কিছুদিন আগে লেখক বানানোর জন্য মেন্টরশীপের ঘোষণা দিয়েছিলাম। তখন বেশ কয়েকজন আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৩ জনকে পেলাম যারা সত্যিকার অর্থেই লেখালেখি শিখতে আগ্রহী।
যারা প্রথমে আগ্রহ দেখিয়ে পরে সরে গিয়েছেন তাদের দোষ দিচ্ছি না। আসলে কর্মজীবিদের অত সময় নাই লেখালেখি শেখার। তাই এবার শুধুমাত্র স্টুডেন্টদের জন্য ঘোষণা। বিশেষ করে যারা এখনো কলেজ অথবা ভার্সিটিতে পড়েন।
সাথে আরেকটা জিনিষ যোগ করি। লেখালেখি করে ঘরে বসে বেশ ভালো আয় করা সম্ভব। যদিও অনেক কষ্ট করতে হবে ঐ লেভেলে পৌঁছতে। কিন্তু একবার পৌঁছে গেলে আর পেছনে তাকাতে হবে না। ব্যপারটা সাইকেল চালানো শেখার মত। এবিষয়ে আগ্রহীদের বিস্তারিত জানানো হবে পরে।
আগেরবার লেখক বানানোর পেছনে আমার উদ্দেশ্য জানতে চেয়েছিলেন কয়েকজন। আমার উদ্দেশ্য অবশ্যই আছে। তবে উদ্দেশ্য খুবই মহৎ! পয়েন্ট আকারে বলি-
১) এদেশে বাংলা ভাষায় একাডেমিক কনটেন্টের অবস্থা খুব বেশী খারাপ। এই কনটেন্ট বাড়াতে চাচ্ছি।
২) স্টুডেন্টরা এখানে মূলত টিউশনি নির্ভর। তাদের জন্য একটা এক্সট্রা আয়ের পথ তৈরি।
৩) ছেলেপেলেরা পড়ালেখায় একদম মনোযোগী না ফলে ইন্ড্রাস্ট্রিগুলো যোগ্য লোকের জন্য দেশের বাইরে থেকে রিক্রুট করতে বাধ্য হচ্ছে। এই গ্যাপটা কমিয়ে আনা।
৪) এদেশের মানুষের গড় মেধা অনেক ভালো। শুধুমাত্র খারাপ এডুকেশন সিস্টেমের কারণে বহু মেধাবী লোক কিছু করতে পারেনি। দেখা গেল ক্লাশ সেভেনে ভালো শিক্ষক না পাওয়াতে একজন শিক্ষার্থী বীজ গনিতের বেসিকটা বুঝলো না। পরে ক্লাশ এইটে এসেও আর পারে না। পরবর্তীতে সে অংক জিনিষটাকেই ভয় পেতে শুরু করে। এই সমস্যাটা দূর করার একমাত্র উপায় হচ্ছে গোড়া থেকে তাকে ব্যপারগুলো সহজে বুঝিয়ে দেয়া। এর জন্য প্রচুর ভালো শিক্ষক দরকার। কিন্তু সেটি যেহেতু আমাদের সিস্টেমে সম্ভব না, তাই ফ্রিল্যান্স শিক্ষক টাইপ একটা ব্যপার দাঁড় করাতে চাচ্ছি।
৫) এদেশে ভালো ও মেধাবী লোকেরা শিক্ষকতার পেশায় খুব কমই আসে। ফ্রিল্যান্স শিক্ষকতা/কনটেন্ট তৈরির (সাথে অর্থ উপার্জনের অপশন) সুবিধা থাকায় অনেক মেধাবী শিক্ষক পাওয়া যাবে।
৬) ব্যপারটার সাথে অবশ্যই ব্যবসা জড়িত। কারণ, যেকোন উদ্যোগ সাসটেইন করার জন্য সেখানে একটা ভালো বিজনেস মডেল লাগে। এখানেও আছে। তবে এই মডেলে অংশগ্রহনকারীদের কাছ থেকে টাকা নেয়া হবে না। বরং তারা ভালো করতে পারলে এর থেকে ভালো উপার্জন করতে পারবেন।
মোটামুটি এই হলো ভেতরের ব্যপার। এই পুরো ব্যপারটি বাস্তবায়ন করার জন্য আরো অনেক কিছু দাঁড় করানো হয়েছে। এখন আমরা কিছু মেধাবী লোকের খোঁজে আছি। আপাতত আমি ব্যক্তিগতভাবে কিছু লোককে মেন্টরিং করে এই কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি। পরে প্রাতিষ্ঠানিকভাবে শুরু হবে। আগ্রহী স্টুডেন্টরা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
আপডেটঃ যারা যারা ইনবক্সে যোগাযোগ করেছেন এবং ইনবক্সে দেয়া ফরমটা ফিলআপ করেছেন, তারা সবাই কালকে সকালে মেইল চেক করবেন। সবাইকে আলাদা আলাদা করে ইনবক্সে ম্যাসেজ দেয়াটা একটু ঝামেলার তাই গ্রুপ মেইলে একবারে সব আপডেট এবং যোগাযোগ চলতে থাকবে।