হ্যাপিনেসের সবচাইতে সহজ ও স্বস্তা একটা রাস্তা হইতেছে নেগেটিভিটি। যদিও এটা খুব সামান্যই হ্যাপিনেস দেয়, তবুও নগদ প্রাপ্তির লোভে মানুষ এটা চর্চা করে থাকে। বেশীরভাগ মানুষ একারণেই এত নেতিবাচক হয়, এত পেসিমিস্ট হয়। এই নেতিবাচকতা পরবর্তীতে তার জীবন বিষিয়ে তোলে।
প্রায় কোন কিছুতেই অপটিমিস্টিক না হতে পারার কারণে সে ব্যর্থ হয় আর ব্লেইম করার জন্য কাউকে খুঁজতে থাকে এবং আরো বেশী নেতিবাচক হয়ে ওঠে।
তার দুর্দশার কারণ যে সে নিজে, সেটা কোনদিন ধরতে পারে না।