#প্যারেন্টিং - ২২

তাতিয়ানা ইদানিং আইপ্যাড আর মোবাইলের চাইতে তার খেলনাগুলো নিয়ে খেলতে আর পড়ালেখা করতে বেশী পছন্দ করে। অনেকগুলো ব্যপার সবসময় খেয়াল রাখায় এটা ঘটেছে। তার ভেতরে খুব গুরুত্বপূর্ন একটা হচ্ছে কনটেন্ট। তাতিয়ানা মোবাইল অথবা ট্যাবে কী দেখতে পারবে কী পারবে না সেটা খুব সতর্কভাবে নিয়ন্ত্রন করেছি। তবে এমনভাবে যাতে সে টের না পায়। গত পাঁচ বছরে সে কোন হিন্দী গান, নাচ কিংবা বড়দের জন্য উপযোগী কোনকিছুই দেখার সুযোগ পায়নি। সে যা দেখেছে তার প্রায় শতভাগ জুড়ে ছিলো বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট। ভিডিওগুলোতে সে দেখেছে বিদেশী বাচ্চারা কিভাবে বাইরে গিয়ে খেলাধুলা করে। কিভাবে যোগাযোগ করে। কিভাবে তাদের খেলনাদের সাথে খেলে। কোথাও সে দেখেনি বাচ্চারা মোবাইল কিংবা ট্যাব নিয়ে বসে আছে। কোথাও সে দেখেনি বাচ্চারা বড়দের উপযোগী কিছু (যেমন- নাচ/গান) করে বাহবা কুড়াচ্ছে। এগুলো তার মনন সম্পূর্ন ভিন্নভাবে গড়ে তুলেছে। আমার বাসায় টিভিও নাই যে সে কখনো বাচ্চাদের জন্য উপযোগী নয় এমন কিছু দেখে ফেলবে। পাঁচ বছর পর এর ফলাফল নিজের চোখেই দেখতে পাচ্ছি।

বাচ্চাদের কনটেন্ট নিয়ন্ত্রন করুন। কী দেখবে কী দেখবে না, গোপনে সেটা আপনি ঠিক করে দিন। এটা গুরুত্বপূর্ন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।