সামনে খুব ভয়াবহ দিন আসতেছে। এমনি অটোমেশনের কারণে ধীরে ধীরে অনেক পেশা বিলুপ্ত হয়ে যাচ্ছে তার ভেতরে পড়ালেখার মান কমে যাওয়াতে যথেষ্ঠ যোগ্য হওয়ার পথ কঠিন হয়ে যাচ্ছে এদেশে। ফলে কী হবে জানেন? দেখবেন প্রতিটা বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় পোস্টে সব বিদেশীরা কাজ করতেছে। আমেরিকায় যেটা হয়েছে... আমেরিকানরা পড়ালেখা বাদ দিয়ে ফূর্তিতে ব্যস্ত হয়ে গেল ঐদিকে তাদের সব ভালো ভালো জব বিদেশীরা দখল করে নিলো। ট্রাম্প নির্বাচনে জেতার সবচাইতে বড় কারণ ছিলো এটা। ট্রাম্প বলছিলো, বিদেশীদের সব তাড়ায়া দিয়া তোমাদের জব তোমাদেরকে ফেরৎ দেব। পারছে? পারে নাই। কারণ, যোগ্যদের তাড়িয়ে দিলে আমেরিকা চলবে না। বাংলাদেশে যেদিন সব জব বিদেশীদের হাতে চলে যাবে, সেদিন কেউ তাদের তাড়াতে পারবে না। প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্যই তাদের রাখতে বাধ্য হবে।
আচ্ছা, আমাকে শুধু একটা ব্যপার বলুন আপনারা। কোন প্রতিষ্ঠানের মাথা কি এতটাই খারাপ যে তারা দেশে যোগ্য লোক থাকতে বিদেশ থেকে তিন/চারগুন স্যালারি দিয়ে লোক আনবে? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখেন ব্যপারটা। আনতে বাধ্য হচ্ছে কারণ আমাদের এখানে ওসব পোস্টে নেয়ার মত লোক পাওয়া যায় না। কেন যায় না? কী করে আমাদর এত এত বেকার ও জবে থাকা পাবলিকেরা? সিরিয়াসলি... কী করে?
তাই ভাইয়েরা... সিরিয়াস হয়ে যান। প্রতিষ্ঠান নির্ভর হইয়েন না। দেশের শিক্ষা ব্যবস্থা গোল্লায় যাক.. আপনি নিজেরে ঠিক রাখেন। অনলাইন ভর্তি রিসোর্স। আপনি নিজেকে যোগ্য করতে চাইলেই হবে। শুধু চাইতে হবে!