সুখী হতে হলে জ্ঞানী হতে হয় অথবা কোন জ্ঞানী লোকের শিষ্য/ফলোয়ার হতে হয়।
কারণ, জ্ঞানী লোকদের লোভ-হিংসা-অহংকার কম থাকে। তারা ভুল বোঝে না, সহজে ক্ষমা করতে পারে। নিজের ভুল সহজে বুঝতে পারে ও ক্ষমা চাইতে পারে। ইগো তাদের ড্রাইভ করে না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।