বাগান তত্ত্ব - ৮
একটা নতুন ধারণা একটা বীজের মত। সেই বীজ থেকে চিন্তার গাছ তৈরি হয়। গাছটায় আপনি যত পানি (মনোযোগ) ঢালবেন, সে ততই ডালপালা মেলে বড় হতে থাকে। এই গাছে একসময় ফুল ও ফল হয়, সেই ফলে নতুন চিন্তার বীজ তৈরি হওয়ার সম্ভবনা থাকে। নির্ভর করতেছে আপনার বাগানে আরো কত ধরনের গাছ আছে তার উপরে। মনে করেন আপনার বাগানে দশ রকমের চিন্তার বীজ থেকে দশ রকমের গাছ হইছে। দশ রকমের গাছে দশ ধরনের ফুল ফুটল। দশ ধরনের ফুল একে অপরের সাথে পরাগয়ান ঘটাইলে যেকোন গাছে নতুন ধরনের কোন বীজ তৈরি হইতেও পারে। সেই বীজ থেকে আবার ধরেন নতুন একটা গাছ হইলো। এইভাবে আপনার চিন্তার বাগান গড়ে ওঠে।
আপনি কত ধরনের চিন্তার সাথে পরিচিত এবং সেগুলো থেকে কত গাছ হইলো এই সেইসব গাছে কতটুকু পানি ঢাললেন, তার উপরে আপনার বাগানের বৈচিত্রতা নির্ভর করতেছে। সব বীজের গাছই যে ফুল-ফল দেয়া পর্যন্ত সার্ভাইভ করতে পারবে, এমনও না। দেখা গেল কোন একটা গাছে আপনি পানি ঢালা বন্ধ করে দিলেন, সেটা মইরা গেল। কিংবা.. সে ফুল ও ফল দেয়ার মত পুষ্টি পাইলো না। তাহলে সেই চিন্তা থেকে হওয়া গাছের ফুল হলো না, অন্য গাছের ফুলে সেটার প্রভাবও পড়লো না।
আবার ধরেন, আপনার বাগানে একটা বিষাক্ত গাছ আছে। সেটাতে আপনি বেশী বেশী পানি ঢালতেছেন। সেইখানে বিষাক্ত বিষাক্ত সব ফুল ফুটতেছে। আপনার বাদবাকী সুন্দর গাছগুলোর ফুলের সাথে সেই বিষাক্ত গাছের ফুলের পরাগয়ান ঘটতে পারে। তা থেকে যে বীজ উৎপাদন হবে, সেখানে সেটা কিছুটা বিষাক্ত তো হবেই। ঐদিকে বিষাক্ত গাছটায় যেহেতু বেশী পানি ঢালতেছেন সেহেতু সেইটার বীজ বেশী ছড়াইতেছে। এইভাবে আপনার বাগান ধীরে ধীরে একটা বিষাক্ত গাছের বাগানে পরিনত হইতেছে। আপনি এইসব বিষাক্ত বীজ অন্যের সাথে শেয়ার করতেছেন। তাদের সুন্দর বাগানে আপনার বাগান থিকা একটা বিষাক্ত গাছ গিয়া পড়লো। কেউ কেউ হয়তো সেই বীজের গাছে পানি কম দিলো, তাতে সে বাঁইচা গেল আপনার বিষাক্ততা থিকা।
কিন্তু যাদের এই বিষ ভালো লাগবো, তারা সেই বীজের গাছে বেশী বেশী পানি দিয়া নিজের বাগানরে বিষাক্ত করে ফেললো। তার বাগান থিকা সেও বীজ অন্যরে দিতেছে। এইভাবে হাজার হাজার লাখ লাখ মানুষের বাগান বিষাক্ত হইলো। বিষাক্তদের পরিমান একদিন এমনভাবে বেড়ে গেল যে, সুন্দর চিন্তার বাগানের মালিক একেবারে হাতে গোনা হয়ে রইলো। এই হাতে গোনা কয়েকটা সুন্দর বাগান থেকেও এসময় অনেক বাগান হয় আবার। কারণ, বিষাক্তরা তো একসময় নিজের বিষে নিজেই মইরা যায়, বাকী বিষাক্তদেরও মাইরা ফেলে। তখন টিকে থাকে শুধুমাত্র কিছু সুন্দর বাগানের মালিকেরা। তবে, এইটা খুব দীর্ঘমেয়াদী ঘটনা। ততদিনে কতজন সাফার করে ফেললো।