সহজ জীবন

জীবন সহজ করা বিষয়ক চিন্তা-ভাবনা

সহজ জীবন - ৪ (উচিত কথা)

আমাদের সমাজে 'উচিত কথা' নামে একটা ব্যপার রয়েছে। এই 'উচিত কথা' জিনিষটাকে আমার কাছে নেতিবাচক মনে হয়। এই শব্দটার ভেতরে একটা আত্মতৃপ্তির গন্ধ আছে। মানে, যারা 'উচিত কথা' বেশী বেশী বলে তারা এটা করে এক ধরনের আত্মতৃপ্তি পায়। যারা খুব গর্ব করে বলে থাকে যে- 'উচিত কথা' বলতে সে কখনো ছাড়ে না, তাদের মন-মানসিকতা একটু ভালো করে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন ব্যাপারটা।

এই 'উচিত কথা' বলার কারণে যাদের কোন বন্ধু থাকে না তারা ভাবে অন্যরা বুঝি সত্য গ্রহন করতে পারতেছে না। বস্তুত ব্যাপারটা এরকম না। মানুষের প্রতি যদি আপনার মমতা থাকে তাহলে সহজেই ক্ষমাশীল হতে পারবেন। তখন কেউ ভুল কিছু করছে বা বলছে দেখলেও সরাসরি সেটার বিরুদ্ধে গিয়ে 'উচিত কথা' নামক তীর ছুড়ে মারবেন না। সেক্ষেত্রে প্রথমে আপনি তাদের ক্ষমা করে দিবেন, তাদের প্রতি সহানুভূতি অনুভব করবেন। তারপর ভাববেন— কি করলে বা কিভাবে বললে ওরা এর ক্ষতির দিকটা বুঝতে পারবে, এর থেকে বিরত হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথা ভাববেন। অনেক সময় সেই পদক্ষেপ হতো সরাসরি বিরুদ্ধে না যাওয়া বা তথাকথিত 'উচিত কথা' থেকে বিরত হওয়া। কারন, ঐ 'উচিত কথা' কতটুকু সমাধান আনবে সেটাকে আপনি বেশী গুরুত্ব দিচ্ছেন।

সহজ জীবন - ৩ - // সার্কেল থিওরী //

আপনি প্রথমে একটা বৃত্ত আঁকবেন। বৃত্তের কেন্দ্রে আপনি আর আপনার অনেক কাছের মানুষজন থাকবে সেই বৃত্তের ভেতরে। তারপর আপনি সেই বৃত্তের কেন্দ্রবিন্দু ধরে আরো বড় একটা বৃত্ত আঁকবেন। সেখানে থাকবে আপনার আরেকটু কম কাছের লোকজন। এভাবে বৃত্ত এঁকে যাবেন, একের পর এক। তারপর, ঠিক করুন কাকে কোথায় রাখবেন। আপনার কেন্দ্র থেকে সর্বোচ্চ পরিধিরও বাইরে থাকবে আপনার অপরিচিত লোকজন। (ছবি দেয়া হলো- প্রথম মন্তব্যে)



এবার, যারা আপনার সাথে খারাপ ব্যবহার করবে বা যারা আপনার সম্পর্কের মূল্যায়ণ করতে পারে না তাদেরকে ধীরে ধীরে বাইরের দিকে পাঠিয়ে দিন। মানুষ সাধারণত কাছের মানুষের ব্যপারে হতাশ হয় এবং সেই হতাশা থেকে পাল্টা প্রতিক্রিয়া দেখায়। ভুল মানুষকে কাছের মানুষ ভাবার ফলেই যত অশান্তির সৃষ্টি। সুতরাং যার অবস্থান যেখানে থাকা উচিত তাকে সেখানে পাঠিয়ে দিন, দেখবেন তাদের সাথে সুন্দর ব্যবহার করতে বা তাদের ভুল আচরণকে সহজভাবে নিতে কষ্ট হচ্ছে না।

কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি কিছু হারাচ্ছেন না, সে আপনাকে হারাচ্ছে। এটাই তার জন্য যথেষ্ঠ সাজা। আপনার এতে আপসেট হওয়া বা পাল্টা খারাপ ব্যবহার করার দরকার নাই। এতে আপনি যেমন নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে পারলেন তেমনি যে আজকে ভুল আচরণ করছে তার ভুল বোঝারও অবকাশ দেয়া হয়।

~
ত্রিভুজ আলম
উত্তরা, ঢাকা

সহজ জীবন - ২

মানুষ (ব্যক্তিগত জীবনে) সবচাইতে বেশী শত্রু তৈরি করে কারো ভালো চাইতে গিয়ে।

তাহলে কি আপনি ভালো চাওয়া বাদ দিবেন?

না, আপনাকে ভালো চাওয়ার সেই পদ্ধতি শিখতে হবে যেটাতে মানুষ আপনাকে শত্রু/ক্ষতিকর না ভাবতে পারে। এই পদ্ধতি শিখতে না পারলে মানুষের ভালো চাওয়া বাদ দেয়াই ভালো। কারণ এই 'ভালো' চাওয়াতে ভালোর চাইতে খারাপ বেশী।

শত্রুমুক্ত সহজ জীবন চাইলে ভালো চাওয়ার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে।

সহজ জীবন - ১

একটা আইডিয়া নিয়ে কাজ করার পর যখন কাজটা শেষে যখন একটা প্রোডাক্টে পরিণত হয় সেই সৃষ্টির আনন্দ কাউকে বোঝানোর মত না। এই আনন্দটা দশ/বারো বছর আগে ঠিক যেভাবে ফিল করতাম এখনো করি... আইডিয়ার এই আউটপুট হিট হবে নাকি ফ্লপ হবে সেটা বিজনেস ডিপার্টমেন্ট বুঝবে... শিল্পির কাজ শুধু সৃষ্টি করে যাওয়া।

পেটের ধান্ধা কখনো মানুষকে শিল্পি বানায় না, ব্যবসায়ী বানাতে পারে বড়জোর। আর নিজের কাজে আর্টিস্ট হওয়া জীবনের আনন্দ বাড়ায়। জীবনকে সহজ করে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি