরে যতটা সম্ভব বিশেষজ্ঞ হওয়া।

এই প্রস্তুতি নিতে থাকেন। সামনে ক্যারিয়ার, পড়াশোনা ও জ্ঞান অর্জন, সবই বদলে যাবে। এর জন্য প্রস্তুতি নিতে হবে। সময় কম আমাদের হাতে।

ইনবক্সে একজন জানালেন— প্রতি জেলা হতে ১০০ জন করে ৬৪০০ জন মেধাবী স্টুডেন্টের ভেরিফিকেশন ফি উনি ডোনেট করতে চান।

এদেশ নিয়ে আমি এজন্যই এত আশাবাদী!

থিংকার ক্যারিয়ারের প্লাটফর্ম CSAI beta2 রিলিজ হলো আজকে। প্রথম ১০০০ আর্লিবার্ড সদস্যদের ভেতরে যারা এখনো ইনভাইটেশন পাননি তাদেরকে আগামীকাল থেকে ইনভাইটেশন পাঠানো শুরু হবে। ইনবক্সে নক করতে হবে না, ইনভাইটেশন পেয়ে যাবেন আপনার সিরিয়াল আসলেই। আপনি দেরিতে ইনভাইটেশন পাচ্ছেন মানে আমাদের কাছে আপনার গুরুত্ব কম এরকম না, আসলে প্লাটফর্মটা খুব দ্রুত রিলিজ দিচ্ছি বলে অনেক কিছুই এখনো স্ট্যাবল না। আমরা চাই না পেইড ইউজাররা কোন ধরনের সমস্যা ফেস করুক, ফলে একটু দেরিতে হলেও আপনারা ভালো সেবা পান যাতে, সেটার নিশ্চয়তা দেয়ার চেষ্টা করছি।



এই প্লাটফর্মটা থিংকার কিডস, স্কুল, কলেজ (ভার্সিটিয়ান) এর পরে ২০২৫-এ রিলিজ দেয়ার প্ল্যান ছিলো। কোভিড পরিস্থিতি এবং হঠাৎ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্রেক থ্রু-র কারণে দুই বছর আগেই ডেপ্লয় শুরু করেছি। সেই সাথে অনেক সীমাবদ্ধতার ভেতরে কাজ করতে হয়, বুঝতেই পারছেন! এই সীমাবদ্ধতাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আর প্রি-অর্ডার যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা!
এবছর আরো ৯ হাজার পেইড সাবস্ক্রাইবার নেয়ার পরিকল্পনা রয়েছে যাদের সাবস্ক্রিপশন ফি হবে বছরে ১২ ডলার। আর স্টুডেন্টদের জন্য ফ্রি। তবে, শুধুমাত্র ভার্সিটিয়ানের ভেরিফাইড স্টুডেন্টরা এই ফ্রি একসেস পাবেন। গত কয়েক বছর ধরে যারা ভার্সিটিয়ান ব্যবহার করছেন এবং একাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা আজকে থেকেই CSAI (CareerSKiLLAI .com)-এ একসেস করতে পারবেন।

থিংকার ক্লাউডে মাইগ্রেশন চলার কারণে ভার্সিটিয়ানে নতুন সদস্য নেয়া বন্ধ আপাতত। আগামী মাস থেকে আবার একাউন্ট তৈরি ও ভেরিফিকেশন প্রসেস শুরু হবে ভার্সিটিয়ানে। ভেরিফিকেশন প্রসেসে আপনার স্কুল/কলেজ/ভার্সিটির Varsitian Club ও Town-Center থেকে সাহায্য পাবেন। এবছরের ভেতরেই আমরা ৬৪ জেলায় টাউন-সেন্টার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি নিজে আগামী ১৮ জুলাই থেকে জেলায় জেলায় ট্যুর শুরু করার প্রস্তুতি নিচ্ছি এই নেটওয়ার্ক তৈরি করার জন্য।

