চাকরি বাকরি নিয়া ভবিষ্যতেও আরো বহুত গিয়ানজাম বাঁধবো। বিদেশীদের বাইর কইরা দিয়া শুধু আম্রিকানগো চাকরি দিমু বইলা ট্রাম্পের মত লোক আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। ভাবেন! কিন্তু ট্রাম্প সেইটা পারে নাই। কারণ, বিদেশীদের ছাড়া আসলে আম্রিকা অচল। বিভিন্ন ইন্ড্রাস্ট্রিতে আম্রিকানদের যত এক্সপার্ট দরকার তার সিকিভাগও আমেরিকায় নাই। পুরো বিশ্ব থেকে রিক্রুট করেও বহু কোম্পানী এক্সপার্টের অভাবে ঠিকমত কাজ করতে পারতেছে না। বিশেষ করে আইটি ইন্ড্রাস্ট্রিতে এক্সপার্টের অভাব দিন দিন বাড়তেই আছে। বাংলাদেশে যেসব বিদেশীরা চাকরি পায়, সেগুলো অকুপাই করার জন্য পর্যাপ্ত এক্সপার্ট এই দেশেও তৈরি হইতেছে না। কেন?
আমাজনের এক বিগ ডাটা এক্সপার্ট আমারে অফার দিয়ে বসে আছে, এইখানে বিগ ডাটা আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়া একটা RnD খোলার জন্য। পর্যাপ্ত এক্সপার্টের অভাবে সেইটা এখনো শুরুই করতে পারলাম না। তারপর উনি বললেন পোলাপানরে শিখিয়ে পড়িয়ে তৈরি করার সেটাপ দিতে। সেইটার জন্যও পর্যাপ্ত জনশক্তি দেখি না (মানে যারা আসলেই এধরনের জিনিষ নিয়ে কাজ করতে পারবে ডেসপারেটলি)। তো, এই যখন অবস্থা; তখন ক্যামনে কী?
মরাল অব দ্য প্যানপ্যানানিঃ চাকরি-বাকরি বহুত আছে, যোগ্য লোক নাই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।