প্রথমত, অপমানের হাত থেকে বাঁচার জন্য সুইসাইড একটা প্যারেন্টিং সমস্যা। অভিভাবকরা বাচ্চাদের মেন্টালিটি ওরকম করেই গড়ে তুলছে। ছোটবেলা থেকেই একটা বাচ্চাকে 'স্কাই ইজ ফলিং' টাইপ ভয় দেখানো হচ্ছে।

দ্বিতীয়ত, এটা সমাজের সমস্যা। আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী, কমিউনিটি ও ক্লাব মেটরা এমন একটা সংস্কৃতি গড়ে তুলেছে যে কিছু মানুষ আত্মহত্যা ছাড়া আর কোন রাস্তা দেখে না।

এসব আত্মহত্যা ঠেকানোর জন্য লোকজনকে প্যারেন্টিং শেখানো জরুরী। সাথে ব্যপক সমাজ সংস্কার প্রয়োজন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।