বাঙালি খুব বিচিত্র। তাদের মোবাইলের বাজেট হইলো ৫ হাজার কিন্তু কোয়ালিটি খোঁজে আইফোনের। ডাক্তাররে ফি দিবো ৫০০ টাকা কিন্তু সার্ভিস চাইবো আম্রিকান। পকেটে আছে দশ হাজার, বানাইতে চায় আমাজন+গুগল+ফেসবুক।
এই দ্যাশে আপনে ব্যবসা করবেন কেমনে?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।