বাংলাদেশ

বাংলাদেশে শিক্ষার হার বেশি দেখানোর জন্য গত ১৫ বছর ধরে যে অটো পাশের ব্যবস্থা করা হয়েছিলো, সেটার আফটার ইফেক্ট আর কিছুদিন পরেই বাংলাদেশীরা টের পেতে শুরু করবে। এদেশের অধিকাংশ জবই দেখবেন ভারতীয়দের দখলে চলে গেছে। এখনি ইন্ড্রাস্ট্রিগুলোর টপ পজিশন ভারতীয়দের দখলে যেতে শুরু করেছে।

ChatGPT দিয়ে একাডেমিক কনটেন্ট জেনারেট যদি এখনি নিষিদ্ধ করা না হয় তাহলে আগামী ১৫/২০ বছরে পুরো পৃথিবীর এডুকেশন সিস্টেম বাংলাদেশের মত হয়ে যাবে। কাজ করার মত লোক খুঁজে পাওয়া যাবে না আর। এবং এটা ইনটেনশনালীই করা হবে বলে আমার মনে হচ্ছে।

আমরা জবলেস পৃথিবীর দিকে আগাচ্ছি।

সকল লেখকদের এইবারের বইমেলা বয়কট করা উচিত। যারা এই বয়কটে অংশ নিবে, তাদের বইগুলো অনলাইনে সবাই মিলে ফ্রি মার্কেটিং করে বিক্রির ব্যবস্থাও করা দরকার।

জনগনের ট্যাক্সের টাকায় চলা বাংলা একাডেমীর এই আচরণ কিছুতেই মেনে নেয়া উচিত না।

ক্লাশ সেভেনের পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি ও মুসলিমদেরকে ক্রিমিনাল হিসেবে উপস্থাপণের আফটার ইফেক্ট হতে যাচ্ছে মুসলিম ইতিহাস ও সভ্যতা নিয়ে অনেক বই বের হওয়া এবং সেগুলোর ব্যাপক প্রচার। সেই সাথে অভিভাবকরা সচেতনভাবে মুসলিমদের ইতিহাস ও সভ্যতা নিয়ে তাদের বাচ্চাদের লেসন দেয়া, আলাপ-আলোচনা করা।

বুমেরাং...!

ডিপ্রেশনে আছেন? এই ছবিটার দিকে তাকান। নিউইয়র্কের বাফালো সিটি, গতকালকের ছবি।



ভাবেন আপনার এলাকার এই অবস্থা। গ্যাস দিয়ে ঘর গরম রাখতে গিয়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে আছে। আগে তো সকাল থেকে দুপুর, সন্ধ্যা থেকে মধ্য-রাত গ্যাস থাকতো না, এখন মাঝে মাঝে একটু গ্যাস পাওয়া যায়। বিদ্যুত দিয়ে ঘর গরম রাখতে গেছেন, দিনে ১৪ ঘন্টা লোডশেডিং শুরু হলো। এই ১৪ ঘন্টা আপনাকে কাটাতে হচ্ছে লেপ কিংবা কম্বলের নিচে। বের হয়ে একটু চা বা কফি (ওহ, কফি তো আবার হারাম এখন) খেতে বের হবেন? কারেং নাই। কারেং নাই নাই নাই!

কেমন ফিল করছেন এখন?

তোমাদের ভালুবাসায়…

প্রশ্নঃ মনে করেন আপনি এক হাজার টাকা উপার্জন করলেন। সেখান থেকে সরকার ২৫% হারে ২৫০ টাকা কেটে নিলো। তারপর আপনার ট্যাক্সের টাকায় চলা প্রতিষ্ঠান আপনারই ট্যাক্সের টাকায় একটা অনুষ্ঠান করলো, সেখানে আবার ৫০০ টাকা দিয়ে টিকেট কেটে ঢুকতে হলো।

এখন আপনি কত পার্সেন্ট ট্যাক্স দিলেন?

পূর্ণমান - ২০

কাডলের বার্গার খাইয়ে তাক লাগিয়ে দেব তোমাকে, প্রিয়তমা!



এই ঘটনা কতটুকু সত্য জানি না, আংশিক সত্য হলেও সতর্ক হওয়া জরুরী। আপনার চারপাশের সকলকে সতর্ক করুন। ফুটবল সমর্থকদের জন্য আর্জেন্টিনার সাথে আমাদের যে ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করেছে, এটা রক্ষা করতে হবে। অন্যসব দেশের মত আর্জেন্টিনাতেও যেন বাংলাদেশের বদনাম না হয়, এটা খেয়াল রাখা জরুরী। সাথে, এদেশের সাধারণ পাবলিকদেরও যেন কেউ প্রতারণা করতে না পারে, সেটা দেখা দরকার।

প্যারেন্টিং - ৬১

শুধু এডুকেশন সিস্টেমের উন্নতি তেমন ফলদায়ক হবে না যদি অভিভাবকদের সচেতনতা বাড়ানো না যায়। এদেশে অধিকাংশ অভিভাবক মনে করেন কোনরকমে ভালো রেজাল্ট করতে পারলেই হয়ে যাবে। একারণে শিক্ষার্থীরাও কিছু শেখার চেষ্টা করে না। তাই এই পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য এডুকেশন সিস্টেম সংস্কারের পাশাপাশি ব্যাপক প্যারেন্টিং কার্যক্রমও চালাতে হবে।

কেন লাখ লাখ বেকার থাকার পরেও দেশের প্রতিষ্ঠানগুলো প্রায় দ্বিগুন বেতন দিয়ে দেশের বাইরে থেকে লোক নিয়োগ দিতে বাধ্য হচ্ছে, এটা প্যারেন্টসদেরকে বুঝানো জরুরী।

আজকে একই দিনে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা। অন্য সময় হলে ফেসবুক ভেসে যেতো খেলা নিয়ে বিভিন্ন আলাপ-আলোচনা ও ট্রলে। কিন্তু দেখেন— খেলা নিয়ে আওয়াজ নাই তেমন ফেসবুকে। এটা নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতা হিসেবে দেখতে পারেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখা

যেসব টপিক নিয়ে লেখালেখি করছি