অহংকার হচ্ছে হীনমন্যতার বাইপ্রোডাক্ট। যে নিজেরে চিনে, নিজের বিশালত্ব জানে, তার হঠাৎ 'মুই কী হনুরে!' মনোভাব আসার চান্স নাই। কারণ, সে আগে থেকেই জানে, সে কী! একটু জনপ্রিয় হয়ে কিংবা ভালো একটা ক্যারিয়ার গড়তে পারার কারণে সে অহংকারী হয়ে ওঠে না। বরং সে ভাবতে থাকে, 'আমি যতটা বড়/যেটুকু ডিজার্ভ করি, ততটা এখনো অর্জন করতে পারিনি।' অথবা, বর্তমানে আমি যেখানে এসেছি আমি এই লেভেলেরই, প্রথম থেকেই। এতদিন প্রমাণ করতে পারিনি, এখন পেরেছি। নতুন করে সে কিছু হয় নাই। সুতরাং অহংকারের কিছু সে খুঁজে পায় না।