একটা ছেলে বা মেয়ে গ্রাজুয়েশন শেষ করেই চাকরি/ক্যারিয়ার নিয়ে যে প্রেশারটায় পড়ে, এটা তার অনেক সম্ভবনা নষ্ট করে দেয়। যদি কলেজ থেকেই তারা ক্যারিয়ার নিয়ে কাজ শুরু করতো তাহলে এই সমস্যাটা হতো না। কমপক্ষে ভার্সিটি প্রথম বর্ষ থেকে।

আবার, এই ক্যারিয়ার নিয়ে সচেতন হওয়া ও কাজ শুরু করার ফলে পড়ালেখাও তার কাছে অর্থবহ হতে শুরু করে। ধরুন, একজন একাউন্টসের স্টুডেন্ট। সে যদি কোন প্রতিষ্ঠানে পার্ট টাইম একাউন্টেন্ট হিসেবে কাজ শুরু করে, তখন সে পাঠ্যবইয়ের পড়ায় আরো বেশী মনোযোগ দিতে পারবে। তার কৌতুহল বাড়বে নিজের সাবজেক্ট নিয়ে। এদেশের স্টুডেন্টরা অযথা প্রচুর সময় নষ্ট করে। এই প্রবনতা কমে আসবে।

আমাদের প্রথম সমস্যা হচ্ছে, অধিকাংশ স্টুডেন্টরা জানে না যে ক্যারিয়ার নিয়ে এত আগে কাজ করতে হয়।
দ্বিতীয় সমস্যা হচ্ছে, কী করবে... কিভাবে করবে, এই গাইডলাইন নাই।
তৃতীয় সমস্যা, কাজ বা ব্যবসা করার জন্য যে লিংক ও যোগাযোগ দরকার, সেগুলোও অধিকাংশের নাই।

ভার্সিটিয়ানে এই তিনটি সমস্যারই সমাধান করা হয়েছে। এবছরের ভেতরেই আমরা স্টুডেন্টদের সচেতনতা, গাইডলাইন ও যোগাযোগ সমস্যা কাটিয়ে ওঠার কাজগুলো শুরু করবো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।