হ্যাপিনেসের সবচাইতে সহজ ও স্বস্তা একটা রাস্তা হইতেছে নেগেটিভিটি। যদিও এটা খুব সামান্যই হ্যাপিনেস দেয়, তবুও নগদ প্রাপ্তির লোভে মানুষ এটা চর্চা করে থাকে। বেশীরভাগ মানুষ একারণেই এত নেতিবাচক হয়, এত পেসিমিস্ট হয়। এই নেতিবাচকতা পরবর্তীতে তার জীবন বিষিয়ে তোলে।

প্রায় কোন কিছুতেই অপটিমিস্টিক না হতে পারার কারণে সে ব্যর্থ হয় আর ব্লেইম করার জন্য কাউকে খুঁজতে থাকে এবং আরো বেশী নেতিবাচক হয়ে ওঠে।

তার দুর্দশার কারণ যে সে নিজে, সেটা কোনদিন ধরতে পারে না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।