কাজের ক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে দেয় কিভাবে কাজ করতে হবে কোন স্ট্যান্ডার্ড মেইনটেন করতে হবে সেটা আপনার জন্য ভালো কারণ, তাতে কাজের মানের জন্য আপনাকে জবাবদিহী করতে হবে না মান ঠিক করার জন্য মাথাও খাটাতে হবে না। কিন্তু নিজের আইডিয়্যা এই স্টাইলে ইমপ্লিমেন্ট না করাই ভালো, তাতে আপনার আইডিয়্যাটা বা মটিভেশন হারানোর সম্ভবনা থাকে। নিজের আইডিয়্যা নিয়ে কাজ করতে হয় নিজের মত করে, অন্যের দেখানো পথে আর যাই হোক ক্রিয়েটিভিটি দেখানো সম্ভব না।
ক্রিয়েটিভ জীবন আর ব্যবসায়িক/কাজের জীবন দু'টো আলাদা করে ফেলাই ভালো মনে হইতেসে, তাতে অন্যের মনের মত করে কাজ করা যাবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।