বেশীরভাগ মানুষের অধিকাংশ ভুল কাজগুলোর পেছনে থাকে স্রেফ সামান্য আনন্দ পাওয়ার ইচ্ছা। আর এধরনের কাজগুলো তার নিজের জন্যই সবচাইতে বেশী ক্ষতিকর। এই ক্ষতির পরিমাপটা অধিকাংশ মানুষ করতে পারে না বলেই সে এগুলো করতে দ্বিধা করে না। তারপর যখন বুঝতে পারে, তখন অনেক দেরী হয়ে গিয়েছে।

অধিকাংশ মানুষকে এধরনের ক্ষতি থেকে তার কাছের মানুষেরা বাঁচাতে পারে না। ভুল প্যারেন্টিং, কাছের মানুষদের ভুল ভাবে ট্রিট করা বরং তাকে এগুলোতে আরো বেশী উৎসাহীত করে তোলে। এর ভেতরে বাইরে থেকে তৃতীয় একজন কু-বুদ্ধিদাতার আবির্ভাব ঘটে যাকে তার কাছে অবতারের মত মনে হয়। এই বাইরের মানুষটা স্রেফ হিরো হওয়ার জন্য তাকে ক্রমাগত ভুল পরামর্শ দিতে থাকে।

ভুল পরামর্শগুলো আসলে কেমন? ধরেন একজন মানুষ নেশা করতে চায়। তার কাছের মানুষেরা কখনোই তাকে নেশাগ্রস্থ হতে দিবে না। কিন্তু সঠিকভাবে বোঝাতে না পারার কারণে এবং ভুল শাসনের কারণে সে এত বেশী ত্যক্ত-বিরক্ত থাকে যে তার দম বন্ধ হয়ে আসে। তখন সে নিঃশ্বাস ফেলার একটা জানালা খোঁজে। এসময়ে একজন মানুষ এসে যদি তাকে বোঝায়, ঐ নেশাটা আসলে খারাপ কিছু না... তখন তার কাছে হুট করে মনে হয় এতদিনে সে নিঃশ্বাস ফেলার মত একটা জানালা পেয়েছে। ঐ তৃতীয় ব্যক্তি জানে, এসব বললে ওর কাছে সে প্রিয় হতে পারবে। প্রিয় হয়ে সে তার স্বার্থ হাসিল করে নিতে পারাটাই উদ্দেশ্য। অতঃপর, ভিকটিমের রিয়েলাইজেশন আসার আগে সটকে পড়লেই হলো।

এভাবে প্রচুর মানুষ ভুল পথের কানাগলিতে আটকে যায়, আর ফিরতে পারে না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।