একটা বিজনেস আইডিয়া দেই। এইযে ভেজালের কারণে লোকজন ফল-মূল কিনে খাওয়া ছেড়ে দিয়েছে, এতে ফল-মূলের চাহিদা মানুষের কাছে অনেক বেড়েছে। কারণ, বছরে একবার হলেও সবাই আম-কলা-তরমুজ খেতে চায়। গ্রাম অঞ্চলের দিকে এমন ধরনের রিসোর্ট ডিজাইন করতে পারেন যেখানে সুদৃশ্য গাছপালার পরিবর্তে শুধুমাত্র ফলের গাছ থাকবে। আমের বাগান, কলার বাগান, লিচুর বাগান। সাথে বিশাল দীঘিতে মাছের চাষ। দেশী মুরগি, টার্কির ফার্ম। অর্গানিক চাল-ডাল-শস্য, শবজি। একটা বিশাল গ্রামের মত হতে পারে বিষয়টা। বিভিন্ন ফল ও শস্যের মৌসমে মানুষ সেখানে বেড়াতে যাবে। রিসোর্টের বাগান থেকে আম-লিচু খাবে। দীঘি থেকে মাছ ধরে খাবে। অর্গানিক খাবার খাবে। যারা আর্থিক সামর্থ্যের অভাবে সারাবছর অর্গানিক ফুড খেতে পারে না তারা বছরে একবার হলেও খেতে যাবে ওখানে। যখন ফসল বা ফলের মৌসুম থাকলো না, তখন সাধারণ রিসোর্টের মতই চললো সবকিছু। মানুষ কয়েক মাস আগে থেকে বুকিং দিয়ে রাখবে।
রিসোর্টের গেস্টদের খাওয়ানোর পরে যেসব ফল-মূল-ফসল বেঁচে যাবে, সেগুলো বাজারজাত করতে পারবেন। শুধু কষ্ট করে একবার ব্রান্ড ভ্যালু তৈরি করে নিলেই হলো। বিশ্বাস আপনার মূল পুঁজি।