ধরুন আমি একজন খারাপ মানুষ, তাতে আপনার আনন্দিত হওয়ার কি আছে? ধরুন আমি জাহান্নামে যাবো, তাতে তো শুধু শয়তানের আনন্দিত হওয়ার কথা, আমাদের "মুমিন মুসলমান"-রা আনন্দিত হয় কেন?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।