বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট নির্ভর। জ্ঞান অর্জিত হোক বা না হোক, সার্টিফিকেট থাকলেই আপনাকে শিক্ষিত ধরে নেয়া হবে। পিএইচডির বেলায়ও তা-ই ঘটছে। কোনরকমে একটা PhD করে ফেলতে পারলে এই সার্টিফিকেট ভাঙিয়ে আপনি সারাজীবন খেতে পারবেন।

পিএইচডি করা মানে হইতেছে গবেষণা করতে শেখা। এরপর যদি কেউ গবেষণা না করে, তাহলে এই PhD তার কিংবা দেশের কোন কাজে আসলো না।

এই দেশে পিএইচডি করে নামের পেছনে ডক্টরেট লাগানো লোকগুলো সারা জীবনে কয়টা থিসিস করছে, কয়টা পেপার্স পাবলিশ করছে, একটু খোঁজ নিয়ে দেইখেন। এদের কোন প্যাটেন্ট তো হারিকেন দিয়েও খুঁজে পাবেন না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।