কিছুদিন পরে যখন আপনি ভার্সিটিয়ানে বাংলাদেশের ভার্সিটিগুলোর পেজে যাবেন, এরকম প্রতিটা ভার্সিটির পেজেই বাংলার সকল কৃতি সন্তানদের দেখতে পাবেন। এদের প্রত্যেকের জন্য উইকির মত একটা পেজও বানাচ্ছি আমরা..। উইকির মত শুধুই বোরিং তথ্য না বরং স্টুডেন্টরা ফলো করতে পারে, এমনভাবে তাদের প্রোফাইল সাজানো হবে। টাইমলাইন স্টাইলে। সেখানে তাদের একাডেমিক কৃতিত্ব এবং ক্যারিয়ার গড়ার স্টেপগুলো থেকে শুরু করে অনেক কিছুই থাকবে।
ভার্সিটির পেজগুলোর মত স্কুল-কলেজের পেজও পরে আসবে। তাতে বাংলাদেশের সমস্ত কৃতি সন্তানদের হাইলাইট করা সম্ভব হবে। এদের সকলের আলাদা লিস্টও পাবেন। মানে, একসাথে আপনি বাংলাদেশে সমস্ত কৃতি ব্যক্তিত্বের তালিকা + প্রোফাইল পাবেন। আর এ-সবই করা হচ্ছে নবীনদের পথ দেখাতে... মোটিভেট করতে। ভার্সিটিয়ান তরুনদের মেন্টর হিসেবে কাজ করবে।
আর হ্যাঁ, এরকমটা পুরো পৃথিবীর জন্যই করা হচ্ছে.. কিন্তু বাংলাদেশের প্রায়োরিটি আগে :)
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।