বলে রাখা ভালো যে— স্টুডেন্ট ভেরিফিকেশন প্রসেসে আপনাদের কিছুটা খরচ হতে পারে যা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত হবে। এটা এক-কালীন ফি এবং এই টাকাটা মূলত টাউন-সেন্টারের পরিচালক ও ভার্সিটিয়ান ক্লাবের সদস্যরা নিবে, আমাদের (থিংকার ক্লাউডের) একাউন্টে আসবে না। যেহেতু এধরনের প্রসেসে জনবল ও সময় খরচ হবে, তাই এই সামান্য ফি তাদের প্রাপ্য বলে আমরা মনে করি এবং আমরা এই ফি কালেক্ট করার অনুমতি প্রদান করবো। তবে কোন টাউন-সেন্টারের পরিচালক যদি মনে করে তারা ফি নিবে না, সেটা তাদের বিষয়। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং ভার্সিটিয়ান ক্লাব কিংবা টাউন-সেন্টারের কার্যক্রমে জয়েন করে থাকেন, এই ফি-এর একটা অংশ আপনিও পেতে পারেন। ভার্সিটিয়ান ক্লাবের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর এবিষয়ে ভার্সিটিয়ান ও টাউন-সেন্টারে আপডেট পাবেন। আমরা আগামী এক বছরে দুই লাখ স্টুডেন্টদের ভেরিফাই করার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে কাজ করে যাচ্ছি।

ফেসবুক থেকে যারা CSAI এর জন্য প্রি-অর্ডার করেছেন, এই পোস্টটা মূলত তাদের উদ্দেশ্যে দেয়া। সেই সাথে বেটা রিলিজের পোস্টের পর স্টুডেন্টদের ফ্রি একসেস পাওয়ার উপায় যারা জানতে চেয়েছিলেন, তাদের উদ্দেশ্য একটা ক্যাজুয়াল পোস্ট, তাই প্রফেশনাল টোন পরিহার করা হয়েছে এবং ভাষাগত অসতর্কতা থাকতে পারে। যেকোন ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান রইলো, সেই সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।



পেমেন্ট ইস্যুর কারণে ক্যারিয়ার প্লাটফর্মের ওয়েটিং লিস্টের সবাইকে এখনো ইনভাইটেশন পাঠান সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বর্তমানে শুধুমাত্র পেপ্যালে পেমেন্ট নিতে পারছি। এই সপ্তাহের ভেতরে বাংলাদেশী একটা গেটওয়ে যুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। অনাকাঙ্ক্ষিত এই দেরীর জন্য আবারো দুঃখিত!

আগামী সপ্তাহ থেকে টাউন-সেন্টারের ট্যুরে বের হবো। তার আগেই ৬১১ জনের সকলকে ইনভাইটেশন পাঠিয়ে যাবো। আগামী ৩০ জুন বেটা রিলিজের পর আরো ৩৮৯-টা স্লট ওপেন করা হবে $5/year ফি-তে। স্টেবল রিলিজের আগে পর্যন্ত এই এক হাজার সাবসক্রাইবারের মাঝেই আমরা সীমাবদ্ধ থাকবো। যারা আগে বুকিং দেননি, বেটা রিলিজের পরের স্লটের জন্য এখন থেকেই (ইনবক্সে) বুকিং দিতে পারেন।

আমাদের সীমাবদ্ধতাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং ধৈর্য ধরে অপেক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।



প্যারেন্টিং - ৭০

আপনার বাচ্চার ভবিষ্যত কেমন হবে? জব মার্কেটের উপরে যে AI ব্যাপক প্রভাব বিস্তার করতে যাচ্ছে; এর সাপেক্ষে তাদের ক্যারিয়ার গাইডলাইন কেমন হওয়া উচিত?
এধরনের প্রশ্নের জবাব আমরা অনেকেই খুঁজতেছি এখন। গত সপ্তাহে CNBC-র সাথে ইলন মাস্কের সাক্ষাৎকারে এরকম একটা প্রশ্ন করা হয়েছিলো। ইলন মাস্ক বেশ কিছুক্ষন চুপ করে ছিলেন। শেষ পর্যন্ত যথার্থ কোন উত্তর দিতে পারেননি। ইন্টারভিউটার ঐ অংশের লিংক দিলাম।

আমরা সকলেই তো আসলে কনফিউজড! এসব নিয়ে আমাদের প্রচুর ভাবতে হবে এবং চোখ-কান খোলা রাখতে হবে। বাচ্চাদের সঠিক গাইডলাইন দেয়ার জন্য এসব প্রশ্নের সঠিক জবাব বের করতে পারা গুরুত্বপূর্ন এখন।

পরিস্থিতি (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও জব মার্কেট) কোন দিকে যাচ্ছে তা বুঝার জন্য গত ৪/৫ মাস ধরে প্রতিদিন গড়ে ১০০+ আর্টিকেল/নিউজ পড়ছি এবং ২-৩ ঘন্টার ভিডিও দেখছি (ইনক্লুডিং ইন্টারভিউস)। তাও কী হতে যাচ্ছে তা পরিষ্কার হচ্ছে না পুরোপুরি। আমার এই পোস্ট চোখে পড়েছে এরকম কেউ কি আছেন যারা একই কাজ করছেন? ইনবক্সে আওয়াজ দিয়েন। অনেক লোক মিলে একসাথে বিষয়টা নিয়ে ঘাঁটলে সহজ হতো প্রেডিক্ট করতে ও পদক্ষেপ নিতে।

অন্যদের কাছে একটা জিজ্ঞাসা। ধরেন ৮-১০ জন মিলে আমরা প্রতিদিন গড়ে ৩-৪ ঘন্টা এর পেছনে সময় দিয়ে আপনাদের পরিস্থিতির আপডেট জানালাম এবং গাইডলাইন ও বিভিন্ন ধরনের কনটেন্ট জেনারেট করলাম, আপনারা তাতে ফান্ডিং করতে আগ্রহী? মনে করেন বছরে মাত্র ২০০ টাকা।

আগ্রহীরা পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে বা ইনবক্সে জানাতে পারেন।

পুনশ্চঃ যদি যথেষ্ঠ লোকজন আগ্রহী হয় তাহলে যারা এই টীমে কাজ করবেন, তাদের মাঝে সংগ্রহীত সাবস্ক্রিপশন ফি পারফরমেন্স অনুযায়ী বন্টন করা হবে।

আর্টিফিশিয়াল ইল্টিলিজেন্সরে নিজের এডুকেশন ও স্কিল বুস্টে কাজে লাগানোর পাশাপাশি রিমোট জবগুলোতে নিজেদের যোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় টেকনোলজি ও টুলগুলোর সাথে পরিচিত হওয়া জরুরী।

যেসব কোম্পানী পৃথিবীর সবচাইতে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ডেভেলপ করেছে, IBM তাদের ভেতরে অন্যতম।



IBM এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রোডাক্ট হিসেবে IBM Watson নামে পরিচিত যার প্রথম কমার্শিয়াল এপ্লিকেশন লঞ্চ হয় ২০১৩ সালে। তারপর এক বছরেই IBM এর এম্প্লয়ী সংখ্যা এক লাফে ৫০ হাজার+ কমে যায়। হেড কাউন্ট এর এই আচমকা পরিবর্তনের জন্য তারা কোম্পানী রিস্ট্রাকচার ও ক্লাউড কম্পিউটিং-এ শিফটিং এর কারণ দেখালেও হঠাৎ করে এত লোক ছাঁটাই করেও নিজেদের কাজ কিভাবে ম্যানেজ করেছে তার সবচাইতে গ্রহনযোগ্য জবাব হলো IBM Watson.

এত বছর ধরে নিজেদের এত শক্তিশালী AI প্রোডাক্ট থাকার পরেও সাম্প্রতিক AI ডেভেলপমেন্টের প্রেক্ষিতে IBM CEO জানিয়েছে তারা আরো ৩০% কর্মী ছাঁটাই করবে আগামী কয়েক বছরের ভেতরে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গবেষণা থেকে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে অটোমেশনের ফলে বর্তমান জব মার্কেটের ৮৩ মিলিয়ন (৮ কোটি+) জব বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে AI ইমপ্লিমেন্টেশন ও ম্যানেজমেন্টের জন্য নতুন জব ক্রিয়েট হবে। ধারণা করা হচ্ছে ৮৩ মিলিয়ন জব বিলুপ্ত হয়ে ৬৯ মিলিয়ন নতুন জব তৈরি হবে।

কারা ঐ ৮৪ মিলিয়নে থাকবে এবং কারা নতুন ৬৯ মিলিয়ন জবের জন্য উপযুক্ত হবে?

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স যে ৮৩ মিলিয়ন জব বিলুপ্তের কারণ হতে যাচ্ছে এ সম্পর্কে সচেতন হয়ে নতুন ঐ ৬৯ মিলিয়ন জবের জন্য নিজেরে প্রস্তুত যারা করতে পারবে, শুধুমাত্র তারাই টিকে থাকবে।

এই সচেতনতা তৈরির জন্যই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়ে আমি এত এত পোস্ট করি। যারা এখন বিরক্ত হয়ে মনে মনে গালি দিচ্ছেন, তারা একদিন নিজেদের ভুল বুঝতে পারবেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি