যোগ্যতা ব্যপারটা শুধুমাত্র সার্টিফিকেট আর প্রতিষ্ঠান কেন্দ্রিক না। বাংলাদেশের কথাই ধরুন। এখানে বড় বড় পাবলিক ভার্সিটিগুলোতে কয়টা সীট? এর বাইরে যোগ্যরা নাই? আছে! একটা বড় সংখ্যার যোগ্য লোক ভালো ভার্সিটিগুলোতে চান্স পায় না। এদের যোগ্যতা প্রমাণের একটা টুল হবে ভার্সিটিয়ান।
আপনি কোথায় পড়ছেন বা রেজাল্ট কেমন হচ্ছে, সেটাই বড় কথা না। আপনি কী শিখছেন, কতটুকু জ্ঞান অর্জন করছেন এবং বর্তমান ও ভবিষ্যত পৃথিবীর জন্য নিজেকে কতটুকু উপযুক্ত করে তুলছেন, সেটা হচ্ছে আপনার আসল যোগ্যতা। এই যোগ্যতা অর্জন ও প্রমাণের প্লাটফর্ম বানাচ্ছি আমরা।