চতুর্থ শিল্প বিপ্লব তথা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও অটোমেশনের যুগের জন্য প্রস্তুতি হিসেবে এমন সব পেশা থেকে দূরে থাকা উচিত যেখানে স্কিল ও ব্রেইনের ব্যবহার নেই। এমন কোন জব থেকে দূরে থাকুন যেখানে আপনার স্কিল ডেভেলপ কিংবা যোগ্যতা বাড়ার কোন সুযোগ নেই।
চতুর্থ শিল্প বিপ্লবের দিনে টেকনোলজি নির্ভর জবগুলোর সাসটেইনেবিলিটি খুব লো হবে। ভালো কোন ক্যারিয়ার কনসাল্টেন্টের সাহায্য নিন যিনি আধুনিক প্রযুক্তি ও এর বিপদগুলো সম্পর্কে সচেতন।