অনলাইন ফ্রেন্ডশীপ নিয়ে কথা হচ্ছিলো একজনের সাথে। উনি জানতে চাইলেন,

: অনলাইনে কি মানুষ ফ্রেন্ড হতে পারে?

- পারে। রেয়ারলি!

: রেয়ারলি কেন?

- অনলাইনে মূলত মানুষ কাছাকাছি আসে নিজেদের দুঃখ শেয়ার করে। অনলাইনে ফ্রেন্ড খোঁজে মূলত ব্যক্তিগত জীবনে আনহ্যাপি পাবলিকেরা। ১৮ বছর ধরে অনলাইনে থাকার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, এধরনের মানুষেরা কখনো বন্ধু হিসেবে ভালো হয় না।

: কেন?

- কেন, তা তো নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে এটুকু বলা যায় যে- একজন মানুষ ব্যক্তিগত জীবনে অসুখী হলে সেটার জন্য তার নিজের দায় আছে কমপক্ষে ৫০ ভাগ। তার মানে, সুখী হওয়ার জন্য যে ট্রেইটগুলো মানুষের থাকা দরকার, সেগুলোর ঘাটতি আছে তার ভেতরে। এখন আপনি নিজেও যদি ব্যক্তিগত জীবনে অসুখী হয়ে অনলাইনে বন্ধু খুঁজতে আসেন, তাহলে দুইজনের ৫০ ভাগ মিলে শত ভাগ অসুখী হওয়ার চান্স অনেক বেশী! এরকম হলে বন্ধুত্ব টেকে না। আফটার অল, আপনি তো সুখী হওয়ার জন্যই বন্ধু খুঁজতেছেন!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।