এদেশের অভিভাবকরা তাদের বাচ্চাদর মানুষ করার জন্য স্কুল-টিচারের পেছনে লাখ লাখ টাকা খরচ করে। কিন্তু শুধুমাত্র নিজেরা প্যারেন্টিং জানে না বলে বাচ্চাটা ভুল পথে চলে যায়। দেশে ড্রাগ এডিক্টেড এত বাড়ার জন্য অভিভাবকদের প্যারেন্টিং না জানাই দায়ী। ভুল পথে হাঁটা ছেলে-মেয়েদের জন্যও তারা দায়ী।

স্কুল-কলেজগুলোতে প্যারেন্টিং এর উপরে অন্তত ৬ মাসের কোর্স চালু করা উচিত এবং বিয়ে করার আগে প্রত্যেকটা নাগরিকের সেই কোর্স গ্রহণ করা বাধ্যতামূলক করা উচিত।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।