যারা ক্যারিয়ার প্লাটফর্মটার জন্য অপেক্ষা করছিলেন, ২৫ মে ২০২৩ তারিখে আলফা রিলিজ হবে এবং লিস্টেড সবার ইনবক্সে ইনভাইটেশন লিংক পাঠানো হবে।
AI এর ব্যাপারে শুধুমাত্র মিডিয়ার উপরে ভরসা রাখা বোকামী।
গত কয়েক মাসে AI নিয়া যে কয়টা ইন্টারভিউ হয়েছে, তার প্রায় সবগুলোই দেখলাম। গতকাল স্যাম অল্টম্যানের কনগ্রেস হেয়ারিং শুনলাম পুরোটা।
এগুলো দেখার পর একই বিষয়ে মিডিয়ার নিউজ/আর্টিকেলগুলো পড়লে আপনি কিছুটা অবাকই হবেন যে— মিডিয়া কী পরিমান টুইস্ট তৈরি করে। ইন্টারভিতে বলে একটা মিডিয়া লেখে আরেকটা।
আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স নিয়া এত এত আলাপ দেখে যারা ভাবতেছেন সব এত দ্রুত চেঞ্জ হচ্ছে, কী হবে? ওয়েল, মূল চেঞ্জ এখনো শুরু হয়নি। এখনো সবাই ট্রেইন করতে ব্যস্ত। ছয় মাস থেকে এক বছর পর দেখেন কী ঘটে!
পৃথিবীর সমস্ত ব্যবসা বানিজ্যে ব্যবহৃত সফটওয়্যার ও সার্ভিসগুলোর সাথে AI ইন্টিগ্রেশনের কাজ মাত্র শুরু হয়েছে। দুই/চারটা সার্ভিস আমরা এখন দেখতে পাচ্ছি যারা কিছু ইন্ড্রাস্ট্রিরে আপসাইড-ডাউন করে দিচ্ছে। এরকম অলমোস্ট সব সেক্টরে প্রভাব দেখতে পাবেন। এরপর যা শুরু হবে সেটাকে একটা দুষ্ট চক্র বলতে পারেন।
এই দুষ্ট চক্রটা অনেকটা এরকম-
১) AI এর কারণে জব হারাচ্ছে যার ফলে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে >
২) ক্রয় ক্ষমতা কমে যাওয়াতে পণ্যের দাম কমাতে হবে >
৩) পণ্যের দাম কমানোর জন্য আরো বেশী AI ব্যবহার করতে হবে >
৪) আরো বেশী AI ব্যবহার করাতে আরো জব হারাবে > (১ এ ফিরে যান)
প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে OpenAI ফ্রি ক্লাশ অফার করছে। বিস্তারিত Revolution 4.0 গ্রুপে পাবেন।
কনটেন্ট ক্রিয়েশন, SEO থেকে অনলাইন মার্কেটিং— এই সেক্টরটা কিন্তু বেশ বড়। AI প্রথম বোমটা এদের উপরেই ফেললো!
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সরকারী চাকরিগুলো সবার আগে রিপ্লেস শুরু করবে বলে মনে হচ্ছে।
এই ভোর রাতে ঘুম থেকে উঠে মনে হলো লোকজনরে আরেকটু "ভয়" দেখানো যাক :P
এই যে নলেজবেসটা দেখছেন, থিংকার ক্যারিয়ারের জন্য গত ৭ বছর ধরে এটার ডাটাবেস নিয়ে কাজ করছি। ২০১৭-২০২২, ছয় বছরে যেটুকু প্রোগ্রেস হয়েছিলো, ChatGPT আসার পর গত চারমাসে তার দশগুন প্রোগ্রেস হয়েছে। আমি সবার আগে Varsitian ডট কম রিলিজ দিয়েছিলাম একাডেমিকসদের কানেক্ট করে এই ডাটাবেস ও রিলেটেড তথ্যগুলো ভেরিফাই করার জন্য। ২০১৮-তে যদি ChatGPT থাকতো, তাহলে আমার আর সেটা করা লাগতো না।
ChatGPT এখনো বাচ্চা এআই। সামনে তাহলে কী হতে যাচ্ছে, ভাবেন! তবে ভয় পাবেন না, কাজে লাগাতে পারলে আমার মত সময়ও বাঁচাতে পারবেন।
CareerSkillAi ডট কম রেজিঃ করার আগে ChatGPT জিজ্ঞেস করেছিলাম— AiSkillCareer ডট কম নিলে কেমন হয়? সে কী রিপ্লাই দিছে দেখেন। হলুদ মার্ক করা ৩ লাইন পড়লেই বুঝবেন বিপদটা।
পরিস্থিতি (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও জব মার্কেট) কোন দিকে যাচ্ছে তা বুঝার জন্য গত ৪/৫ মাস ধরে প্রতিদিন গড়ে ১০০+ আর্টিকেল/নিউজ পড়ছি এবং ২-৩ ঘন্টার ভিডিও দেখছি (ইনক্লুডিং ইন্টারভিউস)। তাও কী হতে যাচ্ছে তা পরিষ্কার হচ্ছে না পুরোপুরি। আমার এই পোস্ট চোখে পড়েছে এরকম কেউ কি আছেন যারা একই কাজ করছেন? ইনবক্সে আওয়াজ দিয়েন। অনেক লোক মিলে একসাথে বিষয়টা নিয়ে ঘাঁটলে সহজ হতো প্রেডিক্ট করতে ও পদক্ষেপ নিতে।
অন্যদের কাছে একটা জিজ্ঞাসা। ধরেন ৮-১০ জন মিলে আমরা প্রতিদিন গড়ে ৩-৪ ঘন্টা এর পেছনে সময় দিয়ে আপনাদের পরিস্থিতির আপডেট জানালাম এবং গাইডলাইন ও বিভিন্ন ধরনের কনটেন্ট জেনারেট করলাম, আপনারা তাতে ফান্ডিং করতে আগ্রহী? মনে করেন বছরে মাত্র ২০০ টাকা।
আগ্রহীরা পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে বা ইনবক্সে জানাতে পারেন।
পুনশ্চঃ যদি যথেষ্ঠ লোকজন আগ্রহী হয় তাহলে যারা এই টীমে কাজ করবেন, তাদের মাঝে সংগ্রহীত সাবস্ক্রিপশন ফি পারফরমেন্স অনুযায়ী বন্টন করা হবে।
আর্টিফিশিয়াল ইল্টিলিজেন্সরে নিজের এডুকেশন ও স্কিল বুস্টে কাজে লাগানোর পাশাপাশি রিমোট জবগুলোতে নিজেদের যোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় টেকনোলজি ও টুলগুলোর সাথে পরিচিত হওয়া জরুরী